আজকের পত্রিকা ডেস্ক
নারীস্বাস্থ্য
প্রশ্ন: আমার বয়স ৩৪। আমার বিবাহিত জীবন এক বছর তিন মাসের। পেশায় গৃহিণী। আমার পিরিয়ডের তারিখ মিস হয়েছে এক সপ্তাহ হলো। পিরিয়ড মিস করার কত দিন পর প্রেগনেন্সি টেস্ট করা যাবে? আপাতত দুর্বলতা আর অতিরিক্ত ঘুম পাওয়া ছাড়া কোনো উপসর্গ নেই।
-সাদিয়া আফরিন, পাবনা
উত্তর: প্রশ্নের জন্য ধন্যবাদ। সাধারণত পিরিয়ড মিস হওয়ার ৭ থেকে ১০ দিনের মধ্যে প্রেগনেন্সি টেস্ট করতে বলা হয়। কাজেই আপনি এখনই টেস্টটি করতে পারবেন। গর্ভসঞ্চার হলে একজন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে নিয়মিত চেক করাবেন।
-ডা. ফরিদা ইয়াসমিন সুমি, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ
ফিজিওথেরাপি
প্রশ্ন: আমার বয়স ৪০। কর্মজীবী। সারা দিন অফিসে বসে কাজ করা হয়। হাঁটুর নিচে পায়ের পেছনের অংশে ব্যথা হচ্ছে ইদানীং। ব্যথা এতটাই বেড়েছে যে পা টেনে টেনে হাঁটছি। গরম পানির সেঁক দিচ্ছি কিন্তু ব্যথা কমছে না। কোন ধরনের ব্যায়াম করতে পারি?
-মাসুদুর রহমান, ঢাকা
উত্তর: আপনার হাঁটুব্যথার স্থানে বরফ লাগান। দিনে দুই থেকে তিনবার বরফ দেবেন ব্যথার জায়গায়। যেখানে আপনার ব্যথা হচ্ছে সেখানে গরম সেঁক দেওয়া যাবে না।
আক্রান্ত স্থান ফোলা থাকলে কোনো ধরনের ম্যাসাজ করা যাবে না। পায়ের স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারেন। তবে ব্যথার তীব্রতা বেশি থাকলে ব্যায়ামও করা যাবে না। সে ক্ষেত্রে পায়ের বিশ্রাম প্রয়োজন। সপ্তাহখানেকের মধ্যে ব্যথা না কমলে ফিজিওথেরাপি কনসালট্যান্টের পরামর্শ নিতে হবে। তিনি যেভাবে বলবেন সেভাবে ব্যায়াম ও অন্যান্য চিকিৎসা চালাবেন।
-মাহমুদা আক্তার রোজী, ফিজিওথেরাপি কনসালট্যান্ট অ্যান্ড জেরোন্টলজিস্ট, এক্সট্রা মাইল এইজ কেয়ার
নারীস্বাস্থ্য
প্রশ্ন: আমার বয়স ৩৪। আমার বিবাহিত জীবন এক বছর তিন মাসের। পেশায় গৃহিণী। আমার পিরিয়ডের তারিখ মিস হয়েছে এক সপ্তাহ হলো। পিরিয়ড মিস করার কত দিন পর প্রেগনেন্সি টেস্ট করা যাবে? আপাতত দুর্বলতা আর অতিরিক্ত ঘুম পাওয়া ছাড়া কোনো উপসর্গ নেই।
-সাদিয়া আফরিন, পাবনা
উত্তর: প্রশ্নের জন্য ধন্যবাদ। সাধারণত পিরিয়ড মিস হওয়ার ৭ থেকে ১০ দিনের মধ্যে প্রেগনেন্সি টেস্ট করতে বলা হয়। কাজেই আপনি এখনই টেস্টটি করতে পারবেন। গর্ভসঞ্চার হলে একজন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে নিয়মিত চেক করাবেন।
-ডা. ফরিদা ইয়াসমিন সুমি, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ
ফিজিওথেরাপি
প্রশ্ন: আমার বয়স ৪০। কর্মজীবী। সারা দিন অফিসে বসে কাজ করা হয়। হাঁটুর নিচে পায়ের পেছনের অংশে ব্যথা হচ্ছে ইদানীং। ব্যথা এতটাই বেড়েছে যে পা টেনে টেনে হাঁটছি। গরম পানির সেঁক দিচ্ছি কিন্তু ব্যথা কমছে না। কোন ধরনের ব্যায়াম করতে পারি?
-মাসুদুর রহমান, ঢাকা
উত্তর: আপনার হাঁটুব্যথার স্থানে বরফ লাগান। দিনে দুই থেকে তিনবার বরফ দেবেন ব্যথার জায়গায়। যেখানে আপনার ব্যথা হচ্ছে সেখানে গরম সেঁক দেওয়া যাবে না।
আক্রান্ত স্থান ফোলা থাকলে কোনো ধরনের ম্যাসাজ করা যাবে না। পায়ের স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারেন। তবে ব্যথার তীব্রতা বেশি থাকলে ব্যায়ামও করা যাবে না। সে ক্ষেত্রে পায়ের বিশ্রাম প্রয়োজন। সপ্তাহখানেকের মধ্যে ব্যথা না কমলে ফিজিওথেরাপি কনসালট্যান্টের পরামর্শ নিতে হবে। তিনি যেভাবে বলবেন সেভাবে ব্যায়াম ও অন্যান্য চিকিৎসা চালাবেন।
-মাহমুদা আক্তার রোজী, ফিজিওথেরাপি কনসালট্যান্ট অ্যান্ড জেরোন্টলজিস্ট, এক্সট্রা মাইল এইজ কেয়ার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১১ আগস্ট ২০২৫ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
১১ আগস্ট ২০২৫বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১০ আগস্ট ২০২৫