তুরস্ক ও সিরিয়া সীমান্তে আঘাত হানা স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধু তুরস্কে মারা গেছে ৪৪ হাজারেরও বেশি। বার্তা সংস্থা রয়টার্স আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল শুক্রবার তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ২১৮তে দাঁড়িয়েছে। অন্যদিকে সিরিয়া সরকার জানিয়েছে, সেখানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৯১৪তে দাঁড়িয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার দক্ষিণ, পূর্ব ও উত্তর সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের কাহরামানমারাসে।
ভূমিকম্পের দুই সপ্তাহ পর গত ১৯ ফেব্রুয়ারি দুটি প্রদেশ ছাড়া সব এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযানের সমাপ্তি টেনেছে তুরস্ক। দেশটির দুর্যোগ সংস্থার প্রধান ইউনুস সেজার আংকারায় সাংবাদিকদের বলেছেন, কাহরামানমারাস ও হাতায় প্রদেশের অন্তত ৪০টি ভবনে তল্লাশি অব্যাহত থাকবে। এ ছাড়া অন্য সব এলাকায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে থেকে আর কোনো জীবিত উদ্ধারের আশা নেই বলেও জানিয়েছেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তুরস্কে মানবিক সহায়তা হিসেবে ১০ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে সিরিয়ায় সহায়তা পৌঁছানো খুব চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেছেন তিনি।
তুরস্কের প্রায় ৩ লাখ ৪৫ হাজার অ্যাপার্টমেন্ট বিধ্বস্ত হয়েছে এবং অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তুরস্ক বা সিরিয়া কেউই এখনো নিখোঁজ মানুষের প্রকৃত সংখ্যা জানায়নি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষতিগ্রস্ত হাতায় প্রদেশ পরিদর্শনকালে বলেছেন, ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলে ২ লাখ বাড়ি নির্মাণ করা হবে। নতুন বাড়িগুলো ফ্রন্টলাইন থেকে দূরে পাহাড়ের কাছাকাছি তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি। এরদোয়ান বলেন, ‘আশা করি আমরা এক বছরের মধ্যেই ঘরহারা মানুষকে নতুন বাড়িতে নিয়ে যেতে পারব।’
তুরস্ক ও সিরিয়া সীমান্তে আঘাত হানা স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধু তুরস্কে মারা গেছে ৪৪ হাজারেরও বেশি। বার্তা সংস্থা রয়টার্স আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল শুক্রবার তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ২১৮তে দাঁড়িয়েছে। অন্যদিকে সিরিয়া সরকার জানিয়েছে, সেখানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৯১৪তে দাঁড়িয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার দক্ষিণ, পূর্ব ও উত্তর সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের কাহরামানমারাসে।
ভূমিকম্পের দুই সপ্তাহ পর গত ১৯ ফেব্রুয়ারি দুটি প্রদেশ ছাড়া সব এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযানের সমাপ্তি টেনেছে তুরস্ক। দেশটির দুর্যোগ সংস্থার প্রধান ইউনুস সেজার আংকারায় সাংবাদিকদের বলেছেন, কাহরামানমারাস ও হাতায় প্রদেশের অন্তত ৪০টি ভবনে তল্লাশি অব্যাহত থাকবে। এ ছাড়া অন্য সব এলাকায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে থেকে আর কোনো জীবিত উদ্ধারের আশা নেই বলেও জানিয়েছেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তুরস্কে মানবিক সহায়তা হিসেবে ১০ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে সিরিয়ায় সহায়তা পৌঁছানো খুব চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেছেন তিনি।
তুরস্কের প্রায় ৩ লাখ ৪৫ হাজার অ্যাপার্টমেন্ট বিধ্বস্ত হয়েছে এবং অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তুরস্ক বা সিরিয়া কেউই এখনো নিখোঁজ মানুষের প্রকৃত সংখ্যা জানায়নি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষতিগ্রস্ত হাতায় প্রদেশ পরিদর্শনকালে বলেছেন, ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলে ২ লাখ বাড়ি নির্মাণ করা হবে। নতুন বাড়িগুলো ফ্রন্টলাইন থেকে দূরে পাহাড়ের কাছাকাছি তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি। এরদোয়ান বলেন, ‘আশা করি আমরা এক বছরের মধ্যেই ঘরহারা মানুষকে নতুন বাড়িতে নিয়ে যেতে পারব।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫