সুদানের রাজধানী খার্তুমের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন। আজ রোববার স্থানীয় অধিকার কর্মীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় প্রতিরোধ কমিটি বলেছে, সকাল সোয়া ৭টায় সামরিক বিমান ক্যুরো বাজার এলাকায় বোমাবর্ষণ করে।
প্রাথমিকভাবে ১১ জন নিহত হওয়ার খবর দিলেও হামলার তিন ঘণ্টা পর তারা জানায়, ক্যুরো বাজারে গণহত্যার সংখ্যা বেড়ে ৪০ হয়েছে।
এ ছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে কমিটি। কারণ বাশাইর হাসপাতালে হতাহত মানুষ পৌঁছনো অব্যাহত রয়েছে। তাদের চিকিৎসা সহায়তার জন্য হাসপাতালটি এলাকার সমস্ত পেশাজীবী চিকিৎসকদের কাছে ‘জরুরি আবেদন’ জানিয়েছে।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) ও সেনাবাহিনী বিধ্বংসী যুদ্ধে লিপ্ত হয়েছে। এতে প্রায় সাড়ে সাত হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে অনুমান করা হচ্ছে। কারণ হতাহতদের মধ্যে অনেকেই হাসপাতাল বা মর্গে পৌঁছয়নি।
এদিকে অনেক এলাকায় প্রবেশাধিকার সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং যুদ্ধরত পক্ষগুলো তাদের ক্ষয়ক্ষতি ঘোষণা করেনি। প্রায় পাঁচ মাস কোনো পক্ষই নিষ্পত্তিমূলক সুবিধা নিতে পারেনি।
একদিকে সশস্ত্র বাহিনী খার্তুমের আকাশ নিয়ন্ত্রণ করে, অন্যদিকে আরএসএফ যোদ্ধারা শহরের রাস্তায় আধিপত্য বজায় রাখে।
প্রায় ২৮ লাখের বেশি মানুষ সুদানের রাজধানী ছেড়ে পালাতে বাধ হয়েছে। যেখানে যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় খার্তুমে জনসংখ্যা ছিল প্রায় ৫০ লাখ। রাজধানী ছাড়াও দারফুরের পশ্চিমাঞ্চলে ব্যাপক যুদ্ধ চলছে।
জাতিসংঘের মতে, মোট ৫০ লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে ১০ লাখ মানুষ দেশের সীমানা অতিক্রিম করে ইয়মেনসহ আফ্রিকার বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে প্রবেশ করেছে।
সুদানের রাজধানী খার্তুমের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন। আজ রোববার স্থানীয় অধিকার কর্মীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় প্রতিরোধ কমিটি বলেছে, সকাল সোয়া ৭টায় সামরিক বিমান ক্যুরো বাজার এলাকায় বোমাবর্ষণ করে।
প্রাথমিকভাবে ১১ জন নিহত হওয়ার খবর দিলেও হামলার তিন ঘণ্টা পর তারা জানায়, ক্যুরো বাজারে গণহত্যার সংখ্যা বেড়ে ৪০ হয়েছে।
এ ছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে কমিটি। কারণ বাশাইর হাসপাতালে হতাহত মানুষ পৌঁছনো অব্যাহত রয়েছে। তাদের চিকিৎসা সহায়তার জন্য হাসপাতালটি এলাকার সমস্ত পেশাজীবী চিকিৎসকদের কাছে ‘জরুরি আবেদন’ জানিয়েছে।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) ও সেনাবাহিনী বিধ্বংসী যুদ্ধে লিপ্ত হয়েছে। এতে প্রায় সাড়ে সাত হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে অনুমান করা হচ্ছে। কারণ হতাহতদের মধ্যে অনেকেই হাসপাতাল বা মর্গে পৌঁছয়নি।
এদিকে অনেক এলাকায় প্রবেশাধিকার সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং যুদ্ধরত পক্ষগুলো তাদের ক্ষয়ক্ষতি ঘোষণা করেনি। প্রায় পাঁচ মাস কোনো পক্ষই নিষ্পত্তিমূলক সুবিধা নিতে পারেনি।
একদিকে সশস্ত্র বাহিনী খার্তুমের আকাশ নিয়ন্ত্রণ করে, অন্যদিকে আরএসএফ যোদ্ধারা শহরের রাস্তায় আধিপত্য বজায় রাখে।
প্রায় ২৮ লাখের বেশি মানুষ সুদানের রাজধানী ছেড়ে পালাতে বাধ হয়েছে। যেখানে যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় খার্তুমে জনসংখ্যা ছিল প্রায় ৫০ লাখ। রাজধানী ছাড়াও দারফুরের পশ্চিমাঞ্চলে ব্যাপক যুদ্ধ চলছে।
জাতিসংঘের মতে, মোট ৫০ লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে ১০ লাখ মানুষ দেশের সীমানা অতিক্রিম করে ইয়মেনসহ আফ্রিকার বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে প্রবেশ করেছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে