করোনার নতুন অতিসংক্রামক ধরন ওমিক্রনের ফুসফুসে সংক্রমিত হওয়ার ক্ষমতা কম। মানবদেহের একটি কোষ থেকে অন্য কোষে যাওয়ার ক্ষেত্রেও এটি করোনার অন্যান্য ধরনগুলোর মতো নয়। আর এ কারণে করোনা ভাইরাসের অন্য রূপগুলোর চেয়ে ওমিক্রনের সংক্রমণ কম ভয়াবহ হয়ে উঠছে। সম্প্রতি একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
গবেষণাটি করেছেন যুক্তরাজ্যের ‘কেমব্রিজ ইনস্টিটিউট ফর থেরাপিউটিক ইমিউনোলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস’-এর বিজ্ঞানীরা। তবে এর পিয়ার রিভিউ এখনো হয়নি। বিজ্ঞান সাময়িকী লাইভ সায়েন্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
কেন দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে ওমিক্রনে আক্রান্তদের ক্ষেত্রে কোভিড ডেলটা সংক্রমণের মতো ততটা ভয়াবহ হয়ে উঠছে না তা বোঝার ক্ষেত্রে এই গবেষণা পথ দেখাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
যদিও গবেষণার ফলাফলে বলা হয়েছে, টিকা নেওয়ার পর মানবদেহে তৈরি হওয়া অ্যান্টিবডিগুলোকে কিন্তু দক্ষতার সঙ্গেই ধোঁকা দিতে পারছে ওমিক্রন। কিন্তু ফুসফুসে সংক্রমণ ঘটাতে পারে না। তাই কোভিড ততটা ভয়াবহ হয়ে উঠছে না। ডেলটা বা করোনাভাইরাসের অন্যান্য রূপের সংক্রমণের তুলনায় তাই মৃত্যুর সংখ্যা কম হচ্ছে।
পরীক্ষাটি চালানো হয়েছে অবশ্য শুধুই গবেষণাগারে। কোনো করোনা রোগীর ওপর সেই পরীক্ষা এখনো করে দেখেননি গবেষকেরা।
অন্যতম গবেষক কেমব্রিজ ইনস্টিটিউট ফর থেরাপিউটিক ইমিউনোলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-এর ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক রবীন্দ্র গুপ্ত একটি বিবৃতিতে জানিয়েছেন, পূর্ণ ডোজ টিকা নেওয়ার পরেও মানবদেহে তৈরি হওয়া অ্যান্টিবডিগুলোর প্রতিরোধ ক্ষমতা ছয় থেকে নয় মাসের মধ্যে কমে ওমিক্রনে আক্রান্ত হতে পারে। তবে ফাইজারের বুস্টার টিকা ওমিক্রনের সংক্রমণ রোখার ক্ষেত্রে যথেষ্ট সফল হচ্ছে।
রবীন্দ্র বলেন, গবেষণায় আমরা দেখেছি ওমিক্রনের তরবারির দুটি দিক রয়েছে। একটি ভোঁতা। অন্য দিকটি খুব ধারালো। ভোঁতা দিকটির জন্য ওমিক্রন ফুসফুসের কোষগুলোর ভেতরে সংক্রমিত হতে পারছে না। আর ধারালো দিকটির জন্য টিকা নেওয়ার পর তৈরি হওয়া অ্যান্টিবডিগুলোকেও ধোঁকা দিতে পারছে ওমিক্রন। ফলে, সংক্রমণ রোখা মুশকিল হচ্ছে।
গবেষকেরা কৃত্রিমভাবে তৈরি করা ওমিক্রন রূপটি নিয়ে কাজ করেছেন গবেষণাগারে। কে এগিয়ে কে পিছিয়ে তা বুঝতে তাঁরা ডেলটার স্পাইক প্রোটিন নিয়ে কৃত্রিম ভাবে ডেলটা রূপটি তৈরি করে তার ওপরেও পরীক্ষা–নিরীক্ষা চালান গবেষণাগারে।
গবেষকেরা আরও বলছেন, কোষে ঢুকে তার প্রাচীর ভেদ করে বেরিয়ে আসার ক্ষেত্রেও ওমিক্রনের ক্ষমতা ডেলটার চেয়ে কম। তার ফলেও ওমিক্রনের সংক্রমণে ভয়াবহ হয়ে উঠতে পারছে না ডেলটার মতো।
করোনার নতুন অতিসংক্রামক ধরন ওমিক্রনের ফুসফুসে সংক্রমিত হওয়ার ক্ষমতা কম। মানবদেহের একটি কোষ থেকে অন্য কোষে যাওয়ার ক্ষেত্রেও এটি করোনার অন্যান্য ধরনগুলোর মতো নয়। আর এ কারণে করোনা ভাইরাসের অন্য রূপগুলোর চেয়ে ওমিক্রনের সংক্রমণ কম ভয়াবহ হয়ে উঠছে। সম্প্রতি একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
গবেষণাটি করেছেন যুক্তরাজ্যের ‘কেমব্রিজ ইনস্টিটিউট ফর থেরাপিউটিক ইমিউনোলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস’-এর বিজ্ঞানীরা। তবে এর পিয়ার রিভিউ এখনো হয়নি। বিজ্ঞান সাময়িকী লাইভ সায়েন্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
কেন দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে ওমিক্রনে আক্রান্তদের ক্ষেত্রে কোভিড ডেলটা সংক্রমণের মতো ততটা ভয়াবহ হয়ে উঠছে না তা বোঝার ক্ষেত্রে এই গবেষণা পথ দেখাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
যদিও গবেষণার ফলাফলে বলা হয়েছে, টিকা নেওয়ার পর মানবদেহে তৈরি হওয়া অ্যান্টিবডিগুলোকে কিন্তু দক্ষতার সঙ্গেই ধোঁকা দিতে পারছে ওমিক্রন। কিন্তু ফুসফুসে সংক্রমণ ঘটাতে পারে না। তাই কোভিড ততটা ভয়াবহ হয়ে উঠছে না। ডেলটা বা করোনাভাইরাসের অন্যান্য রূপের সংক্রমণের তুলনায় তাই মৃত্যুর সংখ্যা কম হচ্ছে।
পরীক্ষাটি চালানো হয়েছে অবশ্য শুধুই গবেষণাগারে। কোনো করোনা রোগীর ওপর সেই পরীক্ষা এখনো করে দেখেননি গবেষকেরা।
অন্যতম গবেষক কেমব্রিজ ইনস্টিটিউট ফর থেরাপিউটিক ইমিউনোলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-এর ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক রবীন্দ্র গুপ্ত একটি বিবৃতিতে জানিয়েছেন, পূর্ণ ডোজ টিকা নেওয়ার পরেও মানবদেহে তৈরি হওয়া অ্যান্টিবডিগুলোর প্রতিরোধ ক্ষমতা ছয় থেকে নয় মাসের মধ্যে কমে ওমিক্রনে আক্রান্ত হতে পারে। তবে ফাইজারের বুস্টার টিকা ওমিক্রনের সংক্রমণ রোখার ক্ষেত্রে যথেষ্ট সফল হচ্ছে।
রবীন্দ্র বলেন, গবেষণায় আমরা দেখেছি ওমিক্রনের তরবারির দুটি দিক রয়েছে। একটি ভোঁতা। অন্য দিকটি খুব ধারালো। ভোঁতা দিকটির জন্য ওমিক্রন ফুসফুসের কোষগুলোর ভেতরে সংক্রমিত হতে পারছে না। আর ধারালো দিকটির জন্য টিকা নেওয়ার পর তৈরি হওয়া অ্যান্টিবডিগুলোকেও ধোঁকা দিতে পারছে ওমিক্রন। ফলে, সংক্রমণ রোখা মুশকিল হচ্ছে।
গবেষকেরা কৃত্রিমভাবে তৈরি করা ওমিক্রন রূপটি নিয়ে কাজ করেছেন গবেষণাগারে। কে এগিয়ে কে পিছিয়ে তা বুঝতে তাঁরা ডেলটার স্পাইক প্রোটিন নিয়ে কৃত্রিম ভাবে ডেলটা রূপটি তৈরি করে তার ওপরেও পরীক্ষা–নিরীক্ষা চালান গবেষণাগারে।
গবেষকেরা আরও বলছেন, কোষে ঢুকে তার প্রাচীর ভেদ করে বেরিয়ে আসার ক্ষেত্রেও ওমিক্রনের ক্ষমতা ডেলটার চেয়ে কম। তার ফলেও ওমিক্রনের সংক্রমণে ভয়াবহ হয়ে উঠতে পারছে না ডেলটার মতো।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
১৮ দিন আগেবাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১৮ দিন আগেঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
১৯ দিন আগেবিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১৯ দিন আগে