ভারতে নিজেদের তৈরি এক ডোজের করোনা টিকার পরীক্ষা অচিরেই শুরু করবে বলে জানিয়েছে মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন ওষুধ কোম্পানি জনসন অ্যান্ড জনসন ভারতের কেন্দ্রীয় ওষুধের মান নিয়ন্ত্রণ সংস্থাকে (সিডিএসসিও) একটি চিঠি পাঠায়। এতে প্রতিষ্ঠানটি জানায়, ভারতে এক ডোজের করোনার টিকার ক্লিনিক্যাল পরীক্ষা চালাতে খুব শিগগিরই তারা অনুমতি চাইবে।
এ বিষয়ে জনসন অ্যান্ড জনসন ও সিডিএসসিওর সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পায়নি রয়টার্স।
এই খবর এমন সময়ে এল যখন ভারতে করোনা সংক্রমণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। ১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে এরই মধ্যে টিকার সরবরাহ সংকট চরম মাত্রায় পৌঁছেছে। দেশটির বিভিন্ন রাজ্য কর্তৃপক্ষ কেন্দ্র সরকারকে এ নিয়ে দুষতে শুরু করেছে। বিভিন্ন উদাহরণ টেনে রাজ্যগুলো টিকার সরবরাহ ও বণ্টন ব্যবস্থায় বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ তুলছে। যদিও কেন্দ্র সরকার বরাবরই বলে আসছে টিকার সরবরাহে কোনো সংকট নেই। পর্যাপ্ত টিকা তাদের হাতে রয়েছে। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে এই দাবি ক্রমেই খেলো বলে প্রমাণিত হচ্ছে।
ভারতে করোনা পরিস্থিতি দিন দিন বাজে দিকে যাচ্ছে। আজ শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৩১ হাজার ৯৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এটিই ভারতে একদিনে শনাক্ত হওয়া সর্বোচ্চ সংক্রমণ। একই সময়ে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৭৮০ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাাঁড়াল ১ লাখ ৬৭ হাজার ৬৪২। এই অবস্থায় টিকার প্রয়োজনীয়তা ভীষণভাবে বেড়ে গেলেও সরবরাহ সংকটে তা থমকে যাচ্ছে।
টাইমস অব ইন্ডিয়ার দেওয়া তথ্যমতে, দেশটিতে এখন পর্যন্ত মোট ৯ কোটি ৪৩ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। এখনো টিকা কার্যক্রম অব্যাহত থাকলেও বেশ কিছু অঞ্চলে সরবরাহ সংকটের কারণে টিকা দেওয়া যাচ্ছে না। এর মধ্যে মুম্বাই অন্যতম। সেখানে সবরাহ সংকটের কারণে আজ শুক্রবার বেশ কিছু টিকাকেন্দ্র বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
ভারতে বর্তমানে দুটি টিকা প্রয়োগের অনুমোদন পেয়েছে। এর মধ্যে একটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি। অন্যটি ভারত বায়োটেকের তৈরি। অনুমোদনের অপেক্ষায় রয়েছে রাশিয়ার স্পুটনিক ফাইভ এবং ক্যাডিলা হেলথকেয়ার লিমিটেডের তৈরি টিকা।
ভারতে নিজেদের তৈরি এক ডোজের করোনা টিকার পরীক্ষা অচিরেই শুরু করবে বলে জানিয়েছে মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন ওষুধ কোম্পানি জনসন অ্যান্ড জনসন ভারতের কেন্দ্রীয় ওষুধের মান নিয়ন্ত্রণ সংস্থাকে (সিডিএসসিও) একটি চিঠি পাঠায়। এতে প্রতিষ্ঠানটি জানায়, ভারতে এক ডোজের করোনার টিকার ক্লিনিক্যাল পরীক্ষা চালাতে খুব শিগগিরই তারা অনুমতি চাইবে।
এ বিষয়ে জনসন অ্যান্ড জনসন ও সিডিএসসিওর সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পায়নি রয়টার্স।
এই খবর এমন সময়ে এল যখন ভারতে করোনা সংক্রমণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। ১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে এরই মধ্যে টিকার সরবরাহ সংকট চরম মাত্রায় পৌঁছেছে। দেশটির বিভিন্ন রাজ্য কর্তৃপক্ষ কেন্দ্র সরকারকে এ নিয়ে দুষতে শুরু করেছে। বিভিন্ন উদাহরণ টেনে রাজ্যগুলো টিকার সরবরাহ ও বণ্টন ব্যবস্থায় বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ তুলছে। যদিও কেন্দ্র সরকার বরাবরই বলে আসছে টিকার সরবরাহে কোনো সংকট নেই। পর্যাপ্ত টিকা তাদের হাতে রয়েছে। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে এই দাবি ক্রমেই খেলো বলে প্রমাণিত হচ্ছে।
ভারতে করোনা পরিস্থিতি দিন দিন বাজে দিকে যাচ্ছে। আজ শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৩১ হাজার ৯৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এটিই ভারতে একদিনে শনাক্ত হওয়া সর্বোচ্চ সংক্রমণ। একই সময়ে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৭৮০ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাাঁড়াল ১ লাখ ৬৭ হাজার ৬৪২। এই অবস্থায় টিকার প্রয়োজনীয়তা ভীষণভাবে বেড়ে গেলেও সরবরাহ সংকটে তা থমকে যাচ্ছে।
টাইমস অব ইন্ডিয়ার দেওয়া তথ্যমতে, দেশটিতে এখন পর্যন্ত মোট ৯ কোটি ৪৩ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। এখনো টিকা কার্যক্রম অব্যাহত থাকলেও বেশ কিছু অঞ্চলে সরবরাহ সংকটের কারণে টিকা দেওয়া যাচ্ছে না। এর মধ্যে মুম্বাই অন্যতম। সেখানে সবরাহ সংকটের কারণে আজ শুক্রবার বেশ কিছু টিকাকেন্দ্র বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
ভারতে বর্তমানে দুটি টিকা প্রয়োগের অনুমোদন পেয়েছে। এর মধ্যে একটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি। অন্যটি ভারত বায়োটেকের তৈরি। অনুমোদনের অপেক্ষায় রয়েছে রাশিয়ার স্পুটনিক ফাইভ এবং ক্যাডিলা হেলথকেয়ার লিমিটেডের তৈরি টিকা।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫