অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
সেই কবিতা মনে পড়ে,
পাখি সব কলরব রাতি পোহাইল
কাননে কুসুম কলি সকলি ফুটিল
সেই পাখিদের কলকাকলি শুনে ঘুম ভেঙেছে কত দিন! সিলেটের বিখ্যাত কিন ব্রিজে যেমন জালালি কবুতর, তেমনি কবুতর আছে লন্ডনের ট্রাফাল্ গার স্কয়ারে।
বিজ্ঞানীরা বলেন, পাখিদের কাছাকাছি থাকলে মন খোশ হয়। আর যদি ১০ শতাংশের বেশি পাখির প্রজাতি ঘরের আশপাশে থাকে তাহলে কথাই নেই। বছরে চাকরির বেতন বাড়লে যেমন আনন্দ, এ আনন্দটাও তেমন। গবেষকেরা ২৬টি দেশের ২৬ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের জীবন সন্তুষ্টির স্কোর পরিমাপ করেছেন। আর এর সঙ্গে মিলিয়ে দেখেছেন আশপাশের পাখির জীববৈচিত্র্য। গবেষকেরা বলছেন, সবচেয়ে সুখী মানুষেরা দৈনন্দিন জীবনে শুনেছেন পাখির অনেক কলরব।
এর আংশিক কারণ, পাখি নিজেরাই আনন্দ আনে মনে। আর সুস্থ জীববৈচিত্র্যের জন্য পাখি এক সূচকও বটে। তাদের উপস্থিতি নির্দেশ করে, আশপাশে আছে সবুজের মেলা।
অতিমারির সময় পাখি দর্শন বিপুল পরিমাণে বেড়েছে। বেড়েছে পাখির খাঁচা বা বাইনোকুলারের বিক্রি বেড়েছে স্থানীয় পার্ক বা ঝিলে মানুষ পাখিদের দেখবে বলে। এমন হলেও পাখিদের সংখ্যা কমেছে বটে। পৃথিবীর ১১ হাজার পাখি প্রজাতির ৪০ শতাংশ বিলুপ্তির পথে। এর কারণ পাখির বাসস্থান ধ্বংস আর জলবায়ু পরিবর্তন। প্রকৃতির এই ধ্বংস নিবারণ না করা গেলে চারপাশ হবে বিষাক্ত, আমাদের কুশল আর অর্থনীতি দুটোই হবে ক্ষীয়মাণ।
সামনে ভ্যালেন্টাইন ডে আর বসন্তবরণ। সময় করে পাখি দেখে আসুন কোথাও থেকে। মন ভালো থাকবে। সম্পর্কও হবে আনন্দময়।
লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ
সেই কবিতা মনে পড়ে,
পাখি সব কলরব রাতি পোহাইল
কাননে কুসুম কলি সকলি ফুটিল
সেই পাখিদের কলকাকলি শুনে ঘুম ভেঙেছে কত দিন! সিলেটের বিখ্যাত কিন ব্রিজে যেমন জালালি কবুতর, তেমনি কবুতর আছে লন্ডনের ট্রাফাল্ গার স্কয়ারে।
বিজ্ঞানীরা বলেন, পাখিদের কাছাকাছি থাকলে মন খোশ হয়। আর যদি ১০ শতাংশের বেশি পাখির প্রজাতি ঘরের আশপাশে থাকে তাহলে কথাই নেই। বছরে চাকরির বেতন বাড়লে যেমন আনন্দ, এ আনন্দটাও তেমন। গবেষকেরা ২৬টি দেশের ২৬ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের জীবন সন্তুষ্টির স্কোর পরিমাপ করেছেন। আর এর সঙ্গে মিলিয়ে দেখেছেন আশপাশের পাখির জীববৈচিত্র্য। গবেষকেরা বলছেন, সবচেয়ে সুখী মানুষেরা দৈনন্দিন জীবনে শুনেছেন পাখির অনেক কলরব।
এর আংশিক কারণ, পাখি নিজেরাই আনন্দ আনে মনে। আর সুস্থ জীববৈচিত্র্যের জন্য পাখি এক সূচকও বটে। তাদের উপস্থিতি নির্দেশ করে, আশপাশে আছে সবুজের মেলা।
অতিমারির সময় পাখি দর্শন বিপুল পরিমাণে বেড়েছে। বেড়েছে পাখির খাঁচা বা বাইনোকুলারের বিক্রি বেড়েছে স্থানীয় পার্ক বা ঝিলে মানুষ পাখিদের দেখবে বলে। এমন হলেও পাখিদের সংখ্যা কমেছে বটে। পৃথিবীর ১১ হাজার পাখি প্রজাতির ৪০ শতাংশ বিলুপ্তির পথে। এর কারণ পাখির বাসস্থান ধ্বংস আর জলবায়ু পরিবর্তন। প্রকৃতির এই ধ্বংস নিবারণ না করা গেলে চারপাশ হবে বিষাক্ত, আমাদের কুশল আর অর্থনীতি দুটোই হবে ক্ষীয়মাণ।
সামনে ভ্যালেন্টাইন ডে আর বসন্তবরণ। সময় করে পাখি দেখে আসুন কোথাও থেকে। মন ভালো থাকবে। সম্পর্কও হবে আনন্দময়।
লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১১ আগস্ট ২০২৫ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
১১ আগস্ট ২০২৫বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১০ আগস্ট ২০২৫