অস্ট্রেলিয়ার এয়ারলাইন কান্টাস কর্মীদের পোশাক নীতিতে এনেছে পরিবর্তন। নতুন নীতি অনুযায়ী, পুরুষ কর্মীরা চাইলে মেক-আপ করতে ও লম্বা চুল রাখতে পারবেন। কর্মক্ষেত্রে নারী কর্মীদের জন্যও মেক-আপ ও হিল পরা আর বাধ্যতামূলক নয়।
গত বছর অস্ট্রেলিয়ার একটি ট্রেড ইউনিয়ন কান্টাসকে পোশাকনীতি পরিবর্তনের জন্য অনুরোধ করে আসছিল। এদিকে ভার্জিন আটলান্টিক লিঙ্গ নিরপেক্ষ পোশাকনীতি চালুর পর অন্য সম্মুখ সারির এয়ারলাইনগুলোও তাদের পোশাকনীতি শিথিল করে। এরপর কান্টাস এমন সিদ্ধান্ত নিল।
কান্টাসের নতুন পোশাকনীতির মধ্য রয়েছে—পুরুষেরা ফ্ল্যাট জুতা ও নারী-পুরুষ উভয়ে একই ধরনের অলংকার পরিধান করতে পারবেন। এমনকি বড় ঘড়িও পরতে পারবেন তাঁরা। পাইলট ও যাত্রী সেবকেরাসহ বিমানের সব কর্মী লম্বা চুল ও ঝুঁটি করতে পারবেন।
আজ শুক্রবার কান্টাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফ্যাশন পরিবর্তনশীল, তাই আমাদের ফ্যাশন গাইডলাইনও একই। আমরা বিমানের পোশাকনীতিতে এমন বৈচিত্র্য আনতে পেরে গর্বিত। নতুন এই নিয়ম কান্টাসের বাজেট এয়ারলাইন জেস্টার থেকে কার্যকর হবে।’
কান্টাসের পোশাকনীতি পরিবর্তনের জন্য চাপ দিয়ে আসা অস্ট্রেলিয়ার সার্ভিস ইউনিয়নের (এএসইউ) নেতা ইমোজেন স্টারনি বলেছেন, এই পরিবর্তন শ্রমিকদের জন্য এক বড় বিজয়।
স্টারনি বিবিসিকে বলেন, কিছু পোশাকনীতি ছিল হাস্যকর। যেমন মেকআপ স্টাইল গাইড এবং পুরুষদের চেয়ে নারীদের ছোট ঘড়ি পরার নীতি।
যাই হোক, নতুন নীতির অধীনেও কান্টাস কর্মীদের ট্যাটু ঢেকে রাখতে হবে। স্কার্টের সঙ্গে আঁটসাঁট পোশাক বা স্টকিংস পরা যাবে কি না, সেসব বিষয়ে বেশ কিছু নিয়ম-কানুন রয়েছে।
এদিকে গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্যভিত্তিক ভার্জিন আটলান্টিক এয়ারলাইন লিঙ্গ নিরপেক্ষ পোশাকনীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছিল। তবে কাতার বিশ্বকাপে যুক্তরাজ্যর ফুটবল দলের ফ্লাইটে এই নীতি কার্যকর করা হয়নি, যা নিয়ে সমালোচনা হয়েছিল। এ সময় ভার্জিন আটলান্টিক বলেছিল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই নীতিকে স্বাগত জানিয়েছে।
এর আগে ২০১৯ সালে নিউজিল্যান্ড বিমানের কর্মীদের ট্যাটু প্রদর্শনে নিষেধাজ্ঞা বাতিল করেছিল, যা কর্মীদের ব্যক্তিগত রুচি ও সংস্কৃতি প্রদর্শনে স্বাধীনতা দেয়। কেননা, শরীরে ট্যাটু করা দেশটির মাওরি নৃগোষ্ঠীর সংস্কৃতির অংশ।
অস্ট্রেলিয়ার এয়ারলাইন কান্টাস কর্মীদের পোশাক নীতিতে এনেছে পরিবর্তন। নতুন নীতি অনুযায়ী, পুরুষ কর্মীরা চাইলে মেক-আপ করতে ও লম্বা চুল রাখতে পারবেন। কর্মক্ষেত্রে নারী কর্মীদের জন্যও মেক-আপ ও হিল পরা আর বাধ্যতামূলক নয়।
গত বছর অস্ট্রেলিয়ার একটি ট্রেড ইউনিয়ন কান্টাসকে পোশাকনীতি পরিবর্তনের জন্য অনুরোধ করে আসছিল। এদিকে ভার্জিন আটলান্টিক লিঙ্গ নিরপেক্ষ পোশাকনীতি চালুর পর অন্য সম্মুখ সারির এয়ারলাইনগুলোও তাদের পোশাকনীতি শিথিল করে। এরপর কান্টাস এমন সিদ্ধান্ত নিল।
কান্টাসের নতুন পোশাকনীতির মধ্য রয়েছে—পুরুষেরা ফ্ল্যাট জুতা ও নারী-পুরুষ উভয়ে একই ধরনের অলংকার পরিধান করতে পারবেন। এমনকি বড় ঘড়িও পরতে পারবেন তাঁরা। পাইলট ও যাত্রী সেবকেরাসহ বিমানের সব কর্মী লম্বা চুল ও ঝুঁটি করতে পারবেন।
আজ শুক্রবার কান্টাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফ্যাশন পরিবর্তনশীল, তাই আমাদের ফ্যাশন গাইডলাইনও একই। আমরা বিমানের পোশাকনীতিতে এমন বৈচিত্র্য আনতে পেরে গর্বিত। নতুন এই নিয়ম কান্টাসের বাজেট এয়ারলাইন জেস্টার থেকে কার্যকর হবে।’
কান্টাসের পোশাকনীতি পরিবর্তনের জন্য চাপ দিয়ে আসা অস্ট্রেলিয়ার সার্ভিস ইউনিয়নের (এএসইউ) নেতা ইমোজেন স্টারনি বলেছেন, এই পরিবর্তন শ্রমিকদের জন্য এক বড় বিজয়।
স্টারনি বিবিসিকে বলেন, কিছু পোশাকনীতি ছিল হাস্যকর। যেমন মেকআপ স্টাইল গাইড এবং পুরুষদের চেয়ে নারীদের ছোট ঘড়ি পরার নীতি।
যাই হোক, নতুন নীতির অধীনেও কান্টাস কর্মীদের ট্যাটু ঢেকে রাখতে হবে। স্কার্টের সঙ্গে আঁটসাঁট পোশাক বা স্টকিংস পরা যাবে কি না, সেসব বিষয়ে বেশ কিছু নিয়ম-কানুন রয়েছে।
এদিকে গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্যভিত্তিক ভার্জিন আটলান্টিক এয়ারলাইন লিঙ্গ নিরপেক্ষ পোশাকনীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছিল। তবে কাতার বিশ্বকাপে যুক্তরাজ্যর ফুটবল দলের ফ্লাইটে এই নীতি কার্যকর করা হয়নি, যা নিয়ে সমালোচনা হয়েছিল। এ সময় ভার্জিন আটলান্টিক বলেছিল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই নীতিকে স্বাগত জানিয়েছে।
এর আগে ২০১৯ সালে নিউজিল্যান্ড বিমানের কর্মীদের ট্যাটু প্রদর্শনে নিষেধাজ্ঞা বাতিল করেছিল, যা কর্মীদের ব্যক্তিগত রুচি ও সংস্কৃতি প্রদর্শনে স্বাধীনতা দেয়। কেননা, শরীরে ট্যাটু করা দেশটির মাওরি নৃগোষ্ঠীর সংস্কৃতির অংশ।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫