ডা. এম মুজিবুর রহমান
পৃথিবীতে মানুষের জানা সবচেয়ে প্রাচীন রোগগুলোর একটি জলাতঙ্ক। রেবিস ভাইরাস সংক্রমিত মারাত্মক এ রোগটি জুনোটিক প্রকৃতির। এই রোগে মৃত্যুহার শতভাগ হলেও এটি প্রতিরোধযোগ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত সর্বশেষ রিপোর্ট (২০১৮) মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৯৬ শতাংশ জলাতঙ্ক সংক্রমণের জন্য কুকুর দায়ী।
আক্রান্ত রোগী তরল গিলতে গিয়ে গলা ও শ্বাসনালির মাংসপেশি সংকোচনে তীব্র ব্যথা অনুভব করে। এ ছাড়া শ্বাস-প্রশ্বাসের সমন্বয় না হওয়ায় ফুসফুসে পানি ঢুকে অনবরত কাশি হতে থাকে। এই অসহ্য ব্যথা ও কাশির জন্য তৈরি হওয়া ভয়ংকর পরিস্থিতির কারণে পানি দেখলে রোগী আতঙ্কিত হয়ে ওঠে। পানি বা জলের প্রতি তীব্র আতঙ্কের কারণেই এ রোগের নাম জলাতঙ্ক আর ইংরেজিতে হাইড্রোফোবিয়া। দুই ধরনের জলাতঙ্ক রোগ দেখা যায়—ফিউরিয়াস ও প্যারালাইটিক। তবে ফিউরিয়াস ধরনটি বেশি দেখা যায়।
আক্রান্ত মানুষের লক্ষণ
কুকুর বা প্রাণী কামড়ে করণীয়
চিকিৎসার জন্য অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
জলাতঙ্ক রোগ প্রতিরোধের কার্যকরী সমাধান কুকুরকে নিয়মিত জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া। এতে কুকুরের শরীরে সম্মিলিত প্রতিরোধব্যবস্থা গড়ে ওঠে। ফলে জলাতঙ্ক ভাইরাস কুকুর থেকে কুকুরে কিংবা মানুষে সংক্রামিত হতে পারে না; অর্থাৎ ব্যাপক হারে টিকাদান নিশ্চিত করলে মানুষ ও কুকুর উভয়ই নিরাপদ থাকবে।
লেখক: এমডিভি এক্সপার্ট, স্বাস্থ্য অধিদপ্তর ও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, র্যাবিস ইন ফাউন্ডেশন, বাংলাদেশ
আরও পড়ুন:
পৃথিবীতে মানুষের জানা সবচেয়ে প্রাচীন রোগগুলোর একটি জলাতঙ্ক। রেবিস ভাইরাস সংক্রমিত মারাত্মক এ রোগটি জুনোটিক প্রকৃতির। এই রোগে মৃত্যুহার শতভাগ হলেও এটি প্রতিরোধযোগ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত সর্বশেষ রিপোর্ট (২০১৮) মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৯৬ শতাংশ জলাতঙ্ক সংক্রমণের জন্য কুকুর দায়ী।
আক্রান্ত রোগী তরল গিলতে গিয়ে গলা ও শ্বাসনালির মাংসপেশি সংকোচনে তীব্র ব্যথা অনুভব করে। এ ছাড়া শ্বাস-প্রশ্বাসের সমন্বয় না হওয়ায় ফুসফুসে পানি ঢুকে অনবরত কাশি হতে থাকে। এই অসহ্য ব্যথা ও কাশির জন্য তৈরি হওয়া ভয়ংকর পরিস্থিতির কারণে পানি দেখলে রোগী আতঙ্কিত হয়ে ওঠে। পানি বা জলের প্রতি তীব্র আতঙ্কের কারণেই এ রোগের নাম জলাতঙ্ক আর ইংরেজিতে হাইড্রোফোবিয়া। দুই ধরনের জলাতঙ্ক রোগ দেখা যায়—ফিউরিয়াস ও প্যারালাইটিক। তবে ফিউরিয়াস ধরনটি বেশি দেখা যায়।
আক্রান্ত মানুষের লক্ষণ
কুকুর বা প্রাণী কামড়ে করণীয়
চিকিৎসার জন্য অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
জলাতঙ্ক রোগ প্রতিরোধের কার্যকরী সমাধান কুকুরকে নিয়মিত জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া। এতে কুকুরের শরীরে সম্মিলিত প্রতিরোধব্যবস্থা গড়ে ওঠে। ফলে জলাতঙ্ক ভাইরাস কুকুর থেকে কুকুরে কিংবা মানুষে সংক্রামিত হতে পারে না; অর্থাৎ ব্যাপক হারে টিকাদান নিশ্চিত করলে মানুষ ও কুকুর উভয়ই নিরাপদ থাকবে।
লেখক: এমডিভি এক্সপার্ট, স্বাস্থ্য অধিদপ্তর ও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, র্যাবিস ইন ফাউন্ডেশন, বাংলাদেশ
আরও পড়ুন:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১১ আগস্ট ২০২৫ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
১১ আগস্ট ২০২৫বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১০ আগস্ট ২০২৫