উত্তর-পশ্চিম নাইজেরিয়ার তিনটি গ্রামে শতাধিক মানুষকে অপহরণ করেছে বন্দুকধারীরা। গত শুক্রবার রাতে এই অপহরণের ঘটনা ঘটে। গতকাল শনিবার একজন জেলাপ্রধান এবং বাসিন্দারা এ তথ্য জানিয়ে বলেছেন, সর্বশেষ অপহরণের ঘটনায় ওই অঞ্চলে নিরাপত্তাহীনতায় ভুগছে বাসিন্দারা।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে প্রায়ই ঘটছে অপহরণের ঘটনা। অস্ত্রধারীরা গ্রাম, মহাসড়ক এবং স্কুল থেকে মানুষকে অপহরণ করে এবং তাদের আত্মীয়দের কাছ থেকে মুক্তিপণের টাকা দাবি করে আসছে। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দারা ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছে।
জামফারার বিরনিন-মাগাজি স্থানীয় সরকারের জেলাপ্রধান আলহাজি বালা বলেন, বন্দুকধারীরা গোরা, মাদোমাওয়া এবং জাম্বুজু গ্রামে হামলা চালিয়েছে। এ সময় তারা ৩৮ জন পুরুষ ও ৬৭ জন নারী-শিশুকে অপহরণ করেছে। অপহৃতদের সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
অপহরণকারীরা সবচেয়ে বেশি আক্রমণ চালায় জামফারা এলাকায় এবং অপহরণের পর জঙ্গলের ভেতর নিজেদের ক্যাম্পে চলে যায়। নাইজেরিয়ার সামরিক বাহিনী অপহরণকারীদের কয়েকটি শিবিরে বোমা হামলা চালিয়েছে, তবে এতেও বন্ধ হয়নি অপহরণ।
জামফারা পুলিশের মুখপাত্র ইয়েজিদ আবুবকরের সঙ্গে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি।
মাদোমাওয়া গ্রামের প্রধান আমিনু আলিউ আশা বলেছেন, বন্দুকধারীরা মোটরবাইকে করে তাঁর গ্রামে আসে এবং বেশ কয়েকজনকে অপহরণ করার আগে বিক্ষিপ্তভাবে গুলি চালায়।
আলিউ আশা আরও বলেন, ‘অপহরণ করে দস্যুরা শান্তিচুক্তি লঙ্ঘন করেছে। আমাদের অঞ্চলে আক্রমণ বন্ধ রাখার শর্তে এই বছরের ফেব্রুয়ারিতে অনেক মুক্তিপণ দিয়েছিলাম।’
নুসা সানি নামে এক বাসিন্দা বলেছেন, অপহৃতদের মধ্যে তার দুই ভাই আছেন। অপর বাসিন্দা গারবা কিরা বলেছেন, অপহৃতদের মধ্যে একটি লরিতে ১৫ জন ছিল, যা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল।
এক দশক আগে জিহাদি গোষ্ঠী বোকো হারাম প্রথমবার গণ-অপহরণ করেছিল। ওই সময় তারা ২০০ জনের বেশি ছাত্রকে অপহরণ করেছিল। এর পর থেকে দেশটির অন্যান্য সশস্ত্র গোষ্ঠীও একই কাজ শুরু করেছে, যাদের কোনো নির্দিষ্ট মতাদর্শ নেই। এসব কারণে নাইজেরিয়ার অধিবাসীদের আর্থিক দুর্দশাও বেড়েছে।
উত্তর-পশ্চিম নাইজেরিয়ার তিনটি গ্রামে শতাধিক মানুষকে অপহরণ করেছে বন্দুকধারীরা। গত শুক্রবার রাতে এই অপহরণের ঘটনা ঘটে। গতকাল শনিবার একজন জেলাপ্রধান এবং বাসিন্দারা এ তথ্য জানিয়ে বলেছেন, সর্বশেষ অপহরণের ঘটনায় ওই অঞ্চলে নিরাপত্তাহীনতায় ভুগছে বাসিন্দারা।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে প্রায়ই ঘটছে অপহরণের ঘটনা। অস্ত্রধারীরা গ্রাম, মহাসড়ক এবং স্কুল থেকে মানুষকে অপহরণ করে এবং তাদের আত্মীয়দের কাছ থেকে মুক্তিপণের টাকা দাবি করে আসছে। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দারা ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছে।
জামফারার বিরনিন-মাগাজি স্থানীয় সরকারের জেলাপ্রধান আলহাজি বালা বলেন, বন্দুকধারীরা গোরা, মাদোমাওয়া এবং জাম্বুজু গ্রামে হামলা চালিয়েছে। এ সময় তারা ৩৮ জন পুরুষ ও ৬৭ জন নারী-শিশুকে অপহরণ করেছে। অপহৃতদের সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
অপহরণকারীরা সবচেয়ে বেশি আক্রমণ চালায় জামফারা এলাকায় এবং অপহরণের পর জঙ্গলের ভেতর নিজেদের ক্যাম্পে চলে যায়। নাইজেরিয়ার সামরিক বাহিনী অপহরণকারীদের কয়েকটি শিবিরে বোমা হামলা চালিয়েছে, তবে এতেও বন্ধ হয়নি অপহরণ।
জামফারা পুলিশের মুখপাত্র ইয়েজিদ আবুবকরের সঙ্গে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি।
মাদোমাওয়া গ্রামের প্রধান আমিনু আলিউ আশা বলেছেন, বন্দুকধারীরা মোটরবাইকে করে তাঁর গ্রামে আসে এবং বেশ কয়েকজনকে অপহরণ করার আগে বিক্ষিপ্তভাবে গুলি চালায়।
আলিউ আশা আরও বলেন, ‘অপহরণ করে দস্যুরা শান্তিচুক্তি লঙ্ঘন করেছে। আমাদের অঞ্চলে আক্রমণ বন্ধ রাখার শর্তে এই বছরের ফেব্রুয়ারিতে অনেক মুক্তিপণ দিয়েছিলাম।’
নুসা সানি নামে এক বাসিন্দা বলেছেন, অপহৃতদের মধ্যে তার দুই ভাই আছেন। অপর বাসিন্দা গারবা কিরা বলেছেন, অপহৃতদের মধ্যে একটি লরিতে ১৫ জন ছিল, যা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল।
এক দশক আগে জিহাদি গোষ্ঠী বোকো হারাম প্রথমবার গণ-অপহরণ করেছিল। ওই সময় তারা ২০০ জনের বেশি ছাত্রকে অপহরণ করেছিল। এর পর থেকে দেশটির অন্যান্য সশস্ত্র গোষ্ঠীও একই কাজ শুরু করেছে, যাদের কোনো নির্দিষ্ট মতাদর্শ নেই। এসব কারণে নাইজেরিয়ার অধিবাসীদের আর্থিক দুর্দশাও বেড়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে