উম্মে শায়লা রুমকি
টানা ১০ বছর ধরে মাসুদ একটা মোবাইল ফোন কোম্পানিতে ভালো পদেই কাজ করেন। বোঝাই যাচ্ছে কম্পিউটারের সূক্ষ্ম কাজগুলো খুব সতর্কতার সঙ্গে করতে হয়। বেশির ভাগ সময় কাজের চাপে ভুলেই যান যে তাঁর ঘাড়ে একধরনের চাপা ব্যথা কাজ করে, যার জন্য চিকিৎসক দেখানো দরকার।
একটু হাত দিয়ে মালিশ করে বা খুব বেশি ব্যথা হলে পেইন কিলার খেয়ে নেন। এভাবেই কখনো ব্যথা কম, কখনো বেশি নিয়ে কম্পিউটারের কাজ করে চলছেন মাসুদ।
আমরা অনেকেই দীর্ঘ সময় অফিসে টেবিল-চেয়ারে বসে কাজ করি। মাথা নিচের দিকে দিয়ে বই পড়ি, লিখি বা কম্পিউটারে কাজ করি। যার ফলে ঘাড়ের মাংসপেশিতে চাপ পড়ে মাসল স্পাজম হয়।
দীর্ঘদিনের অভ্যাসের কারণে ঘাড়ের মেরুদণ্ডের ভার্টিব্রা কাছাকাছি চলে আসে। যার ফলে দুটি ভার্টিব্রার মাঝে থাকা জেলির মতো নরম অংশ চাপের কারণে বের হয়ে নার্ভকে চাপ দেয়। এ কারণে ব্যথা বাহু থেকে হাতের আঙুল পর্যন্ত ছড়িয়ে যায়। এ রকম অবস্থায় ফিজিওথেরাপি কার্যকর ভূমিকা পালন করে।
যা করতে হবে
একটি চেয়ারে বসুন, আপনার সামনে থাকা কোনো দেয়ালে চোখ রাখুন। খেয়াল রাখুন, ব্যায়াম করার সময় যেন ঘাড়ে কোনো মুভমেন্ট বা
নড়চড় না হয়।
এবার আপনার ডান হাতের তালু কপালে রাখুন। কপাল দিয়ে হাতে চাপ দিন। কিন্তু চেষ্টা করুন হাত না সরাতে। চাপ দিয়ে দশ সেকেন্ড ধরে রাখুন। এভাবে মাথার পেছনে, দুই পাশ ও থুতনির নিচে হাত রেখে একইভাবে ব্যায়াম করুন। প্রতিটি ব্যায়াম দশবার করে করুন।
মেনে চলতে হবে
লেখক: ফিজিওথেরাপি কনসালট্যান্ট, ফিজিক্যাল থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার
টানা ১০ বছর ধরে মাসুদ একটা মোবাইল ফোন কোম্পানিতে ভালো পদেই কাজ করেন। বোঝাই যাচ্ছে কম্পিউটারের সূক্ষ্ম কাজগুলো খুব সতর্কতার সঙ্গে করতে হয়। বেশির ভাগ সময় কাজের চাপে ভুলেই যান যে তাঁর ঘাড়ে একধরনের চাপা ব্যথা কাজ করে, যার জন্য চিকিৎসক দেখানো দরকার।
একটু হাত দিয়ে মালিশ করে বা খুব বেশি ব্যথা হলে পেইন কিলার খেয়ে নেন। এভাবেই কখনো ব্যথা কম, কখনো বেশি নিয়ে কম্পিউটারের কাজ করে চলছেন মাসুদ।
আমরা অনেকেই দীর্ঘ সময় অফিসে টেবিল-চেয়ারে বসে কাজ করি। মাথা নিচের দিকে দিয়ে বই পড়ি, লিখি বা কম্পিউটারে কাজ করি। যার ফলে ঘাড়ের মাংসপেশিতে চাপ পড়ে মাসল স্পাজম হয়।
দীর্ঘদিনের অভ্যাসের কারণে ঘাড়ের মেরুদণ্ডের ভার্টিব্রা কাছাকাছি চলে আসে। যার ফলে দুটি ভার্টিব্রার মাঝে থাকা জেলির মতো নরম অংশ চাপের কারণে বের হয়ে নার্ভকে চাপ দেয়। এ কারণে ব্যথা বাহু থেকে হাতের আঙুল পর্যন্ত ছড়িয়ে যায়। এ রকম অবস্থায় ফিজিওথেরাপি কার্যকর ভূমিকা পালন করে।
যা করতে হবে
একটি চেয়ারে বসুন, আপনার সামনে থাকা কোনো দেয়ালে চোখ রাখুন। খেয়াল রাখুন, ব্যায়াম করার সময় যেন ঘাড়ে কোনো মুভমেন্ট বা
নড়চড় না হয়।
এবার আপনার ডান হাতের তালু কপালে রাখুন। কপাল দিয়ে হাতে চাপ দিন। কিন্তু চেষ্টা করুন হাত না সরাতে। চাপ দিয়ে দশ সেকেন্ড ধরে রাখুন। এভাবে মাথার পেছনে, দুই পাশ ও থুতনির নিচে হাত রেখে একইভাবে ব্যায়াম করুন। প্রতিটি ব্যায়াম দশবার করে করুন।
মেনে চলতে হবে
লেখক: ফিজিওথেরাপি কনসালট্যান্ট, ফিজিক্যাল থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১১ আগস্ট ২০২৫ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
১১ আগস্ট ২০২৫বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১০ আগস্ট ২০২৫