কানাডার পর করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ও বাধ্যতামূলক করোনার টিকা নেওয়ার বিরুদ্ধে এবার নিউজিল্যান্ডে ট্রাকচালকেরা বিক্ষোভ করেছে। আজ মঙ্গলবার ওয়েলিংটনে পার্লামেন্টের কাছের কয়েকটি রাস্তা অবরোধ করেছেন নিউজিল্যান্ডের ট্রাকচালকেরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ট্রাকচালকদের হাতে ‘আমাদের স্বাধীনতা ফিরিয়ে দাও’, ‘জবরদস্তি সম্মতি নয়’-এর মতো বার্তা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
আন্দোলনকারীরা শত শত গাড়ি নিয়ে হর্ন বাজিয়ে ওয়েলিংটন শহরের চারপাশে ঘোরেন। এ ছাড়া পায়ে হেঁটে এসে এক হাজারেরও বেশি বিক্ষোভকারী বক্তৃতা শোনেন। অনেক আন্দোলনকারীর হাতে কানাডার পতাকা দেখা গেছে।
ওয়েলিংটনের বাসিন্দা স্টু মেইন বলেন, আমি আসলে টিকা দিয়েছি কিন্তু আমি মানুষকে টিকা দিতে বাধ্য করার বিপক্ষে। যারা এটা চায় না, তাদের জোর করে টিকা দেওয়া লজ্জাজনক।
তবে এই আন্দোলনে কোনোও সহিংসতা অথবা গ্রেপ্তারের ঘটনা ঘটেনি।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনায় বসার কোনো ইচ্ছা নেই। কারণ নিউজিল্যান্ডের সংখ্যাগরিষ্ঠরা সরকারের টিকাদান কর্মসূচির প্রতি তাঁদের সমর্থন দেখিয়েছে।
রেডিও নিউজিল্যান্ডকে দেওয়া সাক্ষাৎকারে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, নিউজিল্যান্ডের ৯৬ শতাংশ মানুষ একটি ডোজ হলেও টিকা পেয়েছে। অতিরিক্ত সুরক্ষা প্রদানের কারণে আমাদের এখন কম বিধিনিষেধ মানতে হচ্ছে।
নিউজিল্যান্ডে স্বাস্থ্য, আইন প্রয়োগকারী, শিক্ষা ও প্রতিরক্ষার মতো নির্দিষ্ট সেক্টরে কর্মরত ব্যক্তিদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক।
রেস্তোরাঁ, ক্রীড়া ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে প্রবেশের জন্য নিউজিল্যান্ডে জনগণকে টিকা দেওয়ার প্রমাণ দেখাতে হয়। তবে যানবাহন, সুপারমার্কেট, স্কুল ও স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য এই প্রমাণ প্রযোজ্য নয়।
করোনা বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদরত ট্রাকচালকদের নজিরবিহীন অবরোধে অচল হয়ে পড়েছে কানাডার রাজধানী অটোয়া। সেখানে ১০ দিনের বেশি সময় ধরে আন্দোলন চলছে।
কানাডার পর করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ও বাধ্যতামূলক করোনার টিকা নেওয়ার বিরুদ্ধে এবার নিউজিল্যান্ডে ট্রাকচালকেরা বিক্ষোভ করেছে। আজ মঙ্গলবার ওয়েলিংটনে পার্লামেন্টের কাছের কয়েকটি রাস্তা অবরোধ করেছেন নিউজিল্যান্ডের ট্রাকচালকেরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ট্রাকচালকদের হাতে ‘আমাদের স্বাধীনতা ফিরিয়ে দাও’, ‘জবরদস্তি সম্মতি নয়’-এর মতো বার্তা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
আন্দোলনকারীরা শত শত গাড়ি নিয়ে হর্ন বাজিয়ে ওয়েলিংটন শহরের চারপাশে ঘোরেন। এ ছাড়া পায়ে হেঁটে এসে এক হাজারেরও বেশি বিক্ষোভকারী বক্তৃতা শোনেন। অনেক আন্দোলনকারীর হাতে কানাডার পতাকা দেখা গেছে।
ওয়েলিংটনের বাসিন্দা স্টু মেইন বলেন, আমি আসলে টিকা দিয়েছি কিন্তু আমি মানুষকে টিকা দিতে বাধ্য করার বিপক্ষে। যারা এটা চায় না, তাদের জোর করে টিকা দেওয়া লজ্জাজনক।
তবে এই আন্দোলনে কোনোও সহিংসতা অথবা গ্রেপ্তারের ঘটনা ঘটেনি।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনায় বসার কোনো ইচ্ছা নেই। কারণ নিউজিল্যান্ডের সংখ্যাগরিষ্ঠরা সরকারের টিকাদান কর্মসূচির প্রতি তাঁদের সমর্থন দেখিয়েছে।
রেডিও নিউজিল্যান্ডকে দেওয়া সাক্ষাৎকারে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, নিউজিল্যান্ডের ৯৬ শতাংশ মানুষ একটি ডোজ হলেও টিকা পেয়েছে। অতিরিক্ত সুরক্ষা প্রদানের কারণে আমাদের এখন কম বিধিনিষেধ মানতে হচ্ছে।
নিউজিল্যান্ডে স্বাস্থ্য, আইন প্রয়োগকারী, শিক্ষা ও প্রতিরক্ষার মতো নির্দিষ্ট সেক্টরে কর্মরত ব্যক্তিদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক।
রেস্তোরাঁ, ক্রীড়া ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে প্রবেশের জন্য নিউজিল্যান্ডে জনগণকে টিকা দেওয়ার প্রমাণ দেখাতে হয়। তবে যানবাহন, সুপারমার্কেট, স্কুল ও স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য এই প্রমাণ প্রযোজ্য নয়।
করোনা বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদরত ট্রাকচালকদের নজিরবিহীন অবরোধে অচল হয়ে পড়েছে কানাডার রাজধানী অটোয়া। সেখানে ১০ দিনের বেশি সময় ধরে আন্দোলন চলছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫