Ajker Patrika

গ্রন্থাগারে বই নিয়ে প্রবেশসহ ৭ দফা দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১২: ৫৯
গ্রন্থাগারে বই নিয়ে প্রবেশসহ ৭ দফা দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে ব্যক্তিগত বই নিয়ে প্রবেশের অনুমতিসহ ৭টি সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার সকালে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে এমন দাবি তুলে ধরেন তাঁরা।

সকাল সোয়া দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। পরে প্রক্টরিয়াল বডির আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়।

আন্দোলনরত ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুরুদ্দীন শহীদ আজকের পত্রিকাকে বলেন, ‘করোনার আগে গ্রন্থাগারে ব্যক্তিগত বই নিয়ে প্রবেশ করা যেত। কিন্তু করোনার পর গ্রন্থাগার চালু হলে ব্যক্তিগত বই নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। আজ আমরা বই নিয়ে প্রবেশ করতে গেলে বাধা দেওয়া হয়। পরে আমরা গ্রন্থাগারের সিঁড়িতে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাই।’

পরবর্তীতে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে এলে ৭ দফা দাবি তুলে ধরেন তাঁরা। দাবিগুলো এক সপ্তাহের মধ্যে সমাধানের আশ্বাসের পর তাঁরা কর্মসূচি স্থগিত করেন।

৭ দফা দাবির মধ্যে রয়েছে ব্যক্তিগত বই নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা বিনা শর্তে তুলে নেওয়া, শনিবারসহ প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্রন্থাগার খোলা রাখা, অন্তত ১ সপ্তাহের জন্য লাইব্রেরি থেকে বই ইস্যু করা। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পড়াশোনার যথাযথ পরিবেশ সৃষ্টির দাবি জানান তাঁরা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) এ কে এম মাহফুজুল হক বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত আছে ব্যক্তিগত বই নিয়ে গ্রন্থাগারে প্রবেশ করা যাবে না। তাই এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘তাঁদের দাবিগুলো আমরা জেনেছি। এক সপ্তাহ সময় নেওয়া হয়েছে। লাইব্রেরি কমিটির সঙ্গে আলাপ করে সমাধান করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত