Ajker Patrika

বিশ্বে করোনায় একদিনে প্রায় ১০ হাজার মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১০: ০৯
বিশ্বে করোনায় একদিনে প্রায় ১০ হাজার মৃত্যু

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৮৭৯ জন; যা আগের দিনের তুলনায় প্রায় ২৩০০ জন বেশি। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ৫৪৩ জন; যা আগের দিনের তুলনায় প্রায় ১ লাখ ২৫ হাজার জন বেশি।  

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৯২ জন। এ পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৯৯৬ জনের। মোট মারা গেছেন ৬ লাখ ৪০ হাজার ৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ১ হাজার ১৮০ জনের। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২০ হাজার ৭৪১ জন। এ পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩৮ লাখ ৯২ হাজার ৪৭৯ জনের। আর মারা গেছেন ১ লাখ ২০ হাজার ১৩  জন।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ৯৩ লাখ ৭৯ হাজার ২৯৬ জনের। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ লাখ ৯৪ হাজার ৬৭৬ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ১৩৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষদিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত