লিবিয়া উপকূলে নৌকাডুবিতে শতাধিক অভিবাসন প্রত্যাশীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে ১৩০ জন আরোহী ছিল। গতকাল বৃহস্পতিবার ১২ জনের মৃতদেহ ঘটনাস্থলের কাছ থেকে পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, আরোহীদের কেউই আর বেঁচে নেই। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, নৌকায় থাকা আরোহীরা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।
উদ্ধার সংস্থার সমন্বয়কারী লুইসা আলবেরা বলেন, আজ কয়েক ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর আমরা যে আশঙ্কা করছিলাম সেটিই সত্যি হয়েছে। গত বুধবার ১৩০ জন যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা শুরু করে। আমরা খুবই মর্মাহত। যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবার এবং স্বজনদের কথা ভেবে কষ্ট হচ্ছে।
সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ সঠিক সময়ে উদ্ধারকাজে এগিয়ে এলে এই মানুষগুলোকে হয়তো বাঁচানো যেত। উদ্ধারকাজ বিলম্বিত হওয়ায় মানুষগুলোকে সাগরে মরতে হলো। খেদ প্রকাশ করে বলেন লুইসা আলবেরা।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ডুবে ৩৫০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। গত সপ্তাহে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, আফ্রিকান অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ইউরোপের দিকে যাত্রা করলে এটি তিউনিসিয়া উপকূলে ডুবে যায়। সেখানে একটি শিশুসহ কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়।
লিবিয়া উপকূলে নৌকাডুবিতে শতাধিক অভিবাসন প্রত্যাশীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে ১৩০ জন আরোহী ছিল। গতকাল বৃহস্পতিবার ১২ জনের মৃতদেহ ঘটনাস্থলের কাছ থেকে পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, আরোহীদের কেউই আর বেঁচে নেই। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, নৌকায় থাকা আরোহীরা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।
উদ্ধার সংস্থার সমন্বয়কারী লুইসা আলবেরা বলেন, আজ কয়েক ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর আমরা যে আশঙ্কা করছিলাম সেটিই সত্যি হয়েছে। গত বুধবার ১৩০ জন যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা শুরু করে। আমরা খুবই মর্মাহত। যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবার এবং স্বজনদের কথা ভেবে কষ্ট হচ্ছে।
সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ সঠিক সময়ে উদ্ধারকাজে এগিয়ে এলে এই মানুষগুলোকে হয়তো বাঁচানো যেত। উদ্ধারকাজ বিলম্বিত হওয়ায় মানুষগুলোকে সাগরে মরতে হলো। খেদ প্রকাশ করে বলেন লুইসা আলবেরা।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ডুবে ৩৫০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। গত সপ্তাহে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, আফ্রিকান অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ইউরোপের দিকে যাত্রা করলে এটি তিউনিসিয়া উপকূলে ডুবে যায়। সেখানে একটি শিশুসহ কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫