ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে কমপক্ষে ৭৫ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। সোমবার (২৬ জুলাই) জাতিসংঘের এক অভিবাসন কর্মকর্তা জানান, এ ঘটনায় কমপক্ষে ৫৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএমর মুখপাত্র সাফা এমসেহলি বলেন, গত রোববার (২৫ জুলাই) ওই নৌকাটি লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর খুমস থেকে রওনা হয়। নৌকাটিতে কমপক্ষে ৭৫ জন আরোহী ছিলেন। ডুবে যাওয়া নৌকা থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে নাইজেরিয়া, ঘানা ও জাম্বিয়ার অভিবাসী রয়েছেন। তাঁরা জানিয়েছেন, নৌকাটির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং খারাপ আবহাওয়ার কারণে একপর্যায়ে নৌকাটি সমুদ্রে ডুবে যায়।
টুইটারে দেওয়া এক বার্তায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এই মুখপাত্র বলেন, ‘সাগরে থাকা জেলে ও কোস্টগার্ডের সদস্যরা নৌকাডুবির পর কয়েকজনকে জীবিত উদ্ধার করেন। তাঁরা জানিয়েছেন, ডুবে যাওয়া অভিবাসীদের মধ্যে কমপক্ষে ২০ জন নারী ও ২ জন শিশু রয়েছে।’
প্রসঙ্গত, ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল ব্যবহার করে উন্নত জীবনের আশায় অনেকেই ইউরোপে পাড়ি জমাচ্ছেন। সাম্প্রতিক সময়ে নৌকাডুবিতে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় অন্তত ৭৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে কমপক্ষে ৭৫ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। সোমবার (২৬ জুলাই) জাতিসংঘের এক অভিবাসন কর্মকর্তা জানান, এ ঘটনায় কমপক্ষে ৫৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএমর মুখপাত্র সাফা এমসেহলি বলেন, গত রোববার (২৫ জুলাই) ওই নৌকাটি লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর খুমস থেকে রওনা হয়। নৌকাটিতে কমপক্ষে ৭৫ জন আরোহী ছিলেন। ডুবে যাওয়া নৌকা থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে নাইজেরিয়া, ঘানা ও জাম্বিয়ার অভিবাসী রয়েছেন। তাঁরা জানিয়েছেন, নৌকাটির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং খারাপ আবহাওয়ার কারণে একপর্যায়ে নৌকাটি সমুদ্রে ডুবে যায়।
টুইটারে দেওয়া এক বার্তায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এই মুখপাত্র বলেন, ‘সাগরে থাকা জেলে ও কোস্টগার্ডের সদস্যরা নৌকাডুবির পর কয়েকজনকে জীবিত উদ্ধার করেন। তাঁরা জানিয়েছেন, ডুবে যাওয়া অভিবাসীদের মধ্যে কমপক্ষে ২০ জন নারী ও ২ জন শিশু রয়েছে।’
প্রসঙ্গত, ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল ব্যবহার করে উন্নত জীবনের আশায় অনেকেই ইউরোপে পাড়ি জমাচ্ছেন। সাম্প্রতিক সময়ে নৌকাডুবিতে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় অন্তত ৭৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে