ঢাকা: গত মাসে মারা যান দক্ষিণ আফ্রিকার বৃহত্তম আদিবাসী গোষ্ঠী জুলুর রাজা গুডউইল জোয়েলিথিনি। এরপর সিংহাসনে আরোহণ করেন রানি মান্তফম্বি। তবে দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় অজ্ঞাত রোগে মারা গেলেন তিনি।
রানির পুরো নাম সিওয়ে মান্তফম্বি দলামিনি জুলু। জুলু রাজপরিবার থেকে রানির মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
রানির কার্যালয়ের প্রধানমন্ত্রী প্রিন্স ম্যাঙ্গোসথু বুথেলেজি এক বিবৃতিতে বলেন, গভীর শোক ও বেদনার সঙ্গে রাজপরিবার ঘোষণা করছে যে, জুলু জাতিগোষ্ঠীর দায়িত্বপ্রাপ্ত রানি সিওয়ে মান্তফম্বি দলামিনি জুলু অপ্রত্যাশিতভাবে মারা গেছেন। তাঁর মৃত্যু রাজপরিবারকে হতবাক করেছে।
জুলু প্রধানমন্ত্রী সম্প্রদায়কে আশ্বস্ত করেন যে, এতে জুলু জাতির নেতৃত্বে কোনো শূন্যতা তৈরি হবে না।
দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম জানায়, অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হন রানি মান্তফম্বি। তার আগে জুলু রাজা গুডউইল জোয়েলিথিনি টানা ৫০ বছর জুলু রাজ্য শাসন করেন। আফ্রিকাজুড়ে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় রাজা ছিলেন।
রাজা গুডউইলের স্ত্রীদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন রানি মান্তফম্বি। তিনি আট সন্তানের মা, তাদের মধ্যে পাঁচ ছেলে ও তিন মেয়ে।
রানির মৃত্যুর পর কে জুলু সিংহাসনে বসছেন, তা এখনো নিশ্চিত নয়। দক্ষিণ আফ্রিকার আদিবাসী গোষ্ঠীটির জনসংখ্যা ১ কোটি ১০ লাখের মতো। ধারণা করা হচ্ছে, রাজা গুডউইল ও রানি মান্তফম্বি দম্পতির বড় ছেলে ৪৭ বছর বয়সী প্রিন্স মিসুজুলু পরবর্তী জুলু রাজা হিসেবে দায়িত্ব নেবেন।
ঢাকা: গত মাসে মারা যান দক্ষিণ আফ্রিকার বৃহত্তম আদিবাসী গোষ্ঠী জুলুর রাজা গুডউইল জোয়েলিথিনি। এরপর সিংহাসনে আরোহণ করেন রানি মান্তফম্বি। তবে দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় অজ্ঞাত রোগে মারা গেলেন তিনি।
রানির পুরো নাম সিওয়ে মান্তফম্বি দলামিনি জুলু। জুলু রাজপরিবার থেকে রানির মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
রানির কার্যালয়ের প্রধানমন্ত্রী প্রিন্স ম্যাঙ্গোসথু বুথেলেজি এক বিবৃতিতে বলেন, গভীর শোক ও বেদনার সঙ্গে রাজপরিবার ঘোষণা করছে যে, জুলু জাতিগোষ্ঠীর দায়িত্বপ্রাপ্ত রানি সিওয়ে মান্তফম্বি দলামিনি জুলু অপ্রত্যাশিতভাবে মারা গেছেন। তাঁর মৃত্যু রাজপরিবারকে হতবাক করেছে।
জুলু প্রধানমন্ত্রী সম্প্রদায়কে আশ্বস্ত করেন যে, এতে জুলু জাতির নেতৃত্বে কোনো শূন্যতা তৈরি হবে না।
দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম জানায়, অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হন রানি মান্তফম্বি। তার আগে জুলু রাজা গুডউইল জোয়েলিথিনি টানা ৫০ বছর জুলু রাজ্য শাসন করেন। আফ্রিকাজুড়ে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় রাজা ছিলেন।
রাজা গুডউইলের স্ত্রীদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন রানি মান্তফম্বি। তিনি আট সন্তানের মা, তাদের মধ্যে পাঁচ ছেলে ও তিন মেয়ে।
রানির মৃত্যুর পর কে জুলু সিংহাসনে বসছেন, তা এখনো নিশ্চিত নয়। দক্ষিণ আফ্রিকার আদিবাসী গোষ্ঠীটির জনসংখ্যা ১ কোটি ১০ লাখের মতো। ধারণা করা হচ্ছে, রাজা গুডউইল ও রানি মান্তফম্বি দম্পতির বড় ছেলে ৪৭ বছর বয়সী প্রিন্স মিসুজুলু পরবর্তী জুলু রাজা হিসেবে দায়িত্ব নেবেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫