অধ্যাপক শুভাগত চৌধুরী
বিশ্বজুড়ে ১৭ মে পালিত হয় বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এবারের প্রতিপাদ্য, নিখুঁতভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘদিন বাঁচুন; বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে রক্তচাপ নিয়ন্ত্রণের বিষয়ে সচেতনতার অভাব দেখে এই প্রতিপাদ্য সাজানো হয়েছে। ইন্টারন্যাশনাল সোসাইটি অব হাইপারটেনশন বৈশ্বিকভাবে উচ্চ রক্তচাপ এবং এ থেকে উদ্ভূত জটিলতা নির্মূল করার অভিযানে নেমেছে। এ জন্য প্রতিষ্ঠানটি ৮টি নীতিও প্রণয়ন করেছে।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ৮ নীতি
আরও কিছু কথা
উচ্চ রক্তচাপ একটি জটিল রোগ। এর বিভিন্ন কারণ আছে। শরীরচর্চার অভাব, বেশি লবণ দিয়ে খাবার রান্না ও পাতে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস; আচার, শুঁটকি, ফাস্ট ফুড এবং নোনতা খাবার খাওয়া, প্রক্রিয়াজাত ও চর্বিবহুল ফাস্ট ফুড খাওয়া, মদ্যপান এবং তামাক সেবনের কারণে উচ্চ রক্তচাপ হতে পারে। আশঙ্কার বিষয় হলো, উচ্চ রক্তচাপ বাড়ছে এশিয়া ও আফ্রিকা মহাদেশে। এর যথাযথ চিকিৎসা করালে হার্ট অ্যাটাক আর স্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব। কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণের ব্যাপারে সমস্যা হলো রোগীর কমপ্লায়েন্স বা মাত্রা অনুযায়ী ওষুধ সেবনের বিধি না মানা। আশ্চর্যের ব্যাপার হলো, খুব কার্যকর আর সাশ্রয়ী চিকিৎসা থাকলেও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে লক্ষ্য়মাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে না।
প্রতিবছর এই দিবস প্রতিপালিত হয়, যাতে রক্তচাপের বিষয়ে সচেতনতা বাড়ে। সে জন্যই রক্তচাপ শনাক্ত করা, প্রতিরোধ আর নিয়ন্ত্রণের ব্যাপারে জোরদার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। উচ্চ রক্তচাপ পৃথিবীর ১০০ কোটি মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। বিশ্বের প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ৩০ শতাংশ এর শিকার। উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের প্রাথমিক কারণ হলেও এর কারণে হতে পারে ক্রনিক কিডনি রোগ, হার্ট ফেইলিউর ও ডিমেনশিয়া।
অধ্যাপক শুভাগত চৌধুরী, সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
বিশ্বজুড়ে ১৭ মে পালিত হয় বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এবারের প্রতিপাদ্য, নিখুঁতভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘদিন বাঁচুন; বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে রক্তচাপ নিয়ন্ত্রণের বিষয়ে সচেতনতার অভাব দেখে এই প্রতিপাদ্য সাজানো হয়েছে। ইন্টারন্যাশনাল সোসাইটি অব হাইপারটেনশন বৈশ্বিকভাবে উচ্চ রক্তচাপ এবং এ থেকে উদ্ভূত জটিলতা নির্মূল করার অভিযানে নেমেছে। এ জন্য প্রতিষ্ঠানটি ৮টি নীতিও প্রণয়ন করেছে।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ৮ নীতি
আরও কিছু কথা
উচ্চ রক্তচাপ একটি জটিল রোগ। এর বিভিন্ন কারণ আছে। শরীরচর্চার অভাব, বেশি লবণ দিয়ে খাবার রান্না ও পাতে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস; আচার, শুঁটকি, ফাস্ট ফুড এবং নোনতা খাবার খাওয়া, প্রক্রিয়াজাত ও চর্বিবহুল ফাস্ট ফুড খাওয়া, মদ্যপান এবং তামাক সেবনের কারণে উচ্চ রক্তচাপ হতে পারে। আশঙ্কার বিষয় হলো, উচ্চ রক্তচাপ বাড়ছে এশিয়া ও আফ্রিকা মহাদেশে। এর যথাযথ চিকিৎসা করালে হার্ট অ্যাটাক আর স্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব। কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণের ব্যাপারে সমস্যা হলো রোগীর কমপ্লায়েন্স বা মাত্রা অনুযায়ী ওষুধ সেবনের বিধি না মানা। আশ্চর্যের ব্যাপার হলো, খুব কার্যকর আর সাশ্রয়ী চিকিৎসা থাকলেও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে লক্ষ্য়মাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে না।
প্রতিবছর এই দিবস প্রতিপালিত হয়, যাতে রক্তচাপের বিষয়ে সচেতনতা বাড়ে। সে জন্যই রক্তচাপ শনাক্ত করা, প্রতিরোধ আর নিয়ন্ত্রণের ব্যাপারে জোরদার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। উচ্চ রক্তচাপ পৃথিবীর ১০০ কোটি মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। বিশ্বের প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ৩০ শতাংশ এর শিকার। উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের প্রাথমিক কারণ হলেও এর কারণে হতে পারে ক্রনিক কিডনি রোগ, হার্ট ফেইলিউর ও ডিমেনশিয়া।
অধ্যাপক শুভাগত চৌধুরী, সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
১৮ দিন আগেবাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১৮ দিন আগেঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
১৯ দিন আগেবিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১৯ দিন আগে