ফিচার ডেস্ক
চিনি খাওয়া কমানো কিংবা সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া শরীরের জন্য উপকারী। তবে চিনি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার জানা উচিত, এটি শরীর ও মনের ওপর কেমন প্রভাব ফেলতে পারে।
মনের পরিবর্তন
চিনি খাওয়া বন্ধ করলে শরীরে ডোপামিন ও সেরোটোনিন হরমোনের মাত্রা কমে যেতে পারে। এতে হঠাৎ বিরক্তি বা হতাশা চলে আসতে পারে। এ দুই হরমোনের মাত্রা ঠিক রাখতে পারে নিয়মিত শরীরচর্চা ও ধ্যান। এ ছাড়া নিয়মিত বাদাম, বীজজাতীয় খাবার, ডিম ও দুগ্ধজাত খাবার খেলে সেরোটোনিন ও ডোপামিনের মাত্রা বাড়বে।
ঘুমের সমস্যা
চিনি ছাড়লে শরীরের কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রায় প্রভাব পড়ে। ফলে ঘুমের সমস্যা হতে পারে। তাই ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ফোন, টিভি ইত্যাদির স্ক্রিন এড়িয়ে চলা উচিত।
হজমের সমস্যা
চিনি ছাড়ার ফলে হজমে সাময়িক সমস্যা হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এটি মূলত অন্ত্রে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে ভালো ব্যাকটেরিয়ায় রূপান্তরের সময় ঘটে। তাই নিয়মিত দই বা ফারমেন্টেড খাবার খাওয়া জরুরি।
ক্লান্তি বা অবসাদ
হঠাৎ চিনি ছেড়ে দিলে আপনি শক্তির ঘাটতি অনুভব করতে পারেন। কারণ, চিনি তাৎক্ষণিক শরীরে শক্তি জোগায়। তাই প্রোটিন, ভালো চর্বি ও আঁশযুক্ত সুষম খাবার খেতে হবে।
ওজনের পরিবর্তন
অতিরিক্ত চিনি খাওয়া ওজন বৃদ্ধির অন্যতম কারণ। তাই চিনি ছাড়ার পর ওজন কমে যেতে পারে।
সূত্র: হেলথশট
চিনি খাওয়া কমানো কিংবা সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া শরীরের জন্য উপকারী। তবে চিনি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার জানা উচিত, এটি শরীর ও মনের ওপর কেমন প্রভাব ফেলতে পারে।
মনের পরিবর্তন
চিনি খাওয়া বন্ধ করলে শরীরে ডোপামিন ও সেরোটোনিন হরমোনের মাত্রা কমে যেতে পারে। এতে হঠাৎ বিরক্তি বা হতাশা চলে আসতে পারে। এ দুই হরমোনের মাত্রা ঠিক রাখতে পারে নিয়মিত শরীরচর্চা ও ধ্যান। এ ছাড়া নিয়মিত বাদাম, বীজজাতীয় খাবার, ডিম ও দুগ্ধজাত খাবার খেলে সেরোটোনিন ও ডোপামিনের মাত্রা বাড়বে।
ঘুমের সমস্যা
চিনি ছাড়লে শরীরের কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রায় প্রভাব পড়ে। ফলে ঘুমের সমস্যা হতে পারে। তাই ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ফোন, টিভি ইত্যাদির স্ক্রিন এড়িয়ে চলা উচিত।
হজমের সমস্যা
চিনি ছাড়ার ফলে হজমে সাময়িক সমস্যা হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এটি মূলত অন্ত্রে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে ভালো ব্যাকটেরিয়ায় রূপান্তরের সময় ঘটে। তাই নিয়মিত দই বা ফারমেন্টেড খাবার খাওয়া জরুরি।
ক্লান্তি বা অবসাদ
হঠাৎ চিনি ছেড়ে দিলে আপনি শক্তির ঘাটতি অনুভব করতে পারেন। কারণ, চিনি তাৎক্ষণিক শরীরে শক্তি জোগায়। তাই প্রোটিন, ভালো চর্বি ও আঁশযুক্ত সুষম খাবার খেতে হবে।
ওজনের পরিবর্তন
অতিরিক্ত চিনি খাওয়া ওজন বৃদ্ধির অন্যতম কারণ। তাই চিনি ছাড়ার পর ওজন কমে যেতে পারে।
সূত্র: হেলথশট
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
১৭ দিন আগেবাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১৮ দিন আগেঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
১৯ দিন আগেবিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১৯ দিন আগে