অধ্যাপক ডা. এস এম বখতিয়ার কামাল
কোনো কারণে দেহে মেলানোসাইট মেলানিন তৈরি বন্ধ হয়ে গেলে ত্বকে সাদা সাদা প্যাঁচের মতো তৈরি হয়। একে শ্বেতী রোগ বলে। বর্তমানে শ্বেতী রোগের বেশ উন্নত চিকিৎসা রয়েছে। এর অনেক ধরনের চিকিৎসা রয়েছে। ওষুধ খাওয়া, লাগানো, ফটোথেরাপি, এক্সাইমার লেজার, সার্জারি। রোগী অনুসারে এসব চিকিৎসা দেওয়া হয়।
কারও শরীর ৫০ ভাগের বেশি সাদা হয়ে গেলে তাকে বলে উন্টার প্রসেস। সে ক্ষেত্রে ত্বক আর কালো করা হয় না। বরং ডি পিগমেন্টিং প্রক্রিয়ায় ত্বক আরও সাদা করে দেওয়া হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চিকিৎসার আগে জানা, রোগটির চিকিৎসা করা যাচ্ছে কি না। এমন হলে সার্জারি করাতে হবে। তাতেও এ রোগ ভালো হয়।
কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসায় কাজ হয় না। ত্বকের সাদা অংশের ভেতর যে লোমগুলো থাকে, সেগুলোর রং যদি কালো থাকে, তাহলে বুঝে নিতে হবে মেলানোসাইট সক্রিয় আছে। সে ক্ষেত্রে ফটোথেরাপি দিতে হবে। যে চিকিৎসাই দেওয়া হোক না কেন, রোগীকে ধৈর্য ধরতে হবে।
পরামর্শ দিয়েছেন,অধ্যাপক ডা. এস এম বখতিয়ার কামাল, কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার, গ্রিন রোড, ঢাকা
কোনো কারণে দেহে মেলানোসাইট মেলানিন তৈরি বন্ধ হয়ে গেলে ত্বকে সাদা সাদা প্যাঁচের মতো তৈরি হয়। একে শ্বেতী রোগ বলে। বর্তমানে শ্বেতী রোগের বেশ উন্নত চিকিৎসা রয়েছে। এর অনেক ধরনের চিকিৎসা রয়েছে। ওষুধ খাওয়া, লাগানো, ফটোথেরাপি, এক্সাইমার লেজার, সার্জারি। রোগী অনুসারে এসব চিকিৎসা দেওয়া হয়।
কারও শরীর ৫০ ভাগের বেশি সাদা হয়ে গেলে তাকে বলে উন্টার প্রসেস। সে ক্ষেত্রে ত্বক আর কালো করা হয় না। বরং ডি পিগমেন্টিং প্রক্রিয়ায় ত্বক আরও সাদা করে দেওয়া হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চিকিৎসার আগে জানা, রোগটির চিকিৎসা করা যাচ্ছে কি না। এমন হলে সার্জারি করাতে হবে। তাতেও এ রোগ ভালো হয়।
কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসায় কাজ হয় না। ত্বকের সাদা অংশের ভেতর যে লোমগুলো থাকে, সেগুলোর রং যদি কালো থাকে, তাহলে বুঝে নিতে হবে মেলানোসাইট সক্রিয় আছে। সে ক্ষেত্রে ফটোথেরাপি দিতে হবে। যে চিকিৎসাই দেওয়া হোক না কেন, রোগীকে ধৈর্য ধরতে হবে।
পরামর্শ দিয়েছেন,অধ্যাপক ডা. এস এম বখতিয়ার কামাল, কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার, গ্রিন রোড, ঢাকা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
২৪ দিন আগেবাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২৫ দিন আগেঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
১১ আগস্ট ২০২৫বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১০ আগস্ট ২০২৫