ডা. মো. আব্দুল হাফিজ শাফী
টনসিল একধরনের লসিকাগ্রন্থি বা লিম্ফয়েড টিস্যু। এতে কোনো ধরনের সংক্রমণ বা প্রদাহ হলে আমরা এটাকে টনসিলাইটিস বলি। মানবদেহে গলার ভেতরে দুই পাশে এক জোড়া প্যালাটাইন টনসিল থাকে। টনসিলের প্রদাহ বলতে আমরা এর সংক্রমণকেই বুঝে থাকি।
টনসিলের সংক্রমণ একটি সাধারণ স্বাস্থ্য-সমস্যা। টনসিলাইটিস সাধারণত ৩ থেকে ১৪ বছরের শিশুদের মধ্যে বেশি দেখা যায়। তবে বড়দের ক্ষেত্রেও এ সমস্যা দেখা যায়।
টনসিলের অপারেশন জীবন রক্ষাকারী জরুরি কোনো অপারেশন নয়। তবে কিছু ক্ষেত্রে অপারেশন করাটা জরুরি হয়ে পড়ে। শিশুদের ক্ষেত্রে অনেক সময় অভিভাবকেরা জানতে চান, এই অপারেশনের ফলে সন্তানের কোনো ক্ষতি হবে কি না? উত্তরটা হলো, যে টনসিল দূষিত, ওষুধে ভালো হচ্ছে না, সেই দূষিত অথবা অতিরিক্ত বড় টনসিল ফেলে দিলে কোনো ক্ষতি হবে না। কারণ গলায় এবং ঘাড়ে আরও অনেক লসিকাগ্রন্থি আছে, যেগুলো রোগ প্রতিরোধে কাজ করবে পরবর্তী সময়ে।
কাদের ও কখন টনসিল অপারেশন করাতে হবে
৪ থেকে ১০ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে বারবার সর্দি-
কাশি-গলাব্যথা হলে গলার ভেতর টনসিল এবং নাকের পেছনের টনসিল অ্যাডিনয়েড ফুলে যায়। সাধারণত টনসিল একটু বড় হয়ে গেলে সেটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই। কিন্তু যদি সে কারণে শিশুর খাবার খেতে বা গিলতে কষ্ট হয়, মুখ দিয়ে লালা বের হয়, গলাব্যথার সঙ্গে ঘনঘন জ্বর হয়, রাতে ঘুমের ভেতর শ্বাস নিতে সমস্যা হয়, তাহলে এটা শিশুর অনেক ক্ষতি করতে পারে। এ ক্ষেত্রে দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজন হলে অপারেশন করিয়ে নেওয়া উচিত।
এক পাশের টনসিল অস্বাভাবিকভাবে বড় হয়ে গেলে, টনসিলের গায়ে সন্দেহজনক ক্ষত দেখা গেলে অপারেশন করে বায়োপসি পরীক্ষার মাধ্যমে ক্যানসার আছে কি না, নিশ্চিত করার জন্য টনসিল অপারেশনের পরামর্শ দেওয়া হয়।
টনসিল বিষয়ে কোনো ধরনের সমস্যা অবহেলা করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শমতো ওষুধের মাধ্যমে যদি সমাধান না হয়, তবে অপারেশন করানো ভালো এবং নিরাপদ।
ডা. মো. আব্দুল হাফিজ শাফী, এফসিপিএস (ইএনটি), নাক-কান-গলারোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
টনসিল একধরনের লসিকাগ্রন্থি বা লিম্ফয়েড টিস্যু। এতে কোনো ধরনের সংক্রমণ বা প্রদাহ হলে আমরা এটাকে টনসিলাইটিস বলি। মানবদেহে গলার ভেতরে দুই পাশে এক জোড়া প্যালাটাইন টনসিল থাকে। টনসিলের প্রদাহ বলতে আমরা এর সংক্রমণকেই বুঝে থাকি।
টনসিলের সংক্রমণ একটি সাধারণ স্বাস্থ্য-সমস্যা। টনসিলাইটিস সাধারণত ৩ থেকে ১৪ বছরের শিশুদের মধ্যে বেশি দেখা যায়। তবে বড়দের ক্ষেত্রেও এ সমস্যা দেখা যায়।
টনসিলের অপারেশন জীবন রক্ষাকারী জরুরি কোনো অপারেশন নয়। তবে কিছু ক্ষেত্রে অপারেশন করাটা জরুরি হয়ে পড়ে। শিশুদের ক্ষেত্রে অনেক সময় অভিভাবকেরা জানতে চান, এই অপারেশনের ফলে সন্তানের কোনো ক্ষতি হবে কি না? উত্তরটা হলো, যে টনসিল দূষিত, ওষুধে ভালো হচ্ছে না, সেই দূষিত অথবা অতিরিক্ত বড় টনসিল ফেলে দিলে কোনো ক্ষতি হবে না। কারণ গলায় এবং ঘাড়ে আরও অনেক লসিকাগ্রন্থি আছে, যেগুলো রোগ প্রতিরোধে কাজ করবে পরবর্তী সময়ে।
কাদের ও কখন টনসিল অপারেশন করাতে হবে
৪ থেকে ১০ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে বারবার সর্দি-
কাশি-গলাব্যথা হলে গলার ভেতর টনসিল এবং নাকের পেছনের টনসিল অ্যাডিনয়েড ফুলে যায়। সাধারণত টনসিল একটু বড় হয়ে গেলে সেটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই। কিন্তু যদি সে কারণে শিশুর খাবার খেতে বা গিলতে কষ্ট হয়, মুখ দিয়ে লালা বের হয়, গলাব্যথার সঙ্গে ঘনঘন জ্বর হয়, রাতে ঘুমের ভেতর শ্বাস নিতে সমস্যা হয়, তাহলে এটা শিশুর অনেক ক্ষতি করতে পারে। এ ক্ষেত্রে দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজন হলে অপারেশন করিয়ে নেওয়া উচিত।
এক পাশের টনসিল অস্বাভাবিকভাবে বড় হয়ে গেলে, টনসিলের গায়ে সন্দেহজনক ক্ষত দেখা গেলে অপারেশন করে বায়োপসি পরীক্ষার মাধ্যমে ক্যানসার আছে কি না, নিশ্চিত করার জন্য টনসিল অপারেশনের পরামর্শ দেওয়া হয়।
টনসিল বিষয়ে কোনো ধরনের সমস্যা অবহেলা করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শমতো ওষুধের মাধ্যমে যদি সমাধান না হয়, তবে অপারেশন করানো ভালো এবং নিরাপদ।
ডা. মো. আব্দুল হাফিজ শাফী, এফসিপিএস (ইএনটি), নাক-কান-গলারোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১১ আগস্ট ২০২৫ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
১১ আগস্ট ২০২৫বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১০ আগস্ট ২০২৫