ডয়চে ভেলে
একসময় পূর্ব জার্মানিতে তৈরি এমজেড মোটরসাইকেল বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছিল৷ ২০০৮ সালে সেই কোম্পানি বন্ধ হয়ে যায়৷ তবে এখনো কিউবার এক শহরে এই মোটরসাইকেলের জনপ্রিয়তা তুঙ্গে৷
কিউবার একেবারে পূর্বের শহর সান্তিয়াগো দে কিউবা৷ এটি পূর্ব জার্মানিতে তৈরি মোটরসাইকেল এমজেডের রাজধানী বলে পরিচিত৷ কারণ শহরে যত মোটরসাইকেল চলে তার অর্ধেকেরই বেশি এমজেড মোটরসাইকেল- সংখ্যায় ১০ হাজারের বেশি৷ শুধুমাত্র ওই শহরেই মোটরসাইকেল চালকদের ট্যাক্সি চালানোর লাইসেন্স দেওয়া হয়৷
কিউবার দ্বিতীয় সবচেয়ে বড় শহর সান্তিয়াগো সেখানে প্রায় পাঁচ লাখ মানুষ বাস করেন৷ এর মধ্যে কয়েক হাজার মানুষ আশির দশকে সাবেক পূর্ব জার্মানিতে অতিথি শ্রমিক হিসেবে গিয়েছিলেন৷ সেখান থেকে ফেরার সময় তারা এমজেড মোটরসাইকেল নিয়ে যান৷
তাদেরই একজন উইলমেন্স অবরেগন অর্টিজ৷ তিনি বলেন, ‘খুব তাড়াতাড়িই আমরা মোটরসাইকেলের ফ্যান হয়ে গিয়েছিলাম৷ ভালো টাকা আয় করতাম৷ তাই মনে হয়েছিল এটা কেনা যায়৷ তখন রাষ্ট্রদূত, আমাদের বস আর সরকারের সঙ্গে কথা বলেছিলাম৷ একসময় তারা বাইক আমদানির অনুমতি দেন৷’
পূর্ব জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানিপণ্য ছিল এমজেড৷ ১০০-র বেশি দেশে এটি রপ্তানি করা হয়েছিল৷
কিউবার প্রায় ৩০ হাজার নাগরিক পড়াশোনা বা ট্রেনিং নিতে পূর্ব জার্মানি গিয়েছিলেন৷ সেই সুযোগে তারা এমজেড কিনে কিউবায় নিয়ে যান৷ এখনো সেই সব এমজেডের প্রায় সবগুলো রাস্তায় চলছে৷ সে কারণে বিশ্বের সবচেয়ে বেশি এমজেড চালক এখন আছেন কিউবায়৷
মোটরসাইকেল ঠিক করার অনেক ওয়ার্কশপও আছে৷ অনেক বাড়িতেও ওয়ার্কশপ আছে৷ অনেকে শক অবজার্ভার, কার্বোরেটর ও ব্যাটারির মতো বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন৷
কিউবার বেশির ভাগ রাস্তা পুরোনো, অনেক গর্তও আছে৷ অনেক রাস্তা আবার পাকাও নয়৷ এমন রাস্তার জন্যই এমজেড তৈরি৷ এটি যেমন ঠিক করা সহজ, তেমনি রক্ষণাবেক্ষণও কঠিন নয়৷
একসময় পূর্ব জার্মানিতে তৈরি এমজেড মোটরসাইকেল বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছিল৷ ২০০৮ সালে সেই কোম্পানি বন্ধ হয়ে যায়৷ তবে এখনো কিউবার এক শহরে এই মোটরসাইকেলের জনপ্রিয়তা তুঙ্গে৷
কিউবার একেবারে পূর্বের শহর সান্তিয়াগো দে কিউবা৷ এটি পূর্ব জার্মানিতে তৈরি মোটরসাইকেল এমজেডের রাজধানী বলে পরিচিত৷ কারণ শহরে যত মোটরসাইকেল চলে তার অর্ধেকেরই বেশি এমজেড মোটরসাইকেল- সংখ্যায় ১০ হাজারের বেশি৷ শুধুমাত্র ওই শহরেই মোটরসাইকেল চালকদের ট্যাক্সি চালানোর লাইসেন্স দেওয়া হয়৷
কিউবার দ্বিতীয় সবচেয়ে বড় শহর সান্তিয়াগো সেখানে প্রায় পাঁচ লাখ মানুষ বাস করেন৷ এর মধ্যে কয়েক হাজার মানুষ আশির দশকে সাবেক পূর্ব জার্মানিতে অতিথি শ্রমিক হিসেবে গিয়েছিলেন৷ সেখান থেকে ফেরার সময় তারা এমজেড মোটরসাইকেল নিয়ে যান৷
তাদেরই একজন উইলমেন্স অবরেগন অর্টিজ৷ তিনি বলেন, ‘খুব তাড়াতাড়িই আমরা মোটরসাইকেলের ফ্যান হয়ে গিয়েছিলাম৷ ভালো টাকা আয় করতাম৷ তাই মনে হয়েছিল এটা কেনা যায়৷ তখন রাষ্ট্রদূত, আমাদের বস আর সরকারের সঙ্গে কথা বলেছিলাম৷ একসময় তারা বাইক আমদানির অনুমতি দেন৷’
পূর্ব জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানিপণ্য ছিল এমজেড৷ ১০০-র বেশি দেশে এটি রপ্তানি করা হয়েছিল৷
কিউবার প্রায় ৩০ হাজার নাগরিক পড়াশোনা বা ট্রেনিং নিতে পূর্ব জার্মানি গিয়েছিলেন৷ সেই সুযোগে তারা এমজেড কিনে কিউবায় নিয়ে যান৷ এখনো সেই সব এমজেডের প্রায় সবগুলো রাস্তায় চলছে৷ সে কারণে বিশ্বের সবচেয়ে বেশি এমজেড চালক এখন আছেন কিউবায়৷
মোটরসাইকেল ঠিক করার অনেক ওয়ার্কশপও আছে৷ অনেক বাড়িতেও ওয়ার্কশপ আছে৷ অনেকে শক অবজার্ভার, কার্বোরেটর ও ব্যাটারির মতো বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন৷
কিউবার বেশির ভাগ রাস্তা পুরোনো, অনেক গর্তও আছে৷ অনেক রাস্তা আবার পাকাও নয়৷ এমন রাস্তার জন্যই এমজেড তৈরি৷ এটি যেমন ঠিক করা সহজ, তেমনি রক্ষণাবেক্ষণও কঠিন নয়৷
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে