স্বাস্থ্য ডেস্ক
কালিজিরার অনেক নাম। যেমন কালো কেওড়া, রোমান করিয়েন্ডার বা রোমান ধনে, নিজেলা, ফিনেল ফ্লাওয়ার, হাব্বাটুসউডা, কালঞ্জি ইত্যাদি। তবে যে নামেই ডাকা হোক না কেন, এই কালো বীজের স্বাস্থ্য উপকারিতা অনেক।
বিভিন্ন রোগ নিরাময়ে কালিজিরা ও এর তেল বেশ উপকারী। এতে থাকা থাইমোকুইনন, নাইজেলেডিন ও আলফা-হেডেরিন নামের বায়ো-অ্যাকটিভ যৌগগুলো আমাদের সুস্থতায় ভূমিকা রাখে। এ ছাড়া কালিজিরায় রয়েছে ভিটামিন, প্রোটিন, আঁশ, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট। ঔষধি গুণসম্পন্ন কালিজিরার রয়েছে দারুণ সব উপকারিতা।
» কালিজিরায় থাকা উচ্চ অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান বিভিন্ন রোগ থেকে রক্ষা করে।
» এটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখে।
» নিয়মিত কালিজিরা খেলে লিভার ভালো থাকে।
» এটি রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে।
» কালিজিরায় থাকা ক্যালসিয়াম ও আয়রন হাড় শক্ত করতে এবং রক্তে হিমোগ্লোবিন ঠিক রাখতে সাহায্য করে।
» কালিজিরায় রয়েছে প্রদাহরোধী উপাদান। নাক বন্ধ হয়ে যাওয়ার অস্বস্তি দূর করতে পারে এটি। আবার কালিজিরার তেল ইনহেলেশন অ্যালার্জির ক্ষেত্রেও কাজে দেয়।
» এটি খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমাতে সাহায্য করে।
» ক্যানসারের ঝুঁকি কমায় কালিজিরা।
» এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
কালিজিরার অনেক নাম। যেমন কালো কেওড়া, রোমান করিয়েন্ডার বা রোমান ধনে, নিজেলা, ফিনেল ফ্লাওয়ার, হাব্বাটুসউডা, কালঞ্জি ইত্যাদি। তবে যে নামেই ডাকা হোক না কেন, এই কালো বীজের স্বাস্থ্য উপকারিতা অনেক।
বিভিন্ন রোগ নিরাময়ে কালিজিরা ও এর তেল বেশ উপকারী। এতে থাকা থাইমোকুইনন, নাইজেলেডিন ও আলফা-হেডেরিন নামের বায়ো-অ্যাকটিভ যৌগগুলো আমাদের সুস্থতায় ভূমিকা রাখে। এ ছাড়া কালিজিরায় রয়েছে ভিটামিন, প্রোটিন, আঁশ, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট। ঔষধি গুণসম্পন্ন কালিজিরার রয়েছে দারুণ সব উপকারিতা।
» কালিজিরায় থাকা উচ্চ অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান বিভিন্ন রোগ থেকে রক্ষা করে।
» এটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখে।
» নিয়মিত কালিজিরা খেলে লিভার ভালো থাকে।
» এটি রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে।
» কালিজিরায় থাকা ক্যালসিয়াম ও আয়রন হাড় শক্ত করতে এবং রক্তে হিমোগ্লোবিন ঠিক রাখতে সাহায্য করে।
» কালিজিরায় রয়েছে প্রদাহরোধী উপাদান। নাক বন্ধ হয়ে যাওয়ার অস্বস্তি দূর করতে পারে এটি। আবার কালিজিরার তেল ইনহেলেশন অ্যালার্জির ক্ষেত্রেও কাজে দেয়।
» এটি খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমাতে সাহায্য করে।
» ক্যানসারের ঝুঁকি কমায় কালিজিরা।
» এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
২১ দিন আগেবাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২২ দিন আগেঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
২৩ দিন আগেবিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
২৩ দিন আগে