Ajker Patrika

কানাডার আন্দোলনে কলকাঠি নেড়েছে বাংলাদেশি গ্রুপ! 

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫৮
কানাডার আন্দোলনে কলকাঠি নেড়েছে বাংলাদেশি গ্রুপ! 

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে চলাচলকারী ট্রাকচালকদের জন্য করোনার টিকা গ্রহণের বিধিনিষেধ জারি করেছিল কানাডা সরকার। ওই বিধিনিষেধের বিরুদ্ধে ‘ফ্রিডম কনভয়’ নামে বিক্ষোভ শুরু করে ট্রাকচালকরা। ওই আন্দোলনকে উসকে দিতে অনলাইনে সক্রিয় ছিল বাংলাদেশের একটি ডিজিটাল মার্কেটিং ফার্ম। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক নিউজ সাইট গ্রিড। 

গ্রিডের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক এবং টেলিগ্রামে সদস্য সংগ্রহের পাশাপাশি গিভসেন্ডগো সাইটের মাধ্যমে অনুদান সংগ্রহের প্রচার চালিয়েছে গ্রুপটি। বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচার করে আন্দোলনে রসদ জুগিয়েছে তারা। 

গ্রিডের প্রতিবেদনে আর‍ও বলা হয়েছে, জানুয়ারির ২৭ ও ৩০ তারিখ ‘ফ্রিডম কনভয় ২০২২’ এবং ‘কনভয় টু অটোয়া ২০২২’ নামের দুটি ফেসবুক গ্রুপ খোলা হয়। দুই সপ্তাহের মধ্যে দুই পেজ মিলে অনুসারী ছাড়িয়ে যায় ১ লাখ ৭০ হাজার। গত বৃহস্পতিবার ওই গ্রুপ দুটি বন্ধ করে দেয় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কর্তৃপক্ষ। 

যেই ডিজিটাল মার্কেটিং ফার্মের বিরুদ্ধে অভিযোগ সেটির প্রতিষ্ঠাতা জাকির সৈকত। তিনি গ্রিডকে বলেছেন, ‘আমি স্বেচ্ছায় ফ্রিডম কনভয়ে যুক্ত হয়েছি। কারণ আমি স্বাধীনতায় বিশ্বাস করি। স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকার আমাদের আছে।’ 

আন্দোলনের সমর্থনে ফেসবুকে প্রচার চালানোর জন্য কোনো অর্থ নেননি বলে দাবি করেন জাকির সৈকত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত