ফিচার ডেস্ক
এখন পর্যন্ত হওয়া প্রধান প্রধান গবেষণা এবং পর্যালোচনাগুলোতে মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে মস্তিষ্কের ক্যানসার বা অন্যান্য মাথা ও গলার ক্যানসারের কোনো সুস্পষ্ট সম্পর্ক পাওয়া যায়নি। সম্প্রতি ‘এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল’ জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণায় তেমন তথ্যই জানিয়েছেন বিজ্ঞানীরা।
মোবাইল ফোন থেকে রেডিও তরঙ্গের মাধ্যমে বিকিরণ নির্গত হয়। তবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এর নিরাপত্তার সীমা নির্ধারণ করা আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন বা এফসিসির মতো আরও অনেক সংস্থা মোবাইল ফোন এবং অন্যান্য ওয়্যারলেস ডিভাইস থেকে নিঃসৃত বিকিরণ মানবদেহের জন্য নির্ধারিত সীমার মধ্যে আছে কি না, তা পরখ করে।
মোবাইল ফোন থেকে নির্গত রেডিও ফ্রিকোয়েন্সি বা আরএফ বিকিরণ নন-আয়নাইজিং। অর্থাৎ এতে পর্যাপ্ত শক্তি নেই, যা ইলেকট্রনকে বের করে আনতে বা সরাসরি ডিএনএর ক্ষতি করতে পারে। অন্যদিকে আয়নাইজিং বিকিরণ (যেমন এক্স-রে, গামা রশ্মি) ডিএনএর ক্ষতির মাধ্যমে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।
তবে মোবাইল ফোন ব্যবহারের দীর্ঘমেয়াদি প্রভাব কেমন হতে পারে, সেগুলো এখনো গবেষণার অধীনে আছে। বর্তমান প্রমাণ অনুযায়ী সাধারণ মোবাইল ফোন ব্যবহার ক্যানসারের ঝুঁকির ক্ষেত্রে নিরাপদ বলেই ধরে নেওয়া হয়।
সূত্র: ওয়েব এমডি ডটকম
এখন পর্যন্ত হওয়া প্রধান প্রধান গবেষণা এবং পর্যালোচনাগুলোতে মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে মস্তিষ্কের ক্যানসার বা অন্যান্য মাথা ও গলার ক্যানসারের কোনো সুস্পষ্ট সম্পর্ক পাওয়া যায়নি। সম্প্রতি ‘এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল’ জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণায় তেমন তথ্যই জানিয়েছেন বিজ্ঞানীরা।
মোবাইল ফোন থেকে রেডিও তরঙ্গের মাধ্যমে বিকিরণ নির্গত হয়। তবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এর নিরাপত্তার সীমা নির্ধারণ করা আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন বা এফসিসির মতো আরও অনেক সংস্থা মোবাইল ফোন এবং অন্যান্য ওয়্যারলেস ডিভাইস থেকে নিঃসৃত বিকিরণ মানবদেহের জন্য নির্ধারিত সীমার মধ্যে আছে কি না, তা পরখ করে।
মোবাইল ফোন থেকে নির্গত রেডিও ফ্রিকোয়েন্সি বা আরএফ বিকিরণ নন-আয়নাইজিং। অর্থাৎ এতে পর্যাপ্ত শক্তি নেই, যা ইলেকট্রনকে বের করে আনতে বা সরাসরি ডিএনএর ক্ষতি করতে পারে। অন্যদিকে আয়নাইজিং বিকিরণ (যেমন এক্স-রে, গামা রশ্মি) ডিএনএর ক্ষতির মাধ্যমে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।
তবে মোবাইল ফোন ব্যবহারের দীর্ঘমেয়াদি প্রভাব কেমন হতে পারে, সেগুলো এখনো গবেষণার অধীনে আছে। বর্তমান প্রমাণ অনুযায়ী সাধারণ মোবাইল ফোন ব্যবহার ক্যানসারের ঝুঁকির ক্ষেত্রে নিরাপদ বলেই ধরে নেওয়া হয়।
সূত্র: ওয়েব এমডি ডটকম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
২১ দিন আগেবাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২১ দিন আগেঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
২২ দিন আগেবিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
২৩ দিন আগে