Ajker Patrika

অস্ত্র মামলায় ২ আসামির ২০ বছর কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৩: ৫০
অস্ত্র মামলায় ২ আসামির ২০ বছর কারাদণ্ড

লালমনিরহাটে অস্ত্র মামলায় এক ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশির ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন লালমনিরহাটের বিশেষ আদালত। গত মঙ্গলবার জেলার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা দায়রা জজ মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন ভারতের আসামের আমিনুর মাতব্বর এবং লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পশ্চিম জগতবেড় গ্রামের আব্দুর রশিদ।

লালমনিরহাট কোর্ট পুলিশের এসআই মুসা মিয়া জানান, ২০১৮ সালের ৪ জানুয়ারি দিবাগত রাতে পাটগ্রাম থানা পুলিশ পশ্চিম জগতবেড় গ্রামের আব্দুর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ ভারতীয় নাগরিক আমিনুর মাতব্বর ও বাড়ির মালিক আব্দুর রশিদকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় পরদিন ৫ জানুয়ারি এসআই মমিনুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে আটকদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় একটি মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত করে ওই সালে ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ দেন। শুনানি শেষে গত মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত।

লালমনিরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত