অনলাইন ডেস্ক
রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানির লিমিটেডে (ইডিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। ইডিসিএলের ১৮৫তম বোর্ড সভার অনুমোদনক্রমে মো. আ. সামাদ মৃধাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের (ঔষধ প্রশাসন-১) উপসচিব ডা. আবুল কাশেম মোহাম্মদ কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য কোম্পানিস অ্যাক্ট, ১৯৯৪-এর আওতায় অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৫৩ (৩) অনুচ্ছেদের আলোকে এবং ইডিসিএলের ১৮৫তম বোর্ড সভার অনুমোদনক্রমে মো. আ. সামাদ মৃধাকে অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে নির্ধারিত শর্তে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এতে আরও বলা হয়েছে, যোগদানের তারিখ (১ জানুয়ারি) থেকে পরবর্তী দুই বছরের জন্য এ নিয়োগ বলবৎ থাকবে।
জানা গেছে, সামাদ মৃধা ইডিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এহসানুল কবিরের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে গত ২ অক্টোবর নানা অনিয়ম-দুর্নীতির বোঝা মাথায় নিয়ে প্রতিষ্ঠানটির এমডির পদ থেকে অব্যাহতি নেন এহসানুল কবির। এর পরদিন স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন এমডি নিয়োগের বিজ্ঞপ্তি দেয়।
রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানির লিমিটেডে (ইডিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। ইডিসিএলের ১৮৫তম বোর্ড সভার অনুমোদনক্রমে মো. আ. সামাদ মৃধাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের (ঔষধ প্রশাসন-১) উপসচিব ডা. আবুল কাশেম মোহাম্মদ কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য কোম্পানিস অ্যাক্ট, ১৯৯৪-এর আওতায় অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৫৩ (৩) অনুচ্ছেদের আলোকে এবং ইডিসিএলের ১৮৫তম বোর্ড সভার অনুমোদনক্রমে মো. আ. সামাদ মৃধাকে অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে নির্ধারিত শর্তে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এতে আরও বলা হয়েছে, যোগদানের তারিখ (১ জানুয়ারি) থেকে পরবর্তী দুই বছরের জন্য এ নিয়োগ বলবৎ থাকবে।
জানা গেছে, সামাদ মৃধা ইডিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এহসানুল কবিরের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে গত ২ অক্টোবর নানা অনিয়ম-দুর্নীতির বোঝা মাথায় নিয়ে প্রতিষ্ঠানটির এমডির পদ থেকে অব্যাহতি নেন এহসানুল কবির। এর পরদিন স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন এমডি নিয়োগের বিজ্ঞপ্তি দেয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১১ আগস্ট ২০২৫ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
১১ আগস্ট ২০২৫বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১০ আগস্ট ২০২৫