Ajker Patrika

বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৬৯ জনের, যা আগের দিনের তুলনায় ২ হাজার ১৮৭ জন কম। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ২২৩ জন, যা আগের দিনের তুলনায় ১ লাখ ১৮ হাজার ২৯৮ জন কম। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪৮ হাজার ২৪৫ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫৪ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৫৩ লাখ ৪১ হাজার ৩৩২ জনের এবং মারা গেছে ৯৯ হাজার ৫৫৩ জন। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৪ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩৭ হাজার ১২০ জন। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছেন ৯২ লাখ ৯৪ হাজার ১৮৮ জন এবং মারা গেছেন ২ লাখ ৬২ হাজার ৮৪৩ জন। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটি ৭৪ লাখ ২৪ হাজার ৬৩৯ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫১ লাখ ৬৩ হাজার ৩৬৯ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২৩ কোটি ২৩ লাখ ৬৮ হাজার ৪১৮ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত