Ajker Patrika

আলোকচিত্রী গোলজারের জামিন

রংপুর প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৭: ৩৩
আলোকচিত্রী গোলজারের জামিন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তারের পাঁচ দিন পর জামিন পেয়েছেন রংপুরের আলোকচিত্রী গোলজার রহমান আদর ওরফে আদর রহমান।

গতকাল সোমবার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহেনুর এই জামিন মঞ্জুর করেন।

গোলজারের আইনজীবী আবদুল হক প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব গত বুধবার বিকেলে নগরীর ইঞ্জিনিয়ারপাড়া থেকে গোলজারকে গ্রেপ্তার করে হারাগাছ থানায় হস্তান্তর করে। তিনি রংপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি।

প্রসঙ্গত, ৩০ কোটি টাকা নয়-ছয় করায় রংপুর সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী আকতার হোসেন আজাদ ও নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেনের বিরুদ্ধে দুদকে অভিযোগ যায়। এ ঘটনায় করা মামলায় দুই প্রকৌশলীকে আসামি এবং গোলজারকে সাক্ষী করা হয়।

গোলজারকে পরে সাক্ষী থেকে আসামি করে গত ১৫ ফেব্রুয়ারি দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর আলম আদালতে অভিযোগপত্র দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত