ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক পাইলটদের দক্ষতা কাজে লাগাতে চীনা সেনাবাহিনী বিপুল অর্থের লোভ দেখিয়ে তাঁদের টেনে নিয়ে যাচ্ছে বলে দাবি করছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চীনের পিপলস লিবারেশনস আর্মির সদস্যদের প্রশিক্ষণ দিতে এ পর্যন্ত ৩০ জন সাবেক সামরিক পাইলট চীনে পাড়ি জমিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সাবেক সামরিক পাইলটরা যাতে চীনা সামরিক বাহিনীর হয়ে কাজ না করেন, সে বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করছে যুক্তরাজ্য।
পাইলটদের ধরে ধরে প্রলোভন দেওয়া চলছে এবং এই প্রবণতা সম্প্রতি ব্যাপক বেড়েছে বলে পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারা বলছেন। তবে ব্রিটিশ পাইলটদের এ ধরনের নিয়োগে যুক্তরাজ্যের আইন অনুযায়ী কোনো বাধা নেই।
এক কর্মকর্তা বলেন, ‘লোকজন টানতে আকর্ষণীয় সম্মানীর টোপ দেওয়া হচ্ছে। অর্থই এখানে উদ্দীপনার মূল উৎস।’
কোনো কোনো প্যাকেজে সর্বোচ্চ ২ লাখ ৭০ হাজার ডলার পর্যন্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, আইনের লঙ্ঘন না হলেও যুক্তরাজ্য ও অন্যান্য দেশের কর্মকর্তারা চীনের এই প্রচেষ্টাকে প্রতিহত করার চেষ্টা করছেন।
বিবিসি বলছে, পশ্চিমা দেশগুলোর উড়োজাহাজ কীভাবে চলে এবং পাইলটদের কার্যক্রম সম্পর্কে ব্রিটিশ পাইলটদের কাছ থেকে চীনা বাহিনী ধারণা নিচ্ছে। এসব তথ্য তাইওয়ান সংকটের মতো ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক পাইলটদের দক্ষতা কাজে লাগাতে চীনা সেনাবাহিনী বিপুল অর্থের লোভ দেখিয়ে তাঁদের টেনে নিয়ে যাচ্ছে বলে দাবি করছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চীনের পিপলস লিবারেশনস আর্মির সদস্যদের প্রশিক্ষণ দিতে এ পর্যন্ত ৩০ জন সাবেক সামরিক পাইলট চীনে পাড়ি জমিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সাবেক সামরিক পাইলটরা যাতে চীনা সামরিক বাহিনীর হয়ে কাজ না করেন, সে বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করছে যুক্তরাজ্য।
পাইলটদের ধরে ধরে প্রলোভন দেওয়া চলছে এবং এই প্রবণতা সম্প্রতি ব্যাপক বেড়েছে বলে পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারা বলছেন। তবে ব্রিটিশ পাইলটদের এ ধরনের নিয়োগে যুক্তরাজ্যের আইন অনুযায়ী কোনো বাধা নেই।
এক কর্মকর্তা বলেন, ‘লোকজন টানতে আকর্ষণীয় সম্মানীর টোপ দেওয়া হচ্ছে। অর্থই এখানে উদ্দীপনার মূল উৎস।’
কোনো কোনো প্যাকেজে সর্বোচ্চ ২ লাখ ৭০ হাজার ডলার পর্যন্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, আইনের লঙ্ঘন না হলেও যুক্তরাজ্য ও অন্যান্য দেশের কর্মকর্তারা চীনের এই প্রচেষ্টাকে প্রতিহত করার চেষ্টা করছেন।
বিবিসি বলছে, পশ্চিমা দেশগুলোর উড়োজাহাজ কীভাবে চলে এবং পাইলটদের কার্যক্রম সম্পর্কে ব্রিটিশ পাইলটদের কাছ থেকে চীনা বাহিনী ধারণা নিচ্ছে। এসব তথ্য তাইওয়ান সংকটের মতো ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২০ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২০ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২০ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২০ দিন আগে