বিদায়ী ২০২২ সালে অনেক বেশি নৃশংসতার শিকার হয়েছেন সাংবাদিকেরা। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্বে পেশাগত কারণে ৬৬ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, যা গত ২০২১ সালের তুলনায় ২১ জন বেশি। এ বছর নিহতের তালিকায় রয়েছেন এক বাংলাদেশিও। তাঁর নাম মহিউদ্দিন সরকার নাইম।
গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই)। সংস্থাটি সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিয়ে কাজ করে থাকে। অস্ট্রিয়ার ভিয়েনা-ভিত্তিক এই সংস্থাটি ১৯৯৭ সাল থেকে বিশ্বব্যাপী সাংবাদিক হত্যার তথ্য প্রকাশ করে আসছে।
আইপিআই জানায়, ২০২২ সালের ১৩ এপ্রিল বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে মাদক পাচারের সংবাদের জেরে নিহত হন সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম। তিনি স্থানীয় দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার সাংবাদিক ছিলেন।
আইপিআইয়ের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে নিহত সাংবাদিকদের মধ্যে ৫৮ জন পুরুষ ও আট নারী সাংবাদিক রয়েছেন। এ বছর সবচেয়ে বেশিসংখ্যক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে মেক্সিকোতে। দেশটিতে ২০২২ সালে ১৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে হাইতি ও ইউক্রেনে। দুটি দেশেই আটজন করে সাংবাদিক প্রাণ হারিয়েছেন। ইউক্রেন যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারানো আট সাংবাদিকের মধ্যে ইউক্রেনীয় ও অন্য দেশের সাংবাদিক রয়েছেন।
এছাড়া ফিলিপাইনে পাঁচজন, কলম্বিয়ায় চারজন, ইকুয়েডর ও হন্ডুরাসে তিনজন করে সাংবাদিক প্রাণ হারিয়েছে। দুজন করে সাংবাদিক প্রাণ হারিয়েছে ব্রাজিল, ভারত, মিয়ানমার, সিরিয়া ও ইয়েমেনে। একজন করে সাংবাদিকের প্রাণ হারিয়েছে বাংলাদেশ, শাদ, চিলি, গুয়াতেমালা, কেনিয়া, কাজাখস্তান, ফিলিস্তিনি, প্যারাগুয়ে, সোমালিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্রে।
এ বছরের মে মাসে ইসরায়েলি বাহিনীর গুলিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ। যে হত্যাকাণ্ড নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ৫১ বছর বয়সী সাংবাদিক শিরিন আবু আকলেহ ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সৈন্যদের হাতে মারা যান। সে সময়, আবু আকলেহ সেখানে ইসরায়েলি বাহিনীর রেইড কভার করছিলেন।
আইপিআই বলছে, সাংবাদিকদের ওপর হামলার বিচার নিশ্চিতে রাষ্ট্রগুলোর ব্যর্থতা সংবাদমাধ্যমের ওপর হামলার ঘটনাকে বাড়িয়ে দিচ্ছে। বিশ্বের সকল দেশগুলোকে অপরাধীদের শাস্তি দেওয়া ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে আইপিআই।
আরও পড়ুন:
বিদায়ী ২০২২ সালে অনেক বেশি নৃশংসতার শিকার হয়েছেন সাংবাদিকেরা। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্বে পেশাগত কারণে ৬৬ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, যা গত ২০২১ সালের তুলনায় ২১ জন বেশি। এ বছর নিহতের তালিকায় রয়েছেন এক বাংলাদেশিও। তাঁর নাম মহিউদ্দিন সরকার নাইম।
গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই)। সংস্থাটি সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিয়ে কাজ করে থাকে। অস্ট্রিয়ার ভিয়েনা-ভিত্তিক এই সংস্থাটি ১৯৯৭ সাল থেকে বিশ্বব্যাপী সাংবাদিক হত্যার তথ্য প্রকাশ করে আসছে।
আইপিআই জানায়, ২০২২ সালের ১৩ এপ্রিল বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে মাদক পাচারের সংবাদের জেরে নিহত হন সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম। তিনি স্থানীয় দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার সাংবাদিক ছিলেন।
আইপিআইয়ের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে নিহত সাংবাদিকদের মধ্যে ৫৮ জন পুরুষ ও আট নারী সাংবাদিক রয়েছেন। এ বছর সবচেয়ে বেশিসংখ্যক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে মেক্সিকোতে। দেশটিতে ২০২২ সালে ১৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে হাইতি ও ইউক্রেনে। দুটি দেশেই আটজন করে সাংবাদিক প্রাণ হারিয়েছেন। ইউক্রেন যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারানো আট সাংবাদিকের মধ্যে ইউক্রেনীয় ও অন্য দেশের সাংবাদিক রয়েছেন।
এছাড়া ফিলিপাইনে পাঁচজন, কলম্বিয়ায় চারজন, ইকুয়েডর ও হন্ডুরাসে তিনজন করে সাংবাদিক প্রাণ হারিয়েছে। দুজন করে সাংবাদিক প্রাণ হারিয়েছে ব্রাজিল, ভারত, মিয়ানমার, সিরিয়া ও ইয়েমেনে। একজন করে সাংবাদিকের প্রাণ হারিয়েছে বাংলাদেশ, শাদ, চিলি, গুয়াতেমালা, কেনিয়া, কাজাখস্তান, ফিলিস্তিনি, প্যারাগুয়ে, সোমালিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্রে।
এ বছরের মে মাসে ইসরায়েলি বাহিনীর গুলিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ। যে হত্যাকাণ্ড নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ৫১ বছর বয়সী সাংবাদিক শিরিন আবু আকলেহ ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সৈন্যদের হাতে মারা যান। সে সময়, আবু আকলেহ সেখানে ইসরায়েলি বাহিনীর রেইড কভার করছিলেন।
আইপিআই বলছে, সাংবাদিকদের ওপর হামলার বিচার নিশ্চিতে রাষ্ট্রগুলোর ব্যর্থতা সংবাদমাধ্যমের ওপর হামলার ঘটনাকে বাড়িয়ে দিচ্ছে। বিশ্বের সকল দেশগুলোকে অপরাধীদের শাস্তি দেওয়া ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে আইপিআই।
আরও পড়ুন:
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২০ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২০ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২০ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২০ দিন আগে