বিশ্বের বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করা গণমাধ্যম কনগ্লোমারেট ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের চেয়ারম্যানের পদ থেকে অবসর গ্রহণ করেছেন ‘মিডিয়া মোগল’ খ্যাত রুপার্ট মারডক। তাঁর এই অবসর কার্যকর হবে চলতি বছরের নভেম্বর থেকে। এর মধ্য দিয়ে গণমাধ্যম ব্যবসায় তাঁর ৭০ বছরের দীর্ঘ পরিক্রমা শেষ হতে যাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশন পৃথক বিবৃতিতে জানিয়েছে, রুপার্ট মারডকের স্থলাভিষিক্ত হবেন তাঁর ছেলে লাকলান মারডক। তিনি একই সঙ্গে ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। অবশ্য তিনি আগে থেকেই ফক্স করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।
বাবার অবসরের বিষয়টি উল্লেখ করে লাকলান মারডক জানিয়েছেন, ‘ফক্স এবং নিউজ করপোরেশনের পরিচালনা পর্ষদ, বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় কর্মকর্তা এবং এই দুই প্রতিষ্ঠানের সব অংশীদারদের পক্ষ থেকে আমি আমার বাবাকে তাঁর ৭০ বছরের অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানাই।’
আনুষ্ঠানিকভাবে রুপার্ট মারডক অবসর গ্রহণ করলেও তাঁকে ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের ইমেরিটাস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে সম্মানিত করা হবে। আগামী নভেম্বরে প্রতিষ্ঠান দুটির অংশীদারদের সাধারণ বৈঠকে তাঁর অবসর ঘোষণা কার্যকর হবে এবং একই দিনে তাঁকে ইমেরিটাস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হবে।
যুক্তরাষ্ট্র ও কানাডায় রুপার্ট মারডকের কড়া সমালোচনা করে থাকে অধিকার গোষ্ঠীগুলো। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কট্টর ডানপন্থী মিডিয়া সাম্রাজ্য গড়ে তুলেছেন এবং এর মধ্য দিয়ে তিনি রাজনীতিতেও নতুন মেরুকরণ এনেছেন।
ফক্স নিউজ ছাড়াও রুপার্ট মারডক ফক্স ব্রডকাস্ট নেটওয়ার্ক চালু করেন। যুক্তরাষ্ট্রে তিনিই প্রথম সফলভাবে এবিসি, সিবিএস এবং এনবিসিকে চ্যালেঞ্জ করতে পেরেছিলেন। এ ছাড়াও তিনি ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউইয়র্ক পোস্টের মালিক। রক্ষণশীল মারডক তাঁর ঘরানার অন্যতম একজন শীর্ষ ব্যক্তিত্ব। তাঁর প্রভাবে ফক্স নিউজ চ্যানেল ১৯৯৬ সালে চালুর পর থেকে যুক্তরাষ্ট্রের সম্প্রচারজগৎ ও মার্কিন রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করতে শুরু করে।
বিশ্বের বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করা গণমাধ্যম কনগ্লোমারেট ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের চেয়ারম্যানের পদ থেকে অবসর গ্রহণ করেছেন ‘মিডিয়া মোগল’ খ্যাত রুপার্ট মারডক। তাঁর এই অবসর কার্যকর হবে চলতি বছরের নভেম্বর থেকে। এর মধ্য দিয়ে গণমাধ্যম ব্যবসায় তাঁর ৭০ বছরের দীর্ঘ পরিক্রমা শেষ হতে যাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশন পৃথক বিবৃতিতে জানিয়েছে, রুপার্ট মারডকের স্থলাভিষিক্ত হবেন তাঁর ছেলে লাকলান মারডক। তিনি একই সঙ্গে ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। অবশ্য তিনি আগে থেকেই ফক্স করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।
বাবার অবসরের বিষয়টি উল্লেখ করে লাকলান মারডক জানিয়েছেন, ‘ফক্স এবং নিউজ করপোরেশনের পরিচালনা পর্ষদ, বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় কর্মকর্তা এবং এই দুই প্রতিষ্ঠানের সব অংশীদারদের পক্ষ থেকে আমি আমার বাবাকে তাঁর ৭০ বছরের অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানাই।’
আনুষ্ঠানিকভাবে রুপার্ট মারডক অবসর গ্রহণ করলেও তাঁকে ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের ইমেরিটাস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে সম্মানিত করা হবে। আগামী নভেম্বরে প্রতিষ্ঠান দুটির অংশীদারদের সাধারণ বৈঠকে তাঁর অবসর ঘোষণা কার্যকর হবে এবং একই দিনে তাঁকে ইমেরিটাস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হবে।
যুক্তরাষ্ট্র ও কানাডায় রুপার্ট মারডকের কড়া সমালোচনা করে থাকে অধিকার গোষ্ঠীগুলো। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কট্টর ডানপন্থী মিডিয়া সাম্রাজ্য গড়ে তুলেছেন এবং এর মধ্য দিয়ে তিনি রাজনীতিতেও নতুন মেরুকরণ এনেছেন।
ফক্স নিউজ ছাড়াও রুপার্ট মারডক ফক্স ব্রডকাস্ট নেটওয়ার্ক চালু করেন। যুক্তরাষ্ট্রে তিনিই প্রথম সফলভাবে এবিসি, সিবিএস এবং এনবিসিকে চ্যালেঞ্জ করতে পেরেছিলেন। এ ছাড়াও তিনি ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউইয়র্ক পোস্টের মালিক। রক্ষণশীল মারডক তাঁর ঘরানার অন্যতম একজন শীর্ষ ব্যক্তিত্ব। তাঁর প্রভাবে ফক্স নিউজ চ্যানেল ১৯৯৬ সালে চালুর পর থেকে যুক্তরাষ্ট্রের সম্প্রচারজগৎ ও মার্কিন রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করতে শুরু করে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫