Ajker Patrika

কানাডায় মসজিদে কুড়াল নিয়ে হামলার চেষ্টা, মুসল্লিদের হাতে হামলাকারী আটক

আপডেট : ২০ মার্চ ২০২২, ২১: ১৬
কানাডায় মসজিদে কুড়াল নিয়ে হামলার চেষ্টা, মুসল্লিদের হাতে হামলাকারী আটক

কানাডার একটি মসজিদে নামাজের সময় কুড়াল নিয়ে হামলার চেষ্টা করেছিলেন এক উগ্রবাদী যুবক (২৪)। পরে ওই ব্যক্তিকে আটকের পর পুলিশের হাতে সোপর্দ করেছেন মুসল্লিরা। স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, টরন্টোর মিসিসাওগা শহরতলিতে অবস্থিত দার আল-তাওহিদ ইসলামিক সেন্টার মসজিদে শনিবার ওই হামলার ঘটনা ঘটে। ওই ইসলামবিদ্বেষী যুবক মুসল্লিদের ওপর ভালুক তাড়ানো স্প্রে ছিটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। 
 
খবর পেয়ে দ্রুত মসজিদে পুলিশ গিয়ে ওই উগ্রবাদী যুবককে গ্রেপ্তার করে। তবে মুসল্লিরা সঙ্গে সঙ্গে তাঁকে আটক করায় হামলায় কেউ গুরুতর আহত হয়নি। 

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মোহাম্মদ মইজ ওমর। তাঁর বিরুদ্ধে ছয়টি অপরাধের অভিযোগ আনা হয়েছে। 

তাৎক্ষণিকভাবে পুলিশ জানিয়েছে, এটি সংঘবদ্ধ কোনো সন্ত্রাসী গ্রুপের হামলা নয়। তাঁর ব্যক্তিগত বিদ্বেষ থেকেই এই হামলা করা হয়েছে। 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, কানাডায় এ ধরনের ধর্মীয় বিদ্বেষের স্থান নেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত