অনলাইন ডেস্ক
দেশে মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ ডিমেনশিয়ায় আক্রান্তদের মধ্যে দুই তৃতীয়াংশ নারী। এই রোগটি ধারাবাহিকভাবে বেড়েই চলছে। অথচ তা নিয়ে তেমন উদ্যোগ চোখে পড়ছে না। সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে না পারলে রোগটির বিস্তার আরও ভয়াবহ হতে পারে।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে ‘ডিমেনশিয়া যত্ন ও নাগরিক মৌলিক অধিকার সংরক্ষণ’ বিষয়ক সেমিনারে এসব তথ্য জানান সংশ্লিষ্টরা। ওই সেমিনারটির আয়োজন করেছিল আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ।
সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. হালিদা হানুম আখতার। তারা বক্তব্যে উঠে এসেছে, বাংলাদেশে ২০২০ সালে ১১ লাখ ডিমেনশিয়া রোগী পাওয়া গেছে। রোগীদের মধ্যে পুরুষ ২ লাখ ৮০ হাজার। শতকরা হিসাবে তা ২৪ দশমিক ৫ শতাংশ। আর নারী ডিমেনশিয়া রোগী ৮ লাখ ৩০ হাজার বা মোট রোগীর ৭৫ দশমিক ৫ শতাংশ। ২০২৫ সালে রোগীর সংখ্যা ১৩ লাখ অতিক্রম করবে বলে আশঙ্কা রয়েছে।
সেমিনারে জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১৫ সালের তথ্য বলছে, অন্তত ৭২ শতাংশ নারী স্বামীর নির্যাতনের শিকার হন। নির্যাতনের শিকার হন ৪২ শতাংশ কিশোরী স্ত্রী। দৈহিক ও মানসিকভাবে তারা নির্যাতনের শিকার হন। ডিমেনশিয়া রোগের জন্য এই নির্যাতন প্রভাব হিসাবে কাজ করছে।
এ সময় বক্তারা বলেন, দেশের বয়স্ক জনগোষ্ঠীর একটি অংশ ডিমেনশিয়া নামক ভয়াবহ মস্তিষ্ক রোগে আক্রান্ত। আমাদের দেশের খুব অল্পসংখ্যক মানুষ এ রোগটি সম্পর্কে জানেন। ডিমেনশিয়া সম্পর্কে মানুষের জানাশোনা সীমিত থাকায় আক্রান্ত ব্যক্তিদের লক্ষণগুলো ও সঠিক পরিচর্যা হচ্ছে না।
সেমিনারের প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। বক্তব্যে তিনি বলেন, ‘ডিমেনশিয়ার ব্যাপারে আমাদের আরও গবেষণা করা উচিত, তথ্য সংগ্রহ করা উচিত। আমরা সঠিক চিত্রটি পেলে ডিমেনশিয়া নিয়ে ঠিকমতো আগানো যাবে। কী করণীয় সেটা নিয়ে কথা বলা যাবে। আমি মনে করি, ডিমেনশিয়া নিয়ে দেশে আরও গবেষণা হওয়া উচিত। চিকিৎসা খাতে আমরা নানা বিষয় গবেষণা করি। এ ক্ষেত্রে ডিমেনশিয়ার ওপর গুরুত্ব দিয়ে গবেষণার দরকার আছে।’
তিনি বলেন, ‘ডিমেনশিয়া রোগীদের স্বাচ্ছন্দ্য দেওয়ার আন্তরিকতা প্রয়োজন। সেবাদানকারীরা যেন রোগীকে সর্বোচ্চ আন্তরিকতায় সেবা দিতে পারেন তার জন্য প্রশিক্ষণ প্রয়োজন।’
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নাসরিন আফরোজ এতে সভাপতিত্ব করে। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হাসান। সেমিনারে বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা, গবেষক ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
দেশে মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ ডিমেনশিয়ায় আক্রান্তদের মধ্যে দুই তৃতীয়াংশ নারী। এই রোগটি ধারাবাহিকভাবে বেড়েই চলছে। অথচ তা নিয়ে তেমন উদ্যোগ চোখে পড়ছে না। সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে না পারলে রোগটির বিস্তার আরও ভয়াবহ হতে পারে।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে ‘ডিমেনশিয়া যত্ন ও নাগরিক মৌলিক অধিকার সংরক্ষণ’ বিষয়ক সেমিনারে এসব তথ্য জানান সংশ্লিষ্টরা। ওই সেমিনারটির আয়োজন করেছিল আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ।
সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. হালিদা হানুম আখতার। তারা বক্তব্যে উঠে এসেছে, বাংলাদেশে ২০২০ সালে ১১ লাখ ডিমেনশিয়া রোগী পাওয়া গেছে। রোগীদের মধ্যে পুরুষ ২ লাখ ৮০ হাজার। শতকরা হিসাবে তা ২৪ দশমিক ৫ শতাংশ। আর নারী ডিমেনশিয়া রোগী ৮ লাখ ৩০ হাজার বা মোট রোগীর ৭৫ দশমিক ৫ শতাংশ। ২০২৫ সালে রোগীর সংখ্যা ১৩ লাখ অতিক্রম করবে বলে আশঙ্কা রয়েছে।
সেমিনারে জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১৫ সালের তথ্য বলছে, অন্তত ৭২ শতাংশ নারী স্বামীর নির্যাতনের শিকার হন। নির্যাতনের শিকার হন ৪২ শতাংশ কিশোরী স্ত্রী। দৈহিক ও মানসিকভাবে তারা নির্যাতনের শিকার হন। ডিমেনশিয়া রোগের জন্য এই নির্যাতন প্রভাব হিসাবে কাজ করছে।
এ সময় বক্তারা বলেন, দেশের বয়স্ক জনগোষ্ঠীর একটি অংশ ডিমেনশিয়া নামক ভয়াবহ মস্তিষ্ক রোগে আক্রান্ত। আমাদের দেশের খুব অল্পসংখ্যক মানুষ এ রোগটি সম্পর্কে জানেন। ডিমেনশিয়া সম্পর্কে মানুষের জানাশোনা সীমিত থাকায় আক্রান্ত ব্যক্তিদের লক্ষণগুলো ও সঠিক পরিচর্যা হচ্ছে না।
সেমিনারের প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। বক্তব্যে তিনি বলেন, ‘ডিমেনশিয়ার ব্যাপারে আমাদের আরও গবেষণা করা উচিত, তথ্য সংগ্রহ করা উচিত। আমরা সঠিক চিত্রটি পেলে ডিমেনশিয়া নিয়ে ঠিকমতো আগানো যাবে। কী করণীয় সেটা নিয়ে কথা বলা যাবে। আমি মনে করি, ডিমেনশিয়া নিয়ে দেশে আরও গবেষণা হওয়া উচিত। চিকিৎসা খাতে আমরা নানা বিষয় গবেষণা করি। এ ক্ষেত্রে ডিমেনশিয়ার ওপর গুরুত্ব দিয়ে গবেষণার দরকার আছে।’
তিনি বলেন, ‘ডিমেনশিয়া রোগীদের স্বাচ্ছন্দ্য দেওয়ার আন্তরিকতা প্রয়োজন। সেবাদানকারীরা যেন রোগীকে সর্বোচ্চ আন্তরিকতায় সেবা দিতে পারেন তার জন্য প্রশিক্ষণ প্রয়োজন।’
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নাসরিন আফরোজ এতে সভাপতিত্ব করে। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হাসান। সেমিনারে বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা, গবেষক ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
১৯ দিন আগেবাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২০ দিন আগেঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
২০ দিন আগেবিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
২১ দিন আগে