ঢাকা: ভারতীয় কোম্পানি বায়োটেকের কাছ থেকে ২ হাজার ৭৪৯ কোটি ৯১ লাখ টাকা (৩২ কোটি ৪০ লাখ ডলার) মূল্যের করোনার টিকা কেনার চুক্তি স্থগিত করতে যাচ্ছে ব্রাজিল। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ভারতীয় কোম্পানি বায়োটেকের সঙ্গে কোভ্যাক্সিনের ২ কোটি ডোজ কেনার চুক্তি করে দেশটি।
চুক্তি স্বাক্ষরে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় কোভ্যাক্সিন কেনার চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা।
আজ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা বলেন, অভিযোগের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত করবে। কোভ্যাক্সিন কেনার চুক্তি স্থগিত থাকবে।
মার্সেলো কুইরোগা বলেন, ‘প্রাথমিক পর্যালোচনায় টিকা কেনার চুক্তিতে কোনো অনিয়ম পাওয়া যায়নি। কিন্তু আরও বিস্তর পর্যালোচনার জন্য চুক্তিটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’
এর আগে গত বৃহস্পতিবার সিএনএন ব্রাজিল এক প্রতিবেদনে জানিয়েছিল, ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় চুক্তিটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
চুক্তিতে অনিয়মের অভিযোগে ব্রাজিলের ফেডারেল প্রসিকিউটর তদন্ত শুরু করেছে। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ভারতীয় কোম্পানি বায়োটেকের সঙ্গে কোভ্যাক্সিনের ২ কোটি ডোজ কেনার চুক্তি করেছিল ব্রাজিল। চুক্তিতে টিকার উচ্চ মূল্য, তড়িঘড়ি করে চুক্তি এবং অনুমোদনের আগেই চুক্তিতে স্বাক্ষরের অভিযোগ ওঠে।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুয়ায়ী, লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৩০৫ জন এবং এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৫ লাখ ১৬ হাজার ১১৯ জন।
করোনাকালীন নানা কারণেই সমালোচনার মধ্যে ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। করোনা মহামারির শুরু থেকেই মাস্ক না পরে জনস্মমুখে উপস্থিত হওয়াসহ প্রেসিডেন্ট জাইর বলসোনারোর নানান বিতর্কিত বক্তব্যে ক্ষুব্ধ হয় ব্রাজিলের জনগণ।
ঢাকা: ভারতীয় কোম্পানি বায়োটেকের কাছ থেকে ২ হাজার ৭৪৯ কোটি ৯১ লাখ টাকা (৩২ কোটি ৪০ লাখ ডলার) মূল্যের করোনার টিকা কেনার চুক্তি স্থগিত করতে যাচ্ছে ব্রাজিল। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ভারতীয় কোম্পানি বায়োটেকের সঙ্গে কোভ্যাক্সিনের ২ কোটি ডোজ কেনার চুক্তি করে দেশটি।
চুক্তি স্বাক্ষরে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় কোভ্যাক্সিন কেনার চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা।
আজ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা বলেন, অভিযোগের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত করবে। কোভ্যাক্সিন কেনার চুক্তি স্থগিত থাকবে।
মার্সেলো কুইরোগা বলেন, ‘প্রাথমিক পর্যালোচনায় টিকা কেনার চুক্তিতে কোনো অনিয়ম পাওয়া যায়নি। কিন্তু আরও বিস্তর পর্যালোচনার জন্য চুক্তিটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’
এর আগে গত বৃহস্পতিবার সিএনএন ব্রাজিল এক প্রতিবেদনে জানিয়েছিল, ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় চুক্তিটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
চুক্তিতে অনিয়মের অভিযোগে ব্রাজিলের ফেডারেল প্রসিকিউটর তদন্ত শুরু করেছে। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ভারতীয় কোম্পানি বায়োটেকের সঙ্গে কোভ্যাক্সিনের ২ কোটি ডোজ কেনার চুক্তি করেছিল ব্রাজিল। চুক্তিতে টিকার উচ্চ মূল্য, তড়িঘড়ি করে চুক্তি এবং অনুমোদনের আগেই চুক্তিতে স্বাক্ষরের অভিযোগ ওঠে।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুয়ায়ী, লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৩০৫ জন এবং এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৫ লাখ ১৬ হাজার ১১৯ জন।
করোনাকালীন নানা কারণেই সমালোচনার মধ্যে ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। করোনা মহামারির শুরু থেকেই মাস্ক না পরে জনস্মমুখে উপস্থিত হওয়াসহ প্রেসিডেন্ট জাইর বলসোনারোর নানান বিতর্কিত বক্তব্যে ক্ষুব্ধ হয় ব্রাজিলের জনগণ।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে