উত্তর আফ্রিকার দেশ মরক্কোর শিশাওয়েন এলাকায় গভীর কূপে পড়ে যাওয়া পাঁচ বছরের শিশু রায়ানকে উদ্ধার করার কাছাকাছি পৌঁছে গেছে দেশটির উদ্ধারকারী বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। কূপের একেবারে তলদেশে শিশুটি আটকে পড়ায় অত্যন্ত সাবধানতার সঙ্গে কাজ করতে হচ্ছে উদ্ধারকারী দলকে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৩২ মিটার গভীর কূপটির উপরিভাগের ব্যাস ১৮ ইঞ্চি (৪৫ সেন্টিমিটার)৷ ধীরে ধীরে তলদেশের দিকে কূপটি একেবারে সংকীর্ণ হয়ে গেছে। সেখানে চার দিন ধরে শিশুটি আটকে রয়েছে।
হাড় হিম করা ঠান্ডায় গভীর কূপে রয়েছে শিশুটি। তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে খাবার। কিন্তু সেই খাবার আদৌ খেতে পেরেছে কি না, তা স্পষ্ট নয়। নলের মাধ্যমে তার কাছে অক্সিজেন ও পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, শিশুটিকে বাঁচাতে অনুভূমিকভাবে খনন শুরু হবে।
রায়ানকে উদ্ধারের জন্য নেতৃত্ব দেওয়াদের একজন আবদেসালাম মাকৌদি। তিনি গতকাল শুক্রবার বিকেলে বলেন, ‘আমরা প্রায় চলে এসেছি। আমরা তিন দিন ধরে অবিরাম কাজ করছি এবং ক্লান্তি নেমে আসছে, কিন্তু পুরো উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে।
রায়ানের দুর্ঘটনার সময় তাঁর বাবা ওই কুয়া মেরামত করছিলেন। তিনি জানান, চরম দুশ্চিন্তায় রয়েছেন শিশুটির মা।
মরক্কোর সংবাদমাধ্যম এলই৩৬০-এর প্রতিবেদনে বলা হয়, ‘এক মুহূর্তে সে কূপের মধ্যে পড়ে গেল। তখন থেকে আমি এক পলক ঘুমাইনি।’
উত্তর আফ্রিকার দেশ মরক্কোর শিশাওয়েন এলাকায় গভীর কূপে পড়ে যাওয়া পাঁচ বছরের শিশু রায়ানকে উদ্ধার করার কাছাকাছি পৌঁছে গেছে দেশটির উদ্ধারকারী বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। কূপের একেবারে তলদেশে শিশুটি আটকে পড়ায় অত্যন্ত সাবধানতার সঙ্গে কাজ করতে হচ্ছে উদ্ধারকারী দলকে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৩২ মিটার গভীর কূপটির উপরিভাগের ব্যাস ১৮ ইঞ্চি (৪৫ সেন্টিমিটার)৷ ধীরে ধীরে তলদেশের দিকে কূপটি একেবারে সংকীর্ণ হয়ে গেছে। সেখানে চার দিন ধরে শিশুটি আটকে রয়েছে।
হাড় হিম করা ঠান্ডায় গভীর কূপে রয়েছে শিশুটি। তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে খাবার। কিন্তু সেই খাবার আদৌ খেতে পেরেছে কি না, তা স্পষ্ট নয়। নলের মাধ্যমে তার কাছে অক্সিজেন ও পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, শিশুটিকে বাঁচাতে অনুভূমিকভাবে খনন শুরু হবে।
রায়ানকে উদ্ধারের জন্য নেতৃত্ব দেওয়াদের একজন আবদেসালাম মাকৌদি। তিনি গতকাল শুক্রবার বিকেলে বলেন, ‘আমরা প্রায় চলে এসেছি। আমরা তিন দিন ধরে অবিরাম কাজ করছি এবং ক্লান্তি নেমে আসছে, কিন্তু পুরো উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে।
রায়ানের দুর্ঘটনার সময় তাঁর বাবা ওই কুয়া মেরামত করছিলেন। তিনি জানান, চরম দুশ্চিন্তায় রয়েছেন শিশুটির মা।
মরক্কোর সংবাদমাধ্যম এলই৩৬০-এর প্রতিবেদনে বলা হয়, ‘এক মুহূর্তে সে কূপের মধ্যে পড়ে গেল। তখন থেকে আমি এক পলক ঘুমাইনি।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫