হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি’র টিকা জরায়ুমুখ ক্যানসার (সার্ভিক্যাল ক্যানসার) প্রায় ৯০ শতাংশ কমায় বলে এক গবেষণায় উঠে এসেছে। যুক্তরাজ্যের ক্যানসার গবেষণা এবং সচেতনতা বিষয়ক দাতব্য প্রতিষ্ঠান ক্যানসার রিসার্চ ইউকে'র করা গবেষণাটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী ল্যানসেটে প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ক্যানসার রিসার্চ ইউকে বলছে, এই গবেষণার ফল ‘ঐতিহাসিক’। এই টিকা জীবন বাঁচাচ্ছে। প্রায় সব ধরনের জরায়ুমুখ ক্যানসার বিভিন্ন ধরনের ভাইরাস থেকে হয়ে থাকে। আশা করা যাচ্ছে, টিকার মাধ্যমে রোগ প্রায় নির্মূল করা সম্ভব।
গবেষণায় দেখা গেছে, যাদের টিকা দেওয়া হয়েছিল, তাদের জরায়ুর টিস্যুর পরীক্ষার প্রয়োজন অনেক কম হতো। যুক্তরাজ্যের ১১ থেকে ১৩ বছর বয়সী মেয়ে শিশুদের এইচপিভি টিকা দেওয়া হয়েছিল। বিভিন্ন অঞ্চলে বসবাসের ওপর ভিত্তি করে টিকা দেওয়া হয়। যুক্তরাজ্যে ছেলে শিশুদেরও এই ভ্যাকসিন দেওয়া হয়।
গবেষণায় দেখা যায়, টিকা প্রয়োগের ফলে প্রাক-ক্যানসারের বৃদ্ধি এবং জরায়ুমুখ ক্যানসার প্রায় ৮৭ শতাংশ কমে যায়। কিং কলেজ লন্ডনের গবেষক অধ্যাপক পিটার সাসিয়েনি বলেছেন, ‘টিকার প্রভাব বিশাল।’
এইচপিভি প্রোগ্রামে অংশ নেওয়াদের মধ্যে প্রায় সাড়ে ৪০০ ক্যানসার এবং ১৭ হাজার ২০০ প্রাক-ক্যানসার প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতি বছর তিন লাখের বেশি নারী মারা যায়। বেশির ভাগ মৃত্যুই হয় নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোতে। আশা করা যাচ্ছে, ওই দেশগুলোতে টিকার বড় একটি প্রভাব পড়বে। জরায়ুমুখ ক্যানসার নির্মূল করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিকল্পনার অংশ হিসেবে ১০০ টিরও বেশি দেশ ভ্যাকসিন ব্যবহার শুরু করেছে।
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি’র টিকা জরায়ুমুখ ক্যানসার (সার্ভিক্যাল ক্যানসার) প্রায় ৯০ শতাংশ কমায় বলে এক গবেষণায় উঠে এসেছে। যুক্তরাজ্যের ক্যানসার গবেষণা এবং সচেতনতা বিষয়ক দাতব্য প্রতিষ্ঠান ক্যানসার রিসার্চ ইউকে'র করা গবেষণাটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী ল্যানসেটে প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ক্যানসার রিসার্চ ইউকে বলছে, এই গবেষণার ফল ‘ঐতিহাসিক’। এই টিকা জীবন বাঁচাচ্ছে। প্রায় সব ধরনের জরায়ুমুখ ক্যানসার বিভিন্ন ধরনের ভাইরাস থেকে হয়ে থাকে। আশা করা যাচ্ছে, টিকার মাধ্যমে রোগ প্রায় নির্মূল করা সম্ভব।
গবেষণায় দেখা গেছে, যাদের টিকা দেওয়া হয়েছিল, তাদের জরায়ুর টিস্যুর পরীক্ষার প্রয়োজন অনেক কম হতো। যুক্তরাজ্যের ১১ থেকে ১৩ বছর বয়সী মেয়ে শিশুদের এইচপিভি টিকা দেওয়া হয়েছিল। বিভিন্ন অঞ্চলে বসবাসের ওপর ভিত্তি করে টিকা দেওয়া হয়। যুক্তরাজ্যে ছেলে শিশুদেরও এই ভ্যাকসিন দেওয়া হয়।
গবেষণায় দেখা যায়, টিকা প্রয়োগের ফলে প্রাক-ক্যানসারের বৃদ্ধি এবং জরায়ুমুখ ক্যানসার প্রায় ৮৭ শতাংশ কমে যায়। কিং কলেজ লন্ডনের গবেষক অধ্যাপক পিটার সাসিয়েনি বলেছেন, ‘টিকার প্রভাব বিশাল।’
এইচপিভি প্রোগ্রামে অংশ নেওয়াদের মধ্যে প্রায় সাড়ে ৪০০ ক্যানসার এবং ১৭ হাজার ২০০ প্রাক-ক্যানসার প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতি বছর তিন লাখের বেশি নারী মারা যায়। বেশির ভাগ মৃত্যুই হয় নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোতে। আশা করা যাচ্ছে, ওই দেশগুলোতে টিকার বড় একটি প্রভাব পড়বে। জরায়ুমুখ ক্যানসার নির্মূল করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিকল্পনার অংশ হিসেবে ১০০ টিরও বেশি দেশ ভ্যাকসিন ব্যবহার শুরু করেছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১১ আগস্ট ২০২৫ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
১১ আগস্ট ২০২৫বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১০ আগস্ট ২০২৫