ডা. অধ্যাপক শুভাগত চৌধুরী
জানেন কি, আপনার ফুসফুস দিনে ১৭ হাজার থেকে ৩০ হাজার বার শ্বাসক্রিয়া করে? এবার নিন একটি গভীর শ্বাস আর জেনে নিন শ্বসনতন্ত্রের কাজকর্ম।
মায়ের গর্ভ থেকে বেরিয়ে শ্বাস নিয়ে শুরু হয় জীবন। শ্বাসক্রিয়া আমাদের স্বাভাবিক ক্রিয়া। ফুসফুস বাতাস থেকে নেয় অক্সিজেন আর ছেড়ে দেয় কার্বন ডাই-অক্সাইড। এভাবে আমরা বাঁচি।
শ্বাস নিলাম
প্রথম পর্যায় হলো শ্বাস গ্রহণ বা প্রশ্বাস। নাক আর মুখ দিয়ে বাতাস ঢুকে গলার পেছন দিয়ে শ্বাসনালি হয়ে চলে যায় ফুসফুসে। সেখান থেকে অক্সিজেন যায় রক্তস্রোতে। কী করে ফুসফুস থেকে অক্সিজেন যায় রক্তে?
ফুসফুস চমৎকার এক দেহযন্ত্র। অণুবীক্ষণ যন্ত্রের নিচে একে দেখা যায় এক বিশাল স্পঞ্জের মতো। ক্লোম নালি (ব্রঙ্কাই) শাখায়িত হয় ক্লোম নালিকায় (ব্রঙ্কিওল)। এই নালিকার শেষে আছে বায়ুকোষ বা এলভিওলাই। মানুষের শরীরে থাকে ৬০০ মিলিয়ন এলভিওলাই। এর শরীর ঘিরে আছে খুব ক্ষুদ্র কৌশিকা বা কেপিলারি।
অক্সিজেন এই এলভিওলাই থেকে চলে আসে কৌশিকায়। এরপর রক্তস্রোতে মেশে। তারপর রক্তের অক্সিজেন আর অন্যান্য উপকরণ যায় দেহের প্রতিটি কোষে।
শ্বাস ছেড়ে দিই
ফুসফুসের স্বাস্থ্য
ফুসফুস মুখোমুখি হয় বায়ুদূষণের। বায়ুদূষণ হয় সিগারেটের ধোঁয়া, মল, লোম, ভাইরাস, জীবাণু ইত্যাদির মাধ্যমে।
সুরক্ষার জন্য ফুসফুসের আছে নিজের সুরক্ষাব্যবস্থা। এর দেয়ালে আছে সূক্ষ্ম রোম (সিলিয়া)। এগুলো নাক দিয়ে যে দূষিত বস্তু ঢোকে, তাদের ফিল্টার করে। শ্লেষ্মাও আটকে দেয় অনেক
দূষিত পদার্থ।
ফুসফুস সুস্থ রাখার ৮টি উপায়
লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ
জানেন কি, আপনার ফুসফুস দিনে ১৭ হাজার থেকে ৩০ হাজার বার শ্বাসক্রিয়া করে? এবার নিন একটি গভীর শ্বাস আর জেনে নিন শ্বসনতন্ত্রের কাজকর্ম।
মায়ের গর্ভ থেকে বেরিয়ে শ্বাস নিয়ে শুরু হয় জীবন। শ্বাসক্রিয়া আমাদের স্বাভাবিক ক্রিয়া। ফুসফুস বাতাস থেকে নেয় অক্সিজেন আর ছেড়ে দেয় কার্বন ডাই-অক্সাইড। এভাবে আমরা বাঁচি।
শ্বাস নিলাম
প্রথম পর্যায় হলো শ্বাস গ্রহণ বা প্রশ্বাস। নাক আর মুখ দিয়ে বাতাস ঢুকে গলার পেছন দিয়ে শ্বাসনালি হয়ে চলে যায় ফুসফুসে। সেখান থেকে অক্সিজেন যায় রক্তস্রোতে। কী করে ফুসফুস থেকে অক্সিজেন যায় রক্তে?
ফুসফুস চমৎকার এক দেহযন্ত্র। অণুবীক্ষণ যন্ত্রের নিচে একে দেখা যায় এক বিশাল স্পঞ্জের মতো। ক্লোম নালি (ব্রঙ্কাই) শাখায়িত হয় ক্লোম নালিকায় (ব্রঙ্কিওল)। এই নালিকার শেষে আছে বায়ুকোষ বা এলভিওলাই। মানুষের শরীরে থাকে ৬০০ মিলিয়ন এলভিওলাই। এর শরীর ঘিরে আছে খুব ক্ষুদ্র কৌশিকা বা কেপিলারি।
অক্সিজেন এই এলভিওলাই থেকে চলে আসে কৌশিকায়। এরপর রক্তস্রোতে মেশে। তারপর রক্তের অক্সিজেন আর অন্যান্য উপকরণ যায় দেহের প্রতিটি কোষে।
শ্বাস ছেড়ে দিই
ফুসফুসের স্বাস্থ্য
ফুসফুস মুখোমুখি হয় বায়ুদূষণের। বায়ুদূষণ হয় সিগারেটের ধোঁয়া, মল, লোম, ভাইরাস, জীবাণু ইত্যাদির মাধ্যমে।
সুরক্ষার জন্য ফুসফুসের আছে নিজের সুরক্ষাব্যবস্থা। এর দেয়ালে আছে সূক্ষ্ম রোম (সিলিয়া)। এগুলো নাক দিয়ে যে দূষিত বস্তু ঢোকে, তাদের ফিল্টার করে। শ্লেষ্মাও আটকে দেয় অনেক
দূষিত পদার্থ।
ফুসফুস সুস্থ রাখার ৮টি উপায়
লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১১ আগস্ট ২০২৫ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
১১ আগস্ট ২০২৫বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১০ আগস্ট ২০২৫