অধ্যাপক শুভাগত চৌধুরী
ইতালিয়ান সোসাইটি অব ইন্টারনাল মেডিসিন কিছু স্বাস্থ্য পরামর্শ দিল আর তা এল এর সভাপতি জিওরগিও সাস্তির মাধ্যমে। আর এ সোসাইটি পৃথিবীর প্রাচীনতম মেডিকেল সোসাইটিও বটে।
পরামর্শ
১. টেবিলে থাকা খাবারের পরিমাণ নজরে আনুন। আমাদের ডায়েটিং করার দরকার নেই; কিন্তু দেখতে হবে আনুপাতিক খাবারের পরিমাণ যেন পরিমিত হয়।
যা-ই খান, পরিমিত খান।
২. নিজের দেহের ওজন পরখ করে দেখুন। সপ্তায় এক দিন দেহের ওজন মাপুন আর মেপে নিন কোমরের মাপ। পুরুষের কোমরের মাপ ৯৪ সেন্টিমিটার আর নারীদের যেন ৮০ সেন্টিমিটারের বেশি না হয়। তলপেটে মেদ আর অতিভার দেহ এবং স্থূলতা হলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, হৃদ্রোগ আর ক্যানসারের বড় ঝুঁকি।
৩. সুস্বাস্থ্য নির্মাণে এক্সট্রা ভার্জিন স্যাচুরেটেড চর্বি খাওয়া কমান। যেমন লাল মাংস, পনির ইত্যাদি। বাড়ান ফল, সবজি, হোল গ্রেইন, ডাল ইত্যাদি খাওয়ার অভ্যাস। বাড়ান অল্প পরিমাণ দামি খাবার বাদাম, বীজ, অলিভ তেল।
বীজে আছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড আর অ্যান্টি-অক্সিডেন্ট। লবন আর নোনা খাবার খাওয়া কমান। চিনি বা মিষ্টি, কোমল পানীয় গ্রহণ কমান। প্রচুর পানি পান করুন।
৫. এক্সট্রা ভার্জিন অলিভ তেল গ্রহণ উপকারী, যদিও আমাদের দেশে সাধারণের মধ্যে এর তেমন প্রচলন নেই। এই তেল ব্যয়বহুল, তবে এর আছে হিতকরী গুণ। এটি বাড়ায় ভালো কোলেস্টেরল এইচডিএল আর কমায় মন্দ কোলেস্টেরল এলডিএল। বার্ধক্যের ওপর আছে ইতিবাচক প্রভাব। আর এতে প্রভাব পড়ে আলঝেইমার রোগ, বৌদ্ধিক অধোগতির ওপর।
৬. শরীর চলমান হবে ব্যায়ামে। সপ্তায় অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা, দৌড়ানো, সাঁতার কাটা, সাইকেল চালানোর মতো ব্যায়াম করুন। দড়ি লাফ বাড়তি ক্যালরি ঝরায় আর হৃদ্যন্ত্র ও ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায়, পেশির শক্তি বাড়ায়, রক্তচাপ ও রক্তের সুগার কমায় আর বাড়ায় ভালো কোলেস্টেরল বা এইচডিএল।
৭. রক্তের সুগার মেপে ডায়াবেটিসের মাত্রা জেনে নিন।
৮. রক্তচাপ নিয়মিত মাপতে হবে। রক্তচাপ ১৪০/৯০ হলে পরামর্শ করুন চিকিৎসকের সঙ্গে।
৯. ধূমপানের অভ্যাস থাকলে ছাড়ুন। আর অবশ্যই সব ধরনের তামাকজাত পণ্য ব্যবহার ছাড়ুন।
১০. ওষুধ দেওয়া হলে খাবেন নিয়মিত, চিকিৎসকের পরামর্শমতো। অ্যান্টিবায়োটিক আর পেইনকিলার খাবেন না নিজে নিজে।
লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ
ইতালিয়ান সোসাইটি অব ইন্টারনাল মেডিসিন কিছু স্বাস্থ্য পরামর্শ দিল আর তা এল এর সভাপতি জিওরগিও সাস্তির মাধ্যমে। আর এ সোসাইটি পৃথিবীর প্রাচীনতম মেডিকেল সোসাইটিও বটে।
পরামর্শ
১. টেবিলে থাকা খাবারের পরিমাণ নজরে আনুন। আমাদের ডায়েটিং করার দরকার নেই; কিন্তু দেখতে হবে আনুপাতিক খাবারের পরিমাণ যেন পরিমিত হয়।
যা-ই খান, পরিমিত খান।
২. নিজের দেহের ওজন পরখ করে দেখুন। সপ্তায় এক দিন দেহের ওজন মাপুন আর মেপে নিন কোমরের মাপ। পুরুষের কোমরের মাপ ৯৪ সেন্টিমিটার আর নারীদের যেন ৮০ সেন্টিমিটারের বেশি না হয়। তলপেটে মেদ আর অতিভার দেহ এবং স্থূলতা হলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, হৃদ্রোগ আর ক্যানসারের বড় ঝুঁকি।
৩. সুস্বাস্থ্য নির্মাণে এক্সট্রা ভার্জিন স্যাচুরেটেড চর্বি খাওয়া কমান। যেমন লাল মাংস, পনির ইত্যাদি। বাড়ান ফল, সবজি, হোল গ্রেইন, ডাল ইত্যাদি খাওয়ার অভ্যাস। বাড়ান অল্প পরিমাণ দামি খাবার বাদাম, বীজ, অলিভ তেল।
বীজে আছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড আর অ্যান্টি-অক্সিডেন্ট। লবন আর নোনা খাবার খাওয়া কমান। চিনি বা মিষ্টি, কোমল পানীয় গ্রহণ কমান। প্রচুর পানি পান করুন।
৫. এক্সট্রা ভার্জিন অলিভ তেল গ্রহণ উপকারী, যদিও আমাদের দেশে সাধারণের মধ্যে এর তেমন প্রচলন নেই। এই তেল ব্যয়বহুল, তবে এর আছে হিতকরী গুণ। এটি বাড়ায় ভালো কোলেস্টেরল এইচডিএল আর কমায় মন্দ কোলেস্টেরল এলডিএল। বার্ধক্যের ওপর আছে ইতিবাচক প্রভাব। আর এতে প্রভাব পড়ে আলঝেইমার রোগ, বৌদ্ধিক অধোগতির ওপর।
৬. শরীর চলমান হবে ব্যায়ামে। সপ্তায় অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা, দৌড়ানো, সাঁতার কাটা, সাইকেল চালানোর মতো ব্যায়াম করুন। দড়ি লাফ বাড়তি ক্যালরি ঝরায় আর হৃদ্যন্ত্র ও ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায়, পেশির শক্তি বাড়ায়, রক্তচাপ ও রক্তের সুগার কমায় আর বাড়ায় ভালো কোলেস্টেরল বা এইচডিএল।
৭. রক্তের সুগার মেপে ডায়াবেটিসের মাত্রা জেনে নিন।
৮. রক্তচাপ নিয়মিত মাপতে হবে। রক্তচাপ ১৪০/৯০ হলে পরামর্শ করুন চিকিৎসকের সঙ্গে।
৯. ধূমপানের অভ্যাস থাকলে ছাড়ুন। আর অবশ্যই সব ধরনের তামাকজাত পণ্য ব্যবহার ছাড়ুন।
১০. ওষুধ দেওয়া হলে খাবেন নিয়মিত, চিকিৎসকের পরামর্শমতো। অ্যান্টিবায়োটিক আর পেইনকিলার খাবেন না নিজে নিজে।
লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১১ আগস্ট ২০২৫ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
১১ আগস্ট ২০২৫বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১০ আগস্ট ২০২৫