নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মশাবাহিত এ রোগে চলতি বছরে এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হল। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ডেঙ্গু বিষয়ক হালনাগাদ রিপোর্টে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারের তথ্য বলছে, সর্বশেষ মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং অন্যজন চট্টগ্রাম বিভাগীয় এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতালে মোট ৩৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৯৩১ জন।
নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১০১ জন বরিশাল বিভাগের। এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৭৬ জন, ঢাকা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে পাঁচ জন, চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, খুলনা বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২৭ জন এবং সিলেট বিভাগে এক জন রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৮৬ জন রোগী। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৩৬১ জন এবং দেশের অন্যান্য অঞ্চলে ৯২৫ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত মাসে। ওই মাসে ১৯ জন চিকিৎসাধীর রোগীর মৃত্যু হয়। আর জুলাইয়ের দশ দিনে মারা গেছেন ১২ জন ডেঙ্গু রোগী। জুলাইয়ের ১০ দিনে ৩ হাজার ৬৩৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন ও জুন মাসে ৫ হাজার ৯৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন এ মে মাসে তিন জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল সর্বোচ্চ। ওই বছর হাসপাতালে ভর্তি হয় ৩ লাখ ২১ হাজারের বেশি রোগী। মারা যায় ১ হাজার ৭০৫ জন। গত বছর ১ লাখ ১ হাজার ২১৪ জন রোগীর বিপরীতে মারা গেছেন ৫৭৫ জন।
বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মশাবাহিত এ রোগে চলতি বছরে এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হল। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ডেঙ্গু বিষয়ক হালনাগাদ রিপোর্টে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারের তথ্য বলছে, সর্বশেষ মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং অন্যজন চট্টগ্রাম বিভাগীয় এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতালে মোট ৩৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৯৩১ জন।
নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১০১ জন বরিশাল বিভাগের। এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৭৬ জন, ঢাকা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে পাঁচ জন, চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, খুলনা বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২৭ জন এবং সিলেট বিভাগে এক জন রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৮৬ জন রোগী। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৩৬১ জন এবং দেশের অন্যান্য অঞ্চলে ৯২৫ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত মাসে। ওই মাসে ১৯ জন চিকিৎসাধীর রোগীর মৃত্যু হয়। আর জুলাইয়ের দশ দিনে মারা গেছেন ১২ জন ডেঙ্গু রোগী। জুলাইয়ের ১০ দিনে ৩ হাজার ৬৩৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন ও জুন মাসে ৫ হাজার ৯৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন এ মে মাসে তিন জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল সর্বোচ্চ। ওই বছর হাসপাতালে ভর্তি হয় ৩ লাখ ২১ হাজারের বেশি রোগী। মারা যায় ১ হাজার ৭০৫ জন। গত বছর ১ লাখ ১ হাজার ২১৪ জন রোগীর বিপরীতে মারা গেছেন ৫৭৫ জন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
১৭ দিন আগেবাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১৮ দিন আগেঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
১৮ দিন আগেবিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১৯ দিন আগে