নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শর্করাজাতীয় খাবার, যেমন ভাত, আলু, মিষ্টি এগুলো বেশি পরিমাণে খেলে লিভারের সমস্যা হয়ে থাকে। বেশি ফাস্টফুড খাওয়া এবং শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করার কারণে ফ্যাটি লিভার হয়। আলট্রাসাউন্ড ও রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যেতে পারে লিভার কোন অবস্থায় আছে। কিন্তু অনেক সময় অন্য কারণে আলট্রাসাউন্ড করা হলেও গ্রেড ওয়ান ফ্যাটি লিভার বোঝা যায়। সে ক্ষেত্রে খাদ্যাভ্যাসে পরিবর্তন ও ব্যায়ামের মাধ্যমে এর সমাধান করা যেতে পারে।
প্রথম স্টেজগুলোতে লিভার রোগের লক্ষণ কিছুটা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। এ ক্ষেত্রে লক্ষণ দেখা গেলেও আলট্রাসাউন্ড করলে ধরা পড়ে। বিলিরুবিনের ওঠা-নামা ও লিভারের আকৃতির পরিবর্তন হলে তা কিছুটা চিন্তার বিষয়। কিছু লক্ষণ দেখে লিভারের সমস্যা বোঝা যায়।
⊲ দুর্বলতা, যা আগে ছিল না কিন্তু কিছুদিন ধরে টানা চলছে। এটি দুই সপ্তাহের বেশি হলে চিকিৎসকের কাছে যেতে হবে।
⊲ ডায়েট কিংবা ব্যায়াম ছাড়া হঠাৎ ওজন কমতে থাকা।
⊲ চোখ হলুদ হয়ে যাওয়া। এটি জন্ডিসের লক্ষণ। জন্ডিস লিভার সিরোসিসের একটি বিশেষ লক্ষণ।
⊲ পা ফুলে যাওয়া।
⊲ পেটে পানি জমা।
⊲ রক্তবমি করা। এটি অল্প পরিমাণে হলেও তা খুবই খারাপ লক্ষণ।
⊲ মলের রং কালো হওয়া।
শর্করাজাতীয় খাবার, যেমন ভাত, আলু, মিষ্টি এগুলো বেশি পরিমাণে খেলে লিভারের সমস্যা হয়ে থাকে। বেশি ফাস্টফুড খাওয়া এবং শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করার কারণে ফ্যাটি লিভার হয়। আলট্রাসাউন্ড ও রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যেতে পারে লিভার কোন অবস্থায় আছে। কিন্তু অনেক সময় অন্য কারণে আলট্রাসাউন্ড করা হলেও গ্রেড ওয়ান ফ্যাটি লিভার বোঝা যায়। সে ক্ষেত্রে খাদ্যাভ্যাসে পরিবর্তন ও ব্যায়ামের মাধ্যমে এর সমাধান করা যেতে পারে।
প্রথম স্টেজগুলোতে লিভার রোগের লক্ষণ কিছুটা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। এ ক্ষেত্রে লক্ষণ দেখা গেলেও আলট্রাসাউন্ড করলে ধরা পড়ে। বিলিরুবিনের ওঠা-নামা ও লিভারের আকৃতির পরিবর্তন হলে তা কিছুটা চিন্তার বিষয়। কিছু লক্ষণ দেখে লিভারের সমস্যা বোঝা যায়।
⊲ দুর্বলতা, যা আগে ছিল না কিন্তু কিছুদিন ধরে টানা চলছে। এটি দুই সপ্তাহের বেশি হলে চিকিৎসকের কাছে যেতে হবে।
⊲ ডায়েট কিংবা ব্যায়াম ছাড়া হঠাৎ ওজন কমতে থাকা।
⊲ চোখ হলুদ হয়ে যাওয়া। এটি জন্ডিসের লক্ষণ। জন্ডিস লিভার সিরোসিসের একটি বিশেষ লক্ষণ।
⊲ পা ফুলে যাওয়া।
⊲ পেটে পানি জমা।
⊲ রক্তবমি করা। এটি অল্প পরিমাণে হলেও তা খুবই খারাপ লক্ষণ।
⊲ মলের রং কালো হওয়া।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১১ আগস্ট ২০২৫ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
১১ আগস্ট ২০২৫বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১০ আগস্ট ২০২৫