ডা. মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল
নাকের পলিপ আমাদের কাছে পলিপাস নামে পরিচিত। এটি খুব সাধারণ একটি রোগ। নাকের পলিপ হলো দীর্ঘমেয়াদি অ্যালার্জির ফল। নাকে যদি অ্যালার্জি বা সংক্রমণ হয়, তখন নাকের ভেতরে যে ঝিল্লি আছে, যেটাকে আমরা মিউকাস মেমব্রেন বলি, তাতে পানি জমে ফুলে অনেকটা আঙুর ফলের মতো হয়ে যায়। এটিই নাকের পলিপ।
নাকের পাশে মাংসপিণ্ড রয়েছে তিনটি। একটিকে বলে ইনফেরিয়র টার্বিনেট, অন্য দুটিকে মিডেল টার্বিনেট ও সুপিরিয়র টার্বিনেট বলে। ইনফেরিয়র টার্বিনেট দুই পাশে বড়। একে পলিপ বলে বিভিন্ন ভুল চিকিৎসা করা হয়। আসলে এটি নাকের স্বাভাবিক অংশ।
লক্ষণ
নাক বন্ধ, নাক দিয়ে পানি আসা, নাকের অ্যালার্জি, মাথাব্যথা, ঘুমের সমস্যা, নাক ডাকা, কানব্যথা, গলাব্যথা, সাইনোসাইটিস, নাকে গন্ধ না পাওয়া ও কানে কম শোনা।
ধরন
পলিপ দুই রকমের হয়:
নাকের দুই পাশে, ওপরে যে সাইনাস আছে, যাকে ইথময়েডাল সাইনাস বলে, সেখান থেকে ইথময়েডাল পলিপ হয়। নাকের দুই পাশের ম্যাক্সিলারি সাইনাস থেকে এন্ট্রোকোয়ানাল পলিপ হয়। এন্ট্রোকোয়ানাল পলিপ সচরাচর এক পাশে হলেও ইথময়েডাল পলিপ সব সময় দুই পাশে হয়।
কোন বয়সে হয়
যেকোনো বয়সেই হতে পারে এটি। তবে নবজাতকদের পলিপ হয় না। এটি বেশি দেখা যায় মধ্য বয়সে। এন্ট্রোকোয়ানাল পলিপ স্কুলগামী ছেলেমেয়ে এবং ২৫ থেকে ৪০ বছর বয়সীদের বেশি হতে পারে। আর ইথময়েডাল পলিপ ৪০ থেকে ৬০ বছর বয়সীদের বেশি হয়।
চিকিৎসা
অপারেশন এবং ওষুধ—পলিপের চিকিৎসাপদ্ধতি এ দুই ধরনের। তবে পলিপ ওষুধে পুরোপুরি ভালো হয় না। অপারেশন ভালো সমাধান। গ্রামে পলিপের চিকিৎসার নামে নাকে একধরনের অ্যাসিড লাগানো হয়, যা নাকের কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট করে ফেলে।
পলিপের অপারেশন কেটে করা হলেও এখন না কেটেই করা যায়। এখন ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি হয়। আমাদের দেশেও এটি এখন নিয়মিত চিকিৎসা। পলিপের অপারেশনের পর সুস্থ হতে সাধারণত এক সপ্তাহ প্রয়োজন। খুব কম মানুষের ক্ষেত্রে অস্ত্রোপচারের পর আবার পলিপ হয়।
প্রতিরোধ
অ্যালার্জি যাতে না হয়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যেসব কারণে অ্যালার্জি হয়, সেগুলো এড়িয়ে যেতে হবে।
নাক ভালো রাখার টিপস
খুব সাবধানে নাক ভালোভাবে পরিষ্কার করতে হবে। যেসব বিষয় এড়িয়ে যেতে হবে–
সতর্কতা
অনেকে নাকের ভেতরের লোম টেনে ছেঁড়ার চেষ্টা করেন। এটি বিপজ্জনক। নাকে অকারণে আঙুল বা কটনবাড দেবেন না। পর্যাপ্ত পানি পান করতে হবে এবং টক বা ভিটামিন সি জাতীয় খাবার বেশি বেশি খেতে হবে।
ডা. মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল, নাক কান গলাবিশেষজ্ঞ ও সার্জন, ডিএলও, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
নাকের পলিপ আমাদের কাছে পলিপাস নামে পরিচিত। এটি খুব সাধারণ একটি রোগ। নাকের পলিপ হলো দীর্ঘমেয়াদি অ্যালার্জির ফল। নাকে যদি অ্যালার্জি বা সংক্রমণ হয়, তখন নাকের ভেতরে যে ঝিল্লি আছে, যেটাকে আমরা মিউকাস মেমব্রেন বলি, তাতে পানি জমে ফুলে অনেকটা আঙুর ফলের মতো হয়ে যায়। এটিই নাকের পলিপ।
নাকের পাশে মাংসপিণ্ড রয়েছে তিনটি। একটিকে বলে ইনফেরিয়র টার্বিনেট, অন্য দুটিকে মিডেল টার্বিনেট ও সুপিরিয়র টার্বিনেট বলে। ইনফেরিয়র টার্বিনেট দুই পাশে বড়। একে পলিপ বলে বিভিন্ন ভুল চিকিৎসা করা হয়। আসলে এটি নাকের স্বাভাবিক অংশ।
লক্ষণ
নাক বন্ধ, নাক দিয়ে পানি আসা, নাকের অ্যালার্জি, মাথাব্যথা, ঘুমের সমস্যা, নাক ডাকা, কানব্যথা, গলাব্যথা, সাইনোসাইটিস, নাকে গন্ধ না পাওয়া ও কানে কম শোনা।
ধরন
পলিপ দুই রকমের হয়:
নাকের দুই পাশে, ওপরে যে সাইনাস আছে, যাকে ইথময়েডাল সাইনাস বলে, সেখান থেকে ইথময়েডাল পলিপ হয়। নাকের দুই পাশের ম্যাক্সিলারি সাইনাস থেকে এন্ট্রোকোয়ানাল পলিপ হয়। এন্ট্রোকোয়ানাল পলিপ সচরাচর এক পাশে হলেও ইথময়েডাল পলিপ সব সময় দুই পাশে হয়।
কোন বয়সে হয়
যেকোনো বয়সেই হতে পারে এটি। তবে নবজাতকদের পলিপ হয় না। এটি বেশি দেখা যায় মধ্য বয়সে। এন্ট্রোকোয়ানাল পলিপ স্কুলগামী ছেলেমেয়ে এবং ২৫ থেকে ৪০ বছর বয়সীদের বেশি হতে পারে। আর ইথময়েডাল পলিপ ৪০ থেকে ৬০ বছর বয়সীদের বেশি হয়।
চিকিৎসা
অপারেশন এবং ওষুধ—পলিপের চিকিৎসাপদ্ধতি এ দুই ধরনের। তবে পলিপ ওষুধে পুরোপুরি ভালো হয় না। অপারেশন ভালো সমাধান। গ্রামে পলিপের চিকিৎসার নামে নাকে একধরনের অ্যাসিড লাগানো হয়, যা নাকের কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট করে ফেলে।
পলিপের অপারেশন কেটে করা হলেও এখন না কেটেই করা যায়। এখন ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি হয়। আমাদের দেশেও এটি এখন নিয়মিত চিকিৎসা। পলিপের অপারেশনের পর সুস্থ হতে সাধারণত এক সপ্তাহ প্রয়োজন। খুব কম মানুষের ক্ষেত্রে অস্ত্রোপচারের পর আবার পলিপ হয়।
প্রতিরোধ
অ্যালার্জি যাতে না হয়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যেসব কারণে অ্যালার্জি হয়, সেগুলো এড়িয়ে যেতে হবে।
নাক ভালো রাখার টিপস
খুব সাবধানে নাক ভালোভাবে পরিষ্কার করতে হবে। যেসব বিষয় এড়িয়ে যেতে হবে–
সতর্কতা
অনেকে নাকের ভেতরের লোম টেনে ছেঁড়ার চেষ্টা করেন। এটি বিপজ্জনক। নাকে অকারণে আঙুল বা কটনবাড দেবেন না। পর্যাপ্ত পানি পান করতে হবে এবং টক বা ভিটামিন সি জাতীয় খাবার বেশি বেশি খেতে হবে।
ডা. মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল, নাক কান গলাবিশেষজ্ঞ ও সার্জন, ডিএলও, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
১৯ দিন আগেবাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২০ দিন আগেঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
২০ দিন আগেবিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
২১ দিন আগে