ডা. মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল
প্রশ্ন: আমার বাম কানের ভেতরে পটপট শব্দ হয়। ঘুমের সময়ও এই শব্দ হয়। মাঝে মাঝে কটনবাড দিয়ে কান পরিষ্কার করি। একটু ঠান্ডার ধাত আছে। তবে কানে কোনো ব্যথা নেই। কী সমস্যা?
লায়লা বেগম, দোহার
যখন ঠান্ডা লাগে এবং নাকের সমস্যা হয়, তখন কানের ভেতরে বাতাস আটকে যায় এবং কানে পানিজাতীয় পদার্থ জমে। ফলে কানে শব্দ হওয়ার পাশাপাশি কান ভারী লাগা এবং কানে কম শোনার সমস্যা হতে পারে। নাকের ও ঠান্ডার সমস্যা দূর হলে আপনি সুস্থতা বোধ করবেন। অ্যান্টিহিস্টামিনজাতীয় ওষুধ খেতে পারেন এবং অবশ্যই নাক কান গলা রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
প্রশ্ন: খাওয়ার সময় হাঁ করলে মুখের জয়েন্টে, মানে কানের আগে গালের হাড়ে ব্যথা লাগে। অনেক আগে নাক কান গলা রোগ বিশেষজ্ঞ দেখিয়েছিলাম। তখন এটাকে গুরুতর কিছু নয় বলেছিলেন। কিন্তু বছরে দু-একবার এই সমস্য়া হয় আবার নিজে থেকেই চলে যায়। কিসের সমস্যা এটা? কী করণীয়?
আবদুর রাজ্জাক, ঝালকাঠি
আমাদের কানের সামনে গালের ওপরের দিকে চোয়ালের একটা জয়েন্ট থাকে, সেখানে অস্টিও আর্থ্রাইটিসের বা হার ক্ষয় হলে এমন ব্যথা হতে পারে। এটা প্রতিবছর একবার হতে পারে, তবে অনেকের শীতকালে বেশি হয়। চিকিৎসা হিসেবে এক্স-রে করে জয়েন্টের অবস্থা দেখে চিকিৎসা দিতে হবে। তবে প্রাথমিকভাবে সে জায়গায় গরম সেঁক দিলে এবং এন্ডোমিথাসন-জাতীয় ওষুধ খেলে ব্যথার উপশম হবে। স্থায়ী সমাধানের জন্য নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
প্রশ্ন: শিশুর কানে ব্যথা হলে কী করণীয়?
আজহার টিপু, ভৈরব
শীতকালে শিশুদের কান ব্যথার মূল কারণ ঠান্ডা-সর্দি বা জ্বর। আমাদের কানের সঙ্গে নাকের পেছনের অংশ এবং গলার একটা সংযোগ ছিদ্রপথ থাকে, যাকে ইউসটেশিয়ান টিউব বলে। শিশুদের ক্ষেত্রে এই ছিদ্রপথ ছোট ও মোটা থাকে। ফলে ঠান্ডা লাগলে নাকের পাতলা মিউকাস এই টিউব দিয়ে কানে ঢুকে যায় এবং টিউব বন্ধ হয়ে যায়। এ জন্য কানে মিউকাস আটকে শিশুদের কান ব্যথা হয় এবং তারা কানেও কম শোনে। অনেক সময় এর জটিলতা হিসেবে কানের পর্দা ছিদ্র হতে পারে। ঠান্ডা-সর্দির চিকিৎসা নিলে এবং নাকের ড্রপ ব্যবহার করলে ব্যথা কমে যেতে পারে। প্রচণ্ড ব্যথা এবং জ্বর থাকলে নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞের পরামর্শ দ্রুত নিতে হবে।
পরবর্তী স্বাস্থ্য পাতার ‘জেনে নিই ভালো থাকি’র বিষয় ‘চোখ’। চােখের যেকোনো সমস্যা নিয়ে চিঠি ও ই-মেইলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন আমাদের কাছে।
পরামর্শ দিয়েছেন, ডা. মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন, ডিএলও, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
প্রশ্ন: আমার বাম কানের ভেতরে পটপট শব্দ হয়। ঘুমের সময়ও এই শব্দ হয়। মাঝে মাঝে কটনবাড দিয়ে কান পরিষ্কার করি। একটু ঠান্ডার ধাত আছে। তবে কানে কোনো ব্যথা নেই। কী সমস্যা?
লায়লা বেগম, দোহার
যখন ঠান্ডা লাগে এবং নাকের সমস্যা হয়, তখন কানের ভেতরে বাতাস আটকে যায় এবং কানে পানিজাতীয় পদার্থ জমে। ফলে কানে শব্দ হওয়ার পাশাপাশি কান ভারী লাগা এবং কানে কম শোনার সমস্যা হতে পারে। নাকের ও ঠান্ডার সমস্যা দূর হলে আপনি সুস্থতা বোধ করবেন। অ্যান্টিহিস্টামিনজাতীয় ওষুধ খেতে পারেন এবং অবশ্যই নাক কান গলা রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
প্রশ্ন: খাওয়ার সময় হাঁ করলে মুখের জয়েন্টে, মানে কানের আগে গালের হাড়ে ব্যথা লাগে। অনেক আগে নাক কান গলা রোগ বিশেষজ্ঞ দেখিয়েছিলাম। তখন এটাকে গুরুতর কিছু নয় বলেছিলেন। কিন্তু বছরে দু-একবার এই সমস্য়া হয় আবার নিজে থেকেই চলে যায়। কিসের সমস্যা এটা? কী করণীয়?
আবদুর রাজ্জাক, ঝালকাঠি
আমাদের কানের সামনে গালের ওপরের দিকে চোয়ালের একটা জয়েন্ট থাকে, সেখানে অস্টিও আর্থ্রাইটিসের বা হার ক্ষয় হলে এমন ব্যথা হতে পারে। এটা প্রতিবছর একবার হতে পারে, তবে অনেকের শীতকালে বেশি হয়। চিকিৎসা হিসেবে এক্স-রে করে জয়েন্টের অবস্থা দেখে চিকিৎসা দিতে হবে। তবে প্রাথমিকভাবে সে জায়গায় গরম সেঁক দিলে এবং এন্ডোমিথাসন-জাতীয় ওষুধ খেলে ব্যথার উপশম হবে। স্থায়ী সমাধানের জন্য নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
প্রশ্ন: শিশুর কানে ব্যথা হলে কী করণীয়?
আজহার টিপু, ভৈরব
শীতকালে শিশুদের কান ব্যথার মূল কারণ ঠান্ডা-সর্দি বা জ্বর। আমাদের কানের সঙ্গে নাকের পেছনের অংশ এবং গলার একটা সংযোগ ছিদ্রপথ থাকে, যাকে ইউসটেশিয়ান টিউব বলে। শিশুদের ক্ষেত্রে এই ছিদ্রপথ ছোট ও মোটা থাকে। ফলে ঠান্ডা লাগলে নাকের পাতলা মিউকাস এই টিউব দিয়ে কানে ঢুকে যায় এবং টিউব বন্ধ হয়ে যায়। এ জন্য কানে মিউকাস আটকে শিশুদের কান ব্যথা হয় এবং তারা কানেও কম শোনে। অনেক সময় এর জটিলতা হিসেবে কানের পর্দা ছিদ্র হতে পারে। ঠান্ডা-সর্দির চিকিৎসা নিলে এবং নাকের ড্রপ ব্যবহার করলে ব্যথা কমে যেতে পারে। প্রচণ্ড ব্যথা এবং জ্বর থাকলে নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞের পরামর্শ দ্রুত নিতে হবে।
পরবর্তী স্বাস্থ্য পাতার ‘জেনে নিই ভালো থাকি’র বিষয় ‘চোখ’। চােখের যেকোনো সমস্যা নিয়ে চিঠি ও ই-মেইলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন আমাদের কাছে।
পরামর্শ দিয়েছেন, ডা. মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন, ডিএলও, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১১ আগস্ট ২০২৫ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
১১ আগস্ট ২০২৫বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১০ আগস্ট ২০২৫