জাকিয়া নাজনীন
আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। এ বছর বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল প্রতিপাদ্য, ‘আমাদের গ্রহ, আমাদের স্বাস্থ্য।’ এবারের লক্ষ্য, পৃথিবী এবং এখানে বসবাসকারী মানুষের মঙ্গলের বিষয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণ। পরিবেশদূষণ বাড়ার ফলে ক্যানসার, অ্যাজমা, হৃদ্রোগের মতো রোগগুলোর ঝুঁকি বাড়ছে দিন দিন। ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
পরিবেশের অন্যান্য দূষণের মধ্যে আমাদের দেশে বেড়েছে বায়ুদূষণ। ফলে তা পরিবেশের জন্য তো বটেই, মানুষের স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। সুস্থ থাকতে তাই ব্যক্তিগত সাবধানতা অবলম্বন ভীষণ জরুরি হয়ে পড়েছে। বায়ুদূষণের কারণে শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। যখন বাতাস দূষিত এবং বৃষ্টি হচ্ছে, তখন মাটিতেও বাতাসে মিশে থাকা রাসায়নিক উপাদান মিশে যাচ্ছে। এ ছাড়া মাটি আরও নানাভাবেই দূষিত হচ্ছে। ফলে দূষিত বাতাস থেকে যে রাসায়নিক উপাদানগুলো মাটিতে চলে যাচ্ছে, সেগুলো ফল, সবজি ও অন্যান্য শস্যকেও দূষিত করছে। ফলে দৈনন্দিন খাবারের মাধ্যমে তা আমাদের শরীরে প্রবেশ করছে, যা স্বাস্থ্যহানির কারণ।
বায়ুদূষণ থেকে বাঁচতে
শরীর ডিটক্সিফিকেশন একটি বিশদ ব্যাপার। ডিটক্সের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফাস্টিং বা না খেয়ে থাকা ও কিছু হারবাল জুস পান করা। এখন রোজার মাস। প্রতিদিন সাহ্রি ও ইফতারের মধ্যবর্তী যে সময় ফাস্টিং এমনিতেই হয়ে যাচ্ছে এখন। ডিটক্সিফিকেশনের জন্য যে জুসের কথা বলা হচ্ছে, সেগুলো রোজা শেষে ইফতারে প্রথম পানীয় হিসেবে পান করা যেতে পারে। তবে অ্যালার্জি বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলে নিতে হবে।
এখন পালংশাকের মৌসুম না হলেও বাজারে পাওয়া যায় শাকটি। সেটির স্মুদি বানিয়ে পান করা যায় ডিটক্স পানীয় হিসেবে। পালংশাকের সঙ্গে আদা, কলা, বাদাম ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে স্মুদি। পালংশাক না পেলে শসা দিয়েও ডিটক্স পানীয় তৈরি করা যায়। পানিসমৃদ্ধ শসা ও পুষ্টিগুণে ভরপুর পুদিনা স্বাস্থ্যকর খাবার। একটি বড় জারে পানি নিয়ে তাতে কয়েক টুকরো শসা ও তাজা পুদিনাপাতা দিয়ে এটি কিছু সময়ের জন্য ঢেকে রাখুন। তারপর সে পানি পান করুন।
এ ছাড়া সাহ্রি ও ইফতারে প্রচুর পানি পান করুন। পর্যাপ্ত পরিমাণ পানি পান শরীর বিষমুক্ত করতে সহায়তা করে।
লেখক: পুষ্টিবিদ ও হোলস্টিক লাইফস্টাইল মোডিফায়ার
আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। এ বছর বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল প্রতিপাদ্য, ‘আমাদের গ্রহ, আমাদের স্বাস্থ্য।’ এবারের লক্ষ্য, পৃথিবী এবং এখানে বসবাসকারী মানুষের মঙ্গলের বিষয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণ। পরিবেশদূষণ বাড়ার ফলে ক্যানসার, অ্যাজমা, হৃদ্রোগের মতো রোগগুলোর ঝুঁকি বাড়ছে দিন দিন। ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
পরিবেশের অন্যান্য দূষণের মধ্যে আমাদের দেশে বেড়েছে বায়ুদূষণ। ফলে তা পরিবেশের জন্য তো বটেই, মানুষের স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। সুস্থ থাকতে তাই ব্যক্তিগত সাবধানতা অবলম্বন ভীষণ জরুরি হয়ে পড়েছে। বায়ুদূষণের কারণে শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। যখন বাতাস দূষিত এবং বৃষ্টি হচ্ছে, তখন মাটিতেও বাতাসে মিশে থাকা রাসায়নিক উপাদান মিশে যাচ্ছে। এ ছাড়া মাটি আরও নানাভাবেই দূষিত হচ্ছে। ফলে দূষিত বাতাস থেকে যে রাসায়নিক উপাদানগুলো মাটিতে চলে যাচ্ছে, সেগুলো ফল, সবজি ও অন্যান্য শস্যকেও দূষিত করছে। ফলে দৈনন্দিন খাবারের মাধ্যমে তা আমাদের শরীরে প্রবেশ করছে, যা স্বাস্থ্যহানির কারণ।
বায়ুদূষণ থেকে বাঁচতে
শরীর ডিটক্সিফিকেশন একটি বিশদ ব্যাপার। ডিটক্সের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফাস্টিং বা না খেয়ে থাকা ও কিছু হারবাল জুস পান করা। এখন রোজার মাস। প্রতিদিন সাহ্রি ও ইফতারের মধ্যবর্তী যে সময় ফাস্টিং এমনিতেই হয়ে যাচ্ছে এখন। ডিটক্সিফিকেশনের জন্য যে জুসের কথা বলা হচ্ছে, সেগুলো রোজা শেষে ইফতারে প্রথম পানীয় হিসেবে পান করা যেতে পারে। তবে অ্যালার্জি বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলে নিতে হবে।
এখন পালংশাকের মৌসুম না হলেও বাজারে পাওয়া যায় শাকটি। সেটির স্মুদি বানিয়ে পান করা যায় ডিটক্স পানীয় হিসেবে। পালংশাকের সঙ্গে আদা, কলা, বাদাম ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে স্মুদি। পালংশাক না পেলে শসা দিয়েও ডিটক্স পানীয় তৈরি করা যায়। পানিসমৃদ্ধ শসা ও পুষ্টিগুণে ভরপুর পুদিনা স্বাস্থ্যকর খাবার। একটি বড় জারে পানি নিয়ে তাতে কয়েক টুকরো শসা ও তাজা পুদিনাপাতা দিয়ে এটি কিছু সময়ের জন্য ঢেকে রাখুন। তারপর সে পানি পান করুন।
এ ছাড়া সাহ্রি ও ইফতারে প্রচুর পানি পান করুন। পর্যাপ্ত পরিমাণ পানি পান শরীর বিষমুক্ত করতে সহায়তা করে।
লেখক: পুষ্টিবিদ ও হোলস্টিক লাইফস্টাইল মোডিফায়ার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১১ আগস্ট ২০২৫ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
১১ আগস্ট ২০২৫বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১০ আগস্ট ২০২৫