ইউক্রেন নিয়ে আলোচনা বসতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন সুলিভান।
পুতিন কেন ইউক্রেন থেকে সহজে পিছু হটবেন না এবং ক্রেমলিনের সঙ্গে আলোচনার রূপ কেমন হয় সে বিষয়ে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেছেন ইউক্রেন যুদ্ধ শুরুর সময় তৎপর এই কূটনীতিক।
গত বছর ইউক্রেন আগ্রাসন ঠেকাতে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার দায়িত্বে ছিলেন জন সুলিভান। কিন্তু তাঁর চেষ্টাই সার হয়েছে, অন্য পক্ষ থেকে ‘কোনো সাড়া মেলেনি’।
সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে বিবিসিকে তিনি বলেন, ‘তারা শুধু রাশিয়ার নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে, কিন্তু ইউক্রেনের নিরাপত্তা নিয়ে গঠনমূলক কোনো কথা বলেনি। তারা নিজেদের দাবি থেকে এক চুলও নড়েনি.... সেটা ছিল একটা প্রহেলিকা।’
সংঘাত অবসানে আলোচনা চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র অনড় থাকতে পারত কী না সেই প্রশ্নের জবাবে সুলিভান বলেন, ‘যুদ্ধের আগেও পুতিন আলোচনায় আগ্রহী ছিলেন না, এখনও নন।’
এদিকে রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞার পাশাপাশি ইউক্রেনে কোটি কোটি ডলারের অস্ত্র সহায়তা পাঠিয়েছে বাইডেন প্রশাসন। সেসঙ্গে ইউক্রেনের পক্ষে বিশ্বজুড়ে সমর্থন জোগাড়ের চেষ্টা করছে।
সোভিয়েত ইউনিয়নের পতনের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া রুশ ফেডারেশনের অংশগুলোকে আবার জোড়া দিয়ে নতুন রুশ সাম্রাজ্য গড়ার একটা রূপরেখা পুতিনের রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।
পুরো ব্যাপারটিকে সেই দৃষ্টিভঙ্গির অংশ বলে মনে করেন সুলিভান। এ কারণেই ভলোদিমির জেলেনস্কির মতো ‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত’ সরকার কিয়েভে থাকুক তা পুতিন চান না বলে তিনি মনে।
তাহলে পুতিনের যুদ্ধ থামবে কি করে- এমন প্রশ্নের জবাবে সুলিভান বলেন, জয়ের বিন্দুমাত্র আশা নেই- এমন বিশ্বাস না জন্মালে পুতিন নিবৃত্ত হবে না। যুদ্ধক্ষেত্রের এই অবস্থা কত দিনে তাঁর মধ্যে এমন বিশ্বাস তৈরি করতে পারে তা বলা মুশকিল। আপাতত তেমন কোনো ইঙ্গিত নেই।
সুলিভান আরও বলেন, ‘ইউক্রেনের জনগণ পুতিনকে ক্ষমা করবে না; ভুলেও যাবে না। প্রেসিডেন্ট জেলেনস্কি যদি যুদ্ধের অবসান চান, আঞ্চলিক ছাড় দিতে চান বা বলা ভালো আত্মসমর্পণ করতে চান, ইউক্রেনের জনগণ তাঁকে সেই অনুমতি দেবে না।’
এ ধরনের সামরিক, রাজনৈতিক ও আদর্শিক অচলাবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রকে অবশ্যই দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বলে মনে করেন সুলিভান। ইউক্রেনে রাশিয়ার হামলার বছরপূর্তিতে প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভে সফর করে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়েছেন।
তবে এই সংঘাত চলতি বছর শেষ হবে না বলেই মনে করেন সুলিভান।
ইউক্রেন নিয়ে আলোচনা বসতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন সুলিভান।
পুতিন কেন ইউক্রেন থেকে সহজে পিছু হটবেন না এবং ক্রেমলিনের সঙ্গে আলোচনার রূপ কেমন হয় সে বিষয়ে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেছেন ইউক্রেন যুদ্ধ শুরুর সময় তৎপর এই কূটনীতিক।
গত বছর ইউক্রেন আগ্রাসন ঠেকাতে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার দায়িত্বে ছিলেন জন সুলিভান। কিন্তু তাঁর চেষ্টাই সার হয়েছে, অন্য পক্ষ থেকে ‘কোনো সাড়া মেলেনি’।
সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে বিবিসিকে তিনি বলেন, ‘তারা শুধু রাশিয়ার নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে, কিন্তু ইউক্রেনের নিরাপত্তা নিয়ে গঠনমূলক কোনো কথা বলেনি। তারা নিজেদের দাবি থেকে এক চুলও নড়েনি.... সেটা ছিল একটা প্রহেলিকা।’
সংঘাত অবসানে আলোচনা চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র অনড় থাকতে পারত কী না সেই প্রশ্নের জবাবে সুলিভান বলেন, ‘যুদ্ধের আগেও পুতিন আলোচনায় আগ্রহী ছিলেন না, এখনও নন।’
এদিকে রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞার পাশাপাশি ইউক্রেনে কোটি কোটি ডলারের অস্ত্র সহায়তা পাঠিয়েছে বাইডেন প্রশাসন। সেসঙ্গে ইউক্রেনের পক্ষে বিশ্বজুড়ে সমর্থন জোগাড়ের চেষ্টা করছে।
সোভিয়েত ইউনিয়নের পতনের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া রুশ ফেডারেশনের অংশগুলোকে আবার জোড়া দিয়ে নতুন রুশ সাম্রাজ্য গড়ার একটা রূপরেখা পুতিনের রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।
পুরো ব্যাপারটিকে সেই দৃষ্টিভঙ্গির অংশ বলে মনে করেন সুলিভান। এ কারণেই ভলোদিমির জেলেনস্কির মতো ‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত’ সরকার কিয়েভে থাকুক তা পুতিন চান না বলে তিনি মনে।
তাহলে পুতিনের যুদ্ধ থামবে কি করে- এমন প্রশ্নের জবাবে সুলিভান বলেন, জয়ের বিন্দুমাত্র আশা নেই- এমন বিশ্বাস না জন্মালে পুতিন নিবৃত্ত হবে না। যুদ্ধক্ষেত্রের এই অবস্থা কত দিনে তাঁর মধ্যে এমন বিশ্বাস তৈরি করতে পারে তা বলা মুশকিল। আপাতত তেমন কোনো ইঙ্গিত নেই।
সুলিভান আরও বলেন, ‘ইউক্রেনের জনগণ পুতিনকে ক্ষমা করবে না; ভুলেও যাবে না। প্রেসিডেন্ট জেলেনস্কি যদি যুদ্ধের অবসান চান, আঞ্চলিক ছাড় দিতে চান বা বলা ভালো আত্মসমর্পণ করতে চান, ইউক্রেনের জনগণ তাঁকে সেই অনুমতি দেবে না।’
এ ধরনের সামরিক, রাজনৈতিক ও আদর্শিক অচলাবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রকে অবশ্যই দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বলে মনে করেন সুলিভান। ইউক্রেনে রাশিয়ার হামলার বছরপূর্তিতে প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভে সফর করে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়েছেন।
তবে এই সংঘাত চলতি বছর শেষ হবে না বলেই মনে করেন সুলিভান।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫