আফ্রিকার নাইজারে প্রতিবেশী নাইজেরিয়ার বিমান হামলায় ৭ শিশু নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। সোমবার নাইজারের মারাদি প্রদেশের নাশাদে গ্রামে এই হতাহতের ঘটনা ঘটেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মারাদি প্রদেশের গভর্নর ও নাইজারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘দস্যুদের’ লক্ষ্য করে নাইজেরিয়ার সেনাবাহিনীর বিমান হামলায় ওই ৭ শিশু নিহত হয়েছে।
মারাদির গভর্নর শাইবু আবুবাকার এএফপিকে বলেছেন, ‘অসাবধানতাবশত ওই হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন তাৎক্ষণিকভাবে নিহত হন ও বাকি ৩ জন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’
গভর্নর আবুবাকার আরও বলেন, ‘নিহত শিশুদের বাবা-মা একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বিমান হামলার সময় শিশুরা অনুষ্ঠানস্থলের বাইরে খেলছিল।’
আবুবাকার জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন যে, বিমান হামলাটি দুই দেশের সীমান্তবর্তী এলাকার ‘সশস্ত্র দস্যুদের’ লক্ষ্য করে চালানো হয়েছিল। কিন্তু তাঁরা লক্ষ্য মিস করায় মাদারুনফার নাশাদে আঘাত হেনেছে।
উল্লেখ্য, নাইজার ও নাইজেরিয়া সরকার ওই অঞ্চলে অপহরণ ও হত্যার জন্য দায়ী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান পরিচালনা করছে। ২০১৮ সাল থেকেই নাইজার দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর অনুপ্রবেশ রোধে নাইজেরিয়ার সঙ্গে সীমান্তে সামরিক টহল জোরদার করেছে।
উল্লেখ্য, এর আগেও মারাদি শহরের একটি স্কুলে অগ্নিকাণ্ডে ৫ / ৬ বছর বয়েসি ২৬ শিশু মারা যাওয়ার মাত্র ৩ মাস পর এই ঘটনা ঘটল।
নাইজেরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে।
আফ্রিকার নাইজারে প্রতিবেশী নাইজেরিয়ার বিমান হামলায় ৭ শিশু নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। সোমবার নাইজারের মারাদি প্রদেশের নাশাদে গ্রামে এই হতাহতের ঘটনা ঘটেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মারাদি প্রদেশের গভর্নর ও নাইজারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘দস্যুদের’ লক্ষ্য করে নাইজেরিয়ার সেনাবাহিনীর বিমান হামলায় ওই ৭ শিশু নিহত হয়েছে।
মারাদির গভর্নর শাইবু আবুবাকার এএফপিকে বলেছেন, ‘অসাবধানতাবশত ওই হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন তাৎক্ষণিকভাবে নিহত হন ও বাকি ৩ জন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’
গভর্নর আবুবাকার আরও বলেন, ‘নিহত শিশুদের বাবা-মা একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বিমান হামলার সময় শিশুরা অনুষ্ঠানস্থলের বাইরে খেলছিল।’
আবুবাকার জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন যে, বিমান হামলাটি দুই দেশের সীমান্তবর্তী এলাকার ‘সশস্ত্র দস্যুদের’ লক্ষ্য করে চালানো হয়েছিল। কিন্তু তাঁরা লক্ষ্য মিস করায় মাদারুনফার নাশাদে আঘাত হেনেছে।
উল্লেখ্য, নাইজার ও নাইজেরিয়া সরকার ওই অঞ্চলে অপহরণ ও হত্যার জন্য দায়ী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান পরিচালনা করছে। ২০১৮ সাল থেকেই নাইজার দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর অনুপ্রবেশ রোধে নাইজেরিয়ার সঙ্গে সীমান্তে সামরিক টহল জোরদার করেছে।
উল্লেখ্য, এর আগেও মারাদি শহরের একটি স্কুলে অগ্নিকাণ্ডে ৫ / ৬ বছর বয়েসি ২৬ শিশু মারা যাওয়ার মাত্র ৩ মাস পর এই ঘটনা ঘটল।
নাইজেরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে