ডা. নূরজাহান বেগম
পুরো দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর ভয়াবহতা। প্রতিবছরের মতো এবারও শিশুদের আক্রান্তের হার এবং জটিলতা বেশি। জিনগত পরিবর্তনের ফলে এডিস মশা এখন রাতেও কামড়ায় এবং ময়লা পানিতে বংশবিস্তার করছে। ঢাকায় ডেঙ্গু রোগীদের রক্তে ভাইরাসটির নতুন নতুন সেরোটাইপ শনাক্ত হচ্ছে। এবার সেরোটাইপ ১-এর আধিক্য বেশি।
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও পরীক্ষা
ডেঙ্গু রোগীরা পর্যায়ক্রমে তিনটি অবস্থার মধ্য দিয়ে যায়:
১. ফেব্রাইল ফেজ: প্রথম তিন থেকে চার দিন; তীব্র জ্বর এবং অন্যান্য উপসর্গ থাকে।
২. ক্রিটিক্যাল ফেজ বা এফেব্রাইল ফেজ: এর সময়কাল জ্বর ভালো হয়ে যাওয়ার পরের ৪৮ থেকে ৭২ ঘণ্টা। যেসব রোগী মারাত্মক ডেঙ্গুতে ভোগে, এ সময় তাদের রক্তচাপ কমে যাওয়া, ফুসফুস ও পেটে পানি জমা ইত্যাদির মতো উপসর্গ দেখা যায়। তখন হাসপাতালে ভর্তি জরুরি হয়ে পড়ে। কোনো কোনো রোগীর ক্ষেত্রে এই ক্রিটিক্যাল ফেজটি দীর্ঘায়িত হতে পারে।
৩. কনভালেসেন্ট ফেজ: এর সময়কাল দুই থেকে তিন দিন। এ সময় শিশু ধীরে ধীরে সুস্থ হতে থাকে, খাবারের রুচি ফেরত আসে। এ সময় আবারও র্যাশ দেখা দিতে পারে, শরীর চুলকাতে পারে এবং শিশু বেশ দুর্বল থাকতে পারে। অনেক সময় হার্টের গতি কমে যায়, অতিরিক্ত প্রস্রাব হয় এবং অতিরিক্ত ঘাম হতে থাকে।
ডেঙ্গু জ্বরে করণীয়
যেসব লক্ষণে শিশুকে হাসপাতালে নিতে হবে
লেখক: স্পেশালিস্ট, পেডিয়াট্রিক আইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা
পুরো দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর ভয়াবহতা। প্রতিবছরের মতো এবারও শিশুদের আক্রান্তের হার এবং জটিলতা বেশি। জিনগত পরিবর্তনের ফলে এডিস মশা এখন রাতেও কামড়ায় এবং ময়লা পানিতে বংশবিস্তার করছে। ঢাকায় ডেঙ্গু রোগীদের রক্তে ভাইরাসটির নতুন নতুন সেরোটাইপ শনাক্ত হচ্ছে। এবার সেরোটাইপ ১-এর আধিক্য বেশি।
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও পরীক্ষা
ডেঙ্গু রোগীরা পর্যায়ক্রমে তিনটি অবস্থার মধ্য দিয়ে যায়:
১. ফেব্রাইল ফেজ: প্রথম তিন থেকে চার দিন; তীব্র জ্বর এবং অন্যান্য উপসর্গ থাকে।
২. ক্রিটিক্যাল ফেজ বা এফেব্রাইল ফেজ: এর সময়কাল জ্বর ভালো হয়ে যাওয়ার পরের ৪৮ থেকে ৭২ ঘণ্টা। যেসব রোগী মারাত্মক ডেঙ্গুতে ভোগে, এ সময় তাদের রক্তচাপ কমে যাওয়া, ফুসফুস ও পেটে পানি জমা ইত্যাদির মতো উপসর্গ দেখা যায়। তখন হাসপাতালে ভর্তি জরুরি হয়ে পড়ে। কোনো কোনো রোগীর ক্ষেত্রে এই ক্রিটিক্যাল ফেজটি দীর্ঘায়িত হতে পারে।
৩. কনভালেসেন্ট ফেজ: এর সময়কাল দুই থেকে তিন দিন। এ সময় শিশু ধীরে ধীরে সুস্থ হতে থাকে, খাবারের রুচি ফেরত আসে। এ সময় আবারও র্যাশ দেখা দিতে পারে, শরীর চুলকাতে পারে এবং শিশু বেশ দুর্বল থাকতে পারে। অনেক সময় হার্টের গতি কমে যায়, অতিরিক্ত প্রস্রাব হয় এবং অতিরিক্ত ঘাম হতে থাকে।
ডেঙ্গু জ্বরে করণীয়
যেসব লক্ষণে শিশুকে হাসপাতালে নিতে হবে
লেখক: স্পেশালিস্ট, পেডিয়াট্রিক আইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১১ আগস্ট ২০২৫ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
১১ আগস্ট ২০২৫বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১০ আগস্ট ২০২৫