Ajker Patrika

বিশ্বে করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত 

আপডেট : ০২ জুলাই ২০২১, ১২: ০২
বিশ্বে করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত 

করোনাভাইরাস মহামারিতে সারা বিশ্বে নতুন আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মারা গেছেন ৮ হাজার ৪০ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৩৩১ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে আজ শুক্রবার এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মোট  আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ৫৩৮ জন। এর মধ্যে মারা গেছেন ৩৯ লাখ ৭১ হাজার ৪৯১ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৭৯ লাখ ১৮ হাজার ৯৯৯ জন।     

বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ১৫ লাখ ২৬ হাজার ৪৮। তাঁদের মধ্যে মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৩০০ জন এবং গুরুতর অবস্থায় আছেন ৭৮ হাজার ৭৪৮ জন, যা মোট শনাক্তের শূন্য দশমিক ৭ শতাংশ।

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় এক নম্বরে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ৪০৩ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ২০ হাজার ৬৪৫ জন মারা গেছেন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৩০৪ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২০ হাজার ১৮৯ জনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত