দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংসতার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩৭ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগের দিন জানানো হয়েছিল মৃতের সংখ্যা ২৭৬। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট অফিস থেকে খুমবুজো নামে একজন মন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার পুলিশ মৃতের সংখ্যা সংশোধন করেছে। সহিংসতায় গুয়েটাং প্রদেশে মারা গেছে ৭৯ জন এবং কোয়াজুলু নাটাল প্রদেশে মারা গেছে ২৫৮ জন।
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে দুই সপ্তাহ আগে কোয়াজুলু-নাটাল প্রদেশে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারের পরই দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়।
কোয়াজুলু-নাটাল প্রদেশের একজন মেয়র জানান, দাঙ্গা ও সহিংসতা শুরুর পর থেকে কোয়াজুলু-নাটালে কমপক্ষে ৮০০টি দোকানে লুটপাট চালানো হয়েছে। লুটপাট হওয়া পণ্যের মূল্য প্রায় ১০০ কোটি ডলার।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার সহিংসতা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। তবে ১৬১টি শপিং মল, ১১টি গুদাম ও ৮টি কারখানা এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংসতার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩৭ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগের দিন জানানো হয়েছিল মৃতের সংখ্যা ২৭৬। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট অফিস থেকে খুমবুজো নামে একজন মন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার পুলিশ মৃতের সংখ্যা সংশোধন করেছে। সহিংসতায় গুয়েটাং প্রদেশে মারা গেছে ৭৯ জন এবং কোয়াজুলু নাটাল প্রদেশে মারা গেছে ২৫৮ জন।
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে দুই সপ্তাহ আগে কোয়াজুলু-নাটাল প্রদেশে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারের পরই দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়।
কোয়াজুলু-নাটাল প্রদেশের একজন মেয়র জানান, দাঙ্গা ও সহিংসতা শুরুর পর থেকে কোয়াজুলু-নাটালে কমপক্ষে ৮০০টি দোকানে লুটপাট চালানো হয়েছে। লুটপাট হওয়া পণ্যের মূল্য প্রায় ১০০ কোটি ডলার।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার সহিংসতা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। তবে ১৬১টি শপিং মল, ১১টি গুদাম ও ৮টি কারখানা এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫