চলতি মাসে আর্জেন্টিনার বিভিন্ন স্থানে গত ৬৩ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে লাতিন আমেরিকার দেশটির জনজীবন।
জাতীয় আবহাওয়া অধিদপ্তর বলছে, পূর্ব-মধ্য আর্জেন্টিনায় মার্চের প্রথম ১০ দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। রাজধানী বুয়েন্স এইরেসে ফেব্রুয়ারির শেষ থেকে এ পর্যন্ত প্রতিদিনই ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন জানায়, দেশটিতে তাপমাত্রা প্রায় প্রতিদিনই রেকর্ড ভাঙছে। ফলে দেখা দিয়েছে খরা, নষ্ট হচ্ছে একের পর একর মাঠের ফসল। কৃষি উৎপাদন ব্যাপকভাবে কমে যাওয়ায় গভীর অর্থনৈতিক সংকটে পড়েছে অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশটি।
আর্জেন্টিনায় সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রীষ্মকাল চলে। জলবায়ু বিশেষজ্ঞ ম্যাক্সিমিলিয়ানো হেরারা বলেন, এবার তাপমাত্রা আশঙ্কাজনক হারে বেড়েছে। মার্চ চলে আসার পরও তাপমাত্রা কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।
সিএনএনকে হেরারা বলেন, ‘আর্জেন্টিনার ইতিহাসে এ ধরনের ঘটনা আর ঘটেনি। লা নিনার প্রভাবে ‘উত্তপ্ত গ্রীষ্ম’ আশা করেছিলাম। কিন্তু বর্তমান তাপমাত্রা অস্বাভাবিক ও অপ্রত্যাশিত। আগামী অন্তত পাঁচ মাস এমন অসহনীয় গরম সহ্য করতে হতে পারে।’
আর্থডেইলি অ্যানালিটিক্সের বিশেষজ্ঞ মিকায়েল আত্তিয়া সিএনএনকে বলেন, আর্জেন্টিনার কর্ডোবা, স্যান্টা ফে ও উত্তর বুয়েন্স এইরেসের মতো কৃষিপ্রধান প্রদেশগুলোতে ভুট্টা ও সয়াবিনের বড় ধরনের ক্ষতি হয়েছে। গত ৩০ বছরের সবচেয়ে ভয়ানক খরা দেশটির ভুট্টা ও সয়াবিন উৎপাদনের ওপর ব্যাপক প্রভাব ফেলবে বলে জানান এই কৃষি বিশেষজ্ঞ। এমনকি গত বছরের তুলনায় এবার ফসল উৎপাদনের হার অন্তত ২০ থেকে ৩০ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এবারের অতিরিক্ত তাপমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গম উৎপাদনও। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, গত বছরের তুলনায় এ বছর আর্জেন্টিনার গম রপ্তানি ২৮ শতাংশ কম হবে বলে ধারণা করা হচ্ছে।
রোজারিও গ্রেনস এক্সচেঞ্জের কৃষি বিশেষজ্ঞ জুলিও ক্যালজাদা বলেন, কৃষকেরা প্রায় ১ হাজার ৪০০ কোটি ডলারের ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন। এই সংকট দেশটির অর্থনৈতিক সংকট আরও বাড়িয়ে দিতে পারে।
এদিকে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি ১০০ শতাংশেরও বেশি বেড়েছে। গত তিন দশকে এমন মূল্যস্ফীতি দেখেনি আর্জেন্টিনা। এরই মধ্যে কৃষি খাতে নতুন সংকট দেশটির অর্থনৈতিক বিপর্যয় আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।
চলতি মাসে আর্জেন্টিনার বিভিন্ন স্থানে গত ৬৩ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে লাতিন আমেরিকার দেশটির জনজীবন।
জাতীয় আবহাওয়া অধিদপ্তর বলছে, পূর্ব-মধ্য আর্জেন্টিনায় মার্চের প্রথম ১০ দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। রাজধানী বুয়েন্স এইরেসে ফেব্রুয়ারির শেষ থেকে এ পর্যন্ত প্রতিদিনই ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন জানায়, দেশটিতে তাপমাত্রা প্রায় প্রতিদিনই রেকর্ড ভাঙছে। ফলে দেখা দিয়েছে খরা, নষ্ট হচ্ছে একের পর একর মাঠের ফসল। কৃষি উৎপাদন ব্যাপকভাবে কমে যাওয়ায় গভীর অর্থনৈতিক সংকটে পড়েছে অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশটি।
আর্জেন্টিনায় সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রীষ্মকাল চলে। জলবায়ু বিশেষজ্ঞ ম্যাক্সিমিলিয়ানো হেরারা বলেন, এবার তাপমাত্রা আশঙ্কাজনক হারে বেড়েছে। মার্চ চলে আসার পরও তাপমাত্রা কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।
সিএনএনকে হেরারা বলেন, ‘আর্জেন্টিনার ইতিহাসে এ ধরনের ঘটনা আর ঘটেনি। লা নিনার প্রভাবে ‘উত্তপ্ত গ্রীষ্ম’ আশা করেছিলাম। কিন্তু বর্তমান তাপমাত্রা অস্বাভাবিক ও অপ্রত্যাশিত। আগামী অন্তত পাঁচ মাস এমন অসহনীয় গরম সহ্য করতে হতে পারে।’
আর্থডেইলি অ্যানালিটিক্সের বিশেষজ্ঞ মিকায়েল আত্তিয়া সিএনএনকে বলেন, আর্জেন্টিনার কর্ডোবা, স্যান্টা ফে ও উত্তর বুয়েন্স এইরেসের মতো কৃষিপ্রধান প্রদেশগুলোতে ভুট্টা ও সয়াবিনের বড় ধরনের ক্ষতি হয়েছে। গত ৩০ বছরের সবচেয়ে ভয়ানক খরা দেশটির ভুট্টা ও সয়াবিন উৎপাদনের ওপর ব্যাপক প্রভাব ফেলবে বলে জানান এই কৃষি বিশেষজ্ঞ। এমনকি গত বছরের তুলনায় এবার ফসল উৎপাদনের হার অন্তত ২০ থেকে ৩০ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এবারের অতিরিক্ত তাপমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গম উৎপাদনও। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, গত বছরের তুলনায় এ বছর আর্জেন্টিনার গম রপ্তানি ২৮ শতাংশ কম হবে বলে ধারণা করা হচ্ছে।
রোজারিও গ্রেনস এক্সচেঞ্জের কৃষি বিশেষজ্ঞ জুলিও ক্যালজাদা বলেন, কৃষকেরা প্রায় ১ হাজার ৪০০ কোটি ডলারের ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন। এই সংকট দেশটির অর্থনৈতিক সংকট আরও বাড়িয়ে দিতে পারে।
এদিকে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি ১০০ শতাংশেরও বেশি বেড়েছে। গত তিন দশকে এমন মূল্যস্ফীতি দেখেনি আর্জেন্টিনা। এরই মধ্যে কৃষি খাতে নতুন সংকট দেশটির অর্থনৈতিক বিপর্যয় আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫