Ajker Patrika

বিশ্বে করোনায় সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু

বিশ্বে করোনায় সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৪ লাখ ১৭ হাজার ৩৯২ জন। যা আগের দিনের তুলনায় ২৩ হাজার ৮৯৭ জন কম। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৮৩৯ জন। যা আগের দিনের তুলনায় ১৩৯ জন। 

দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৩৯ হাজার ৯৫০ জনের। দৈনিক মৃত্যুতে শীর্ষে ইন্দোনেশিয়া। দেশটি এক দিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৩৮ জন। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে মোট করোনা শনাক্ত হয়েছেন ১৯ কোটি ১৭ লাখ ১২ হাজার ৯৬৭ জন। আর করোনায় মারা গেছেন ৪১ লাখ ১২ হাজার ৭৯২ জন। 

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থনে যৌথভাবে আছে ভারত ও রাশিয়া। আক্রান্তের হিসেবে এগিয়ে আছে ভারত, মৃত্যুর হিসেবে রাশিয়া। 

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৪২৪ জন এবং মারা গেছেন ৩৭২ জন। 

অন্যদিকে, রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৬৩৪ জন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৭১৯ জনের। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত